12th October 2023 Current Affairs in Bengali Quiz | 12th অক্টোবর 2023 দৈনিক কারেন্ট অ্যাফেয়ার্স

12th October 2023 Current Affairs in Bengali Quiz | 12th অক্টোবর 2023 দৈনিক কারেন্ট অ্যাফেয়ার্স

Hello Students,


Wellcome to www.ajjkal.com চাকরির পরীক্ষার প্রস্তুতির সেরা ঠিকানা,  www.ajjkal.com আজ নিয়ে এসেছি 12th October 2023 Current Affairs in Bengali Quiz | 12th অক্টোবর 2023 দৈনিক কারেন্ট অ্যাফেয়ার্স. প্রতিবছর বিভিন্ন পরীক্ষার যেমন  CTET | WBTET | WBCS । MPTET | ATET| UPTET | Rajasthan PTET | TNTET | Karnataka TET | RTET | HTET| PSTET। BANK EXAM। ইত্যাদি পরীক্ষার বিভিন্ন প্রস্তুতি পত্র আপনাদের বিনামূল্যে দিয়ে এসেছি। তাই Ajjkal.com আজ আপনাদের জন্য নিয়ে এসেছে 12th October 2023 Current Affairs in Bengali Quiz | 12th অক্টোবর 2023 দৈনিক কারেন্ট অ্যাফেয়ার্স

12th October 2023 Current Affairs in Bengali Quiz | 12th অক্টোবর 2023 দৈনিক কারেন্ট অ্যাফেয়ার্স

1. সম্প্রতি কোন প্রতিষ্ঠান ‘বাণিজ্য ও উন্নয়ন প্রতিবেদন 2023’ প্রকাশ করেছে?

উত্তর:- UNCTAD.

2. কেন্দ্রীয় মন্ত্রিসভা কোন রাজ্যে কেন্দ্রীয় উপজাতি বিশ্ববিদ্যালয় স্থাপনের অনুমোদন দিয়েছে?

উত্তর:- তেলেঙ্গানা

3. কোন রাজ্যে PUSA-44 জাতের ধান চাষ নিষিদ্ধ করেছে?

উত্তর:- পাঞ্জাব

4. কেন্দ্রীয় মন্ত্রিসভা কোন নতুন স্বায়ত্তশাসিত সংস্থা গঠনের অনুমোদন দিয়েছে?

উত্তর:- ‘মেরা যুব ভারত’ (Mera Yuva Bharat).

5. ভারত ও তানজানিয়া কত বছরের জন্য একটি প্রতিরক্ষা সহযোগিতার রোডম্যাপ তৈরি করেছে?

উত্তর:- 5 বছর

6. কোন ভারতীয় পুরুষ জুটি BWF র‌্যাঙ্কিংয়ে প্রথম স্থান অধিকার করেছে?

উত্তর:- সাত্ত্বিক সাইরাজ এবং চিরাগ শেঠি

7. 37তম জাতীয় গেমস কোন রাজ্যে আয়োজিত হবে?

উত্তর:- গোয়া

8. গাড়ি প্রস্তুতকারক মারুতি সুজুকি ইন্ডিয়া কার সাথে ডিলার সম্পর্কিত আর্থিক সমাধানের জন্য একটি চুক্তি স্বাক্ষর করেছে?

উত্তর:- IDBI ব্যাঙ্ক

9. উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ কোন জেলায় মুক্তিযোদ্ধা রাজা রাওয়ের মূর্তি উন্মোচন করেন?

উত্তর:- উন্নাও (Unnao)

10. প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সম্প্রতি কোন রাজ্যে “হাইটেক স্পোর্টস ট্রেনিং সেন্টার” -এর উদ্বোধন করলেন?

উত্তর:- মধ্যপ্রদেশ।

Note: পোস্ট টি অবশ্যই আপনার বন্ধুদের সাথে ফেসবুক, হোয়াটসঅ্যাপ এ শেয়ার করুন।