Hello Students,
Wellcome to www.ajjkal.com চাকরির পরীক্ষার প্রস্তুতির সেরা ঠিকানা, www.ajjkal.com আজ নিয়ে এসেছি 11th November 2023 Current Affairs in Bengali Quiz | 11th নভেম্বর 2023 দৈনিক কারেন্ট অ্যাফেয়ার্স. প্রতিবছর বিভিন্ন পরীক্ষার যেমন CTET | WBTET | WBCS । MPTET | ATET| UPTET | Rajasthan PTET | TNTET | Karnataka TET | RTET | HTET| PSTET। BANK EXAM। ইত্যাদি পরীক্ষার বিভিন্ন প্রস্তুতি পত্র আপনাদের বিনামূল্যে দিয়ে এসেছি। তাই Ajjkal.com আজ আপনাদের জন্য নিয়ে এসেছে 11th November 2023 Current Affairs in Bengali Quiz | 11th নভেম্বর 2023 দৈনিক কারেন্ট অ্যাফেয়ার্স।
11th November 2023 Current Affairs in Bengali Quiz | 11th নভেম্বর 2023 দৈনিক কারেন্ট অ্যাফেয়ার্স
❏ ফেব্রুয়ারী 2023 মাসিক কারেন্ট অ্যাফেয়ার্স- Click Here
❏ মার্চ 2023 মাসিক কারেন্ট অ্যাফেয়ার্স- Click Here
❏ এপ্রিল 2023 মাসিক কারেন্ট অ্যাফেয়ার্স- Click Here
❏ মে 2023 মাসিক কারেন্ট অ্যাফেয়ার্স- Click Here
❏ জুন 2023 মাসিক কারেন্ট অ্যাফেয়ার্স- Click Here
❏ জুলাই 2023 মাসিক কারেন্ট অ্যাফেয়ার্স- Click Here
❏ আগষ্ট 2023 মাসিক কারেন্ট অ্যাফেয়ার্স- Click Here
1. “জাতীয় শিক্ষা দিবস” (National Education Day) কোন দিন পালিত হয়ে থাকে?
উত্তর:- 11th নভেম্বর
2. সম্প্রতি “Central Bureau of Investigation” (CBI) -এর জয়েন্ট ডিরেক্টর হিসাবে কাকে নিযুক্ত করা হয়েছে?
উত্তর:- প্রবীণ মধুকর
3. সম্প্রতি কোন দেশে “অ্যাডমিনিস্ট্রেটিভ অফিস” খুলতে চলছে “Central Board of Secondary Education” (CBSE)?
উত্তর:- সংযুক্ত আরব আমিরাত (UAE)
4. সম্প্রতি বিখ্যাত “Time Magazine” -এর কভার পেজে ফিচারড হিসেবে জায়গা পেলেন ক?
উত্তর:- বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
5. “Bank of Maharashtra” -এর Executive Director পদে কাকে নিযুক্ত করা হলো?
উত্তর:- রোহিত ঋষি।
6. সম্প্রতি ভারতের নতুন চিফ ইনফরমেশন কমিশনার পদে কাকে নিযুক্ত করা হলো?
উত্তর:- হীরালাল সামারিয়া।
7. সম্প্রতি কোন দেশটি ইউরোপে প্রচলিত সশস্ত্র বাহিনীর চুক্তি থেকে প্রত্যাহার করার সিদ্ধান্ত নিয়েছে?
উত্তর:- রাশিয়া
8. সম্প্রতি ভারতের কোন রাজ্য সরকার ‘আবুয়া বীর দিশোম অভিযান’ চালু করেছে?
উত্তর:- ঝাড়খণ্ড
9. NASA -এর কিউরিসিটি রোভার কোন মহাকাশীয় বস্তু অধ্যয়নের জন্য চালু করা হয়েছিল?
উত্তর:- মঙ্গল
10. কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন সম্প্রতি কোন রাজ্যে 12টি GST সেবা কেন্দ্র চালু করেছেন?
উত্তর:- গুজরাট।
❏ General Knowledge – Click Here
❏ Job Notification – Click Here
❏ Online Mock Test Quiz – Click Here
Note: পোস্ট টি অবশ্যই আপনার বন্ধুদের সাথে ফেসবুক, হোয়াটসঅ্যাপ এ শেয়ার করুন।