Hello Students,
Wellcome to www.ajjkal.com চাকরির পরীক্ষার প্রস্তুতির সেরা ঠিকানা, www.ajjkal.com আজ নিয়ে এসেছি 12th February 2023 Current Affairs in Bengali | 12th ফেব্রুয়ারী 2023 দৈনিক কারেন্ট অ্যাফেয়ার্স. প্রতিবছর বিভিন্ন পরীক্ষার যেমন CTET | WBTET | WBCS । MPTET | ATET| UPTET | Rajasthan PTET | TNTET | Karnataka TET | RTET | HTET| PSTET। BANK EXAM। ইত্যাদি পরীক্ষার বিভিন্ন প্রস্তুতি পত্র আপনাদের বিনামূল্যে দিয়ে এসেছি। তাই Ajjkal.com আজ আপনাদের জন্য নিয়ে এসেছে 12th February 2023 Current Affairs in Bengali | 12th ফেব্রুয়ারী 2023 দৈনিক কারেন্ট অ্যাফেয়ার্স।
12th February 2023 Current Affairs in Bengali | 12th ফেব্রুয়ারী 2023 দৈনিক কারেন্ট অ্যাফেয়ার্স
- “আন্তর্জাতিক ডারউইন দিবস” কবে পালন করা হয়ে থাকে?
উত্তর:- 12th ফেব্রুয়ারী
- সম্প্রতি কোন প্রতিষ্ঠান ISRO -এর জন্য মহাকাশযান প্রশিক্ষণ মডিউল তৈরি করতে চলছে?
উত্তর:- আইআইটি মাদ্রাজ (IIT Madras).
- সম্প্রতি “Harvard Law Review” -এর প্রেসিডেন্ট হিসাবে নির্বাচিত হলেন কোন ভারতীয় বংশোদ্ভূত মহিলা?
উত্তর:- অপ্সরা আইয়ার
- সম্প্রতি যাত্রীদের জন্য হোয়াটসঅ্যাপ ফুড ডেলিভারি সুবিধা চালু করেছে কোন দেশের রেলওয়ে?
উত্তর:- ভারতীয় রেলওয়ে
- কেন্দ্রীয় মন্ত্রী ভূপেন্দ্র যাদব সম্প্রতি কোথায় জলাভূমি সংরক্ষণ অভিযান শুরু করেছেন?
উত্তর:- গোয়া
- সম্প্রতি ‘কালা ঘোড়া আর্ট ফেস্টিভ্যাল’ (Kala Ghoda Art Festival) কোথায় শুরু হয়েছে?
উত্তর:- মুম্বাই
- ভারতে কোন মাসে ‘ইন্ডিয়া এনার্জি উইক’ পালন করা হয়?
উত্তর:- ফেব্রুয়ারি
- সম্প্রতি কেন্দ্রীয় গ্রামীণ উন্নয়ন মন্ত্রী গিরিরাজ সিং কোন মিশন শুরু করেছেন?
উত্তর:- অন্ত্যোদয় সমীক্ষা মিশন 2022-23।
- সম্প্রতি ডিজিটাল রূপান্তর প্রচারের জন্য ‘ডিজিটাল পেমেন্ট উৎসব’ চালু করেছেন কে?
উত্তর:- অশ্বিনী বৈষ্ণব
- ‘ঈগল 44 (ওঘব 44)’ [Eagle 44 (Oghab 44)] কোন দেশের প্রথম ভূগর্ভস্থ বিমান বাহিনীর ঘাঁটি?
উত্তর:- ইসরাইল।
❏ General Knowledge – Click Here
❏ Job Notification – Click Here
❏ Online Mock Test Quiz – Click Here
Note: পোস্ট টি অবশ্যই আপনার বন্ধুদের সাথে ফেসবুক, হোয়াটসঅ্যাপ এ শেয়ার করুন।