Hello Students,
Wellcome to www.ajjkal.com চাকরির পরীক্ষার প্রস্তুতির সেরা ঠিকানা, www.ajjkal.com আজ নিয়ে এসেছি 11th July 2023 Current Affairs in Bengali Quiz | 11th জুলাই 2023 দৈনিক কারেন্ট অ্যাফেয়ার্স. প্রতিবছর বিভিন্ন পরীক্ষার যেমন CTET | WBTET | WBCS । MPTET | ATET| UPTET | Rajasthan PTET | TNTET | Karnataka TET | RTET | HTET| PSTET। BANK EXAM। ইত্যাদি পরীক্ষার বিভিন্ন প্রস্তুতি পত্র আপনাদের বিনামূল্যে দিয়ে এসেছি। তাই Ajjkal.com আজ আপনাদের জন্য নিয়ে এসেছে 11th July 2023 Current Affairs in Bengali Quiz | 11th জুলাই 2023 দৈনিক কারেন্ট অ্যাফেয়ার্স।
11th July 2023 Current Affairs in Bengali Quiz | 11th জুলাই 2023 দৈনিক কারেন্ট অ্যাফেয়ার্স
❏ ফেব্রুয়ারী 2023 মাসিক কারেন্ট অ্যাফেয়ার্স- Click Here
❏ মার্চ 2023 মাসিক কারেন্ট অ্যাফেয়ার্স- Click Here
❏ এপ্রিল 2023 মাসিক কারেন্ট অ্যাফেয়ার্স- Click Here
1. “বিশ্ব জনসংখ্যা দিবস” (World Population Day) কবে পালন করা হয়ে থাকে?
উত্তর:- 11th জুলাই
2. সম্প্রতি কোন রাজ্য ‘মো জঙ্গল জমি যোজনা’ (Mo Jungle Jami Yojana) চালু করেছে?
উত্তর:- ওড়িশা
3. আফ্রিকার কোন দেশ ‘ন্যাশনাল হেলথ ইন্স্যুরেন্স ফান্ড রেগুলেশনস (NHIF) 2023’ চালু করেছে?
উত্তর:- কেনিয়া
4. ইন্টারন্যাশনাল ফিনান্সিয়াল সার্ভিস সেন্টার অথরিটি (IFSCA) এর নতুন চেয়ারপারসন হিসেবে কাকে নিযুক্ত করা হয়েছে?
উত্তর:- কে রাজারামন (K Rajaraman)
5. “Youth World Archery Championships” -এ প্রথম ভারতীয় হিসেবে সোনা জিতেছেন কে?
উত্তর:- পার্থ সালুনখে (Partha Salunkhe).
6. সম্প্রতি কোন ভারতীয় ব্যাডমিন্টন খেলোয়াড় কানাডা ওপেনের শিরোপা জিতেছেন?
উত্তর:- লক্ষ্য সেন (Lakshya Sen)
7. সম্প্রতি কোন ফর্মুলা-1 রেসার ব্রিটিশ গ্র্যান্ড প্রিক্স শিরোপা জিতেছেন?
উত্তর:- ম্যাক্স ভার্স্টাপেন
8. ভারতের G20 সভাপতিত্বে তৃতীয় বাণিজ্য ও বিনিয়োগ ওয়ার্কিং গ্রুপের বৈঠক কোথায় অনুষ্ঠিত হচ্ছে?
উত্তর:- কেভাদিয়া (গুজরাট).
9. ভারতের কোন বিমানবন্দরে দেশের প্রথম এলিভেটেড ক্রস ট্যাক্সিওয়ে পরিষেবা শুরু হয়েছে?
উত্তর:- ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দর
10. কোন শহর G20 কালচার ওয়ার্কিং গ্রুপের বৈঠকের আয়োজন করছে?
উত্তর:- হাম্পি (কর্ণাটক)।
❏ General Knowledge – Click Here
❏ Job Notification – Click Here
❏ Online Mock Test Quiz – Click Here
Note: পোস্ট টি অবশ্যই আপনার বন্ধুদের সাথে ফেসবুক, হোয়াটসঅ্যাপ এ শেয়ার করুন।