Hello Students,
Wellcome to www.ajjkal.com চাকরির পরীক্ষার প্রস্তুতির সেরা ঠিকানা, www.ajjkal.com আজ নিয়ে এসেছি 11th October 2023 Current Affairs in Bengali Quiz | 11th অক্টোবর 2023 দৈনিক কারেন্ট অ্যাফেয়ার্স. প্রতিবছর বিভিন্ন পরীক্ষার যেমন CTET | WBTET | WBCS । MPTET | ATET| UPTET | Rajasthan PTET | TNTET | Karnataka TET | RTET | HTET| PSTET। BANK EXAM। ইত্যাদি পরীক্ষার বিভিন্ন প্রস্তুতি পত্র আপনাদের বিনামূল্যে দিয়ে এসেছি। তাই Ajjkal.com আজ আপনাদের জন্য নিয়ে এসেছে 11th October 2023 Current Affairs in Bengali Quiz | 11th অক্টোবর 2023 দৈনিক কারেন্ট অ্যাফেয়ার্স।
11th October 2023 Current Affairs in Bengali Quiz | 11th অক্টোবর 2023 দৈনিক কারেন্ট অ্যাফেয়ার্স
❏ ফেব্রুয়ারী 2023 মাসিক কারেন্ট অ্যাফেয়ার্স- Click Here
❏ মার্চ 2023 মাসিক কারেন্ট অ্যাফেয়ার্স- Click Here
❏ এপ্রিল 2023 মাসিক কারেন্ট অ্যাফেয়ার্স- Click Here
❏ মে 2023 মাসিক কারেন্ট অ্যাফেয়ার্স- Click Here
❏ জুন 2023 মাসিক কারেন্ট অ্যাফেয়ার্স- Click Here
❏ জুলাই 2023 মাসিক কারেন্ট অ্যাফেয়ার্স- Click Here
1. ভারতের কোন শহরে 16 তম কৃষি বিজ্ঞান কংগ্রেসের আয়োজন হতে চলছে?
উত্তর:- কোচি
2. Jio Mart -এর নতুন ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে কাকে নিযুক্ত করা করেছে?
উত্তর:- মহেন্দ্র সিং ধোনি (Mahendra Singh Dhoni)
3. ভারত সরকার কোন শ্রেণীর ছাত্রদের জন্য আবাসিক শিক্ষা প্রকল্প ‘শ্রেষ্ঠ’ (Shreshtha) শুরু করেছে?
উত্তর:- তফসিলি জাতি (Scheduled Caste)
4. বিশেষ পরিচ্ছন্নতা অভিযান 3.0 -এর অধীনে সারা দেশে পরিচ্ছন্নতার জন্য সংস্কৃতি মন্ত্রক কতটি সাইট চিহ্নিত করেছে?
উত্তর:- 449 টি।
5. হামাসের বিরুদ্ধে চলমান লড়াইকে ইসরায়েল কি কোড নাম দিয়েছে?
উত্তর:- অপারেশন আয়রন সোর্ড (Operation Iron Sword).
6. BHEL -এর ডিরেক্টর হিসেবে কাকে নিযুক্ত করা হয়েছে?
উত্তর:- বাণী ভার্মা (Bani Verma).
7. সম্প্রতি কোন প্রতিষ্ঠান পরিসংখ্যানগত কর্মক্ষমতা সূচক (SPI) সংকলন প্রকাশ করেছে?
উত্তর:- বিশ্বব্যাংক
8. সম্প্রতি কোন দেশের রাষ্ট্রপতি JNU থেকে সম্মানসূচক ডক্টরেট ডিগ্রি অর্জন করেছেন?
উত্তর:- তানজানিয়ার রাষ্ট্রপতি সামিয়া সুলুহু হাসান।
9. হুরুন ইন্ডিয়া রিচ লিস্ট 2023 অনুযায়ী সবচেয়ে ধনী ভারতীয় কে?
উত্তর:- মুকেশ আম্বানি
10. সম্প্রতি কে ‘India NCX 2023’ অনুষ্ঠানের উদ্বোধন করলেন?
উত্তর:- অজয় কুমার সুদ।
❏ General Knowledge – Click Here
❏ Job Notification – Click Here
❏ Online Mock Test Quiz – Click Here
Note: পোস্ট টি অবশ্যই আপনার বন্ধুদের সাথে ফেসবুক, হোয়াটসঅ্যাপ এ শেয়ার করুন।