13th August 2023 Current Affairs in Bengali Quiz | 13th আগস্ট 2023 দৈনিক কারেন্ট অ্যাফেয়ার্স

13th August 2023 Current Affairs in Bengali Quiz | 13th আগস্ট 2023 দৈনিক কারেন্ট অ্যাফেয়ার্স

Hello Students,


Wellcome to www.ajjkal.com চাকরির পরীক্ষার প্রস্তুতির সেরা ঠিকানা,  www.ajjkal.com আজ নিয়ে এসেছি 13th August 2023 Current Affairs in Bengali Quiz | 13th আগস্ট 2023 দৈনিক কারেন্ট অ্যাফেয়ার্স. প্রতিবছর বিভিন্ন পরীক্ষার যেমন  CTET | WBTET | WBCS । MPTET | ATET| UPTET | Rajasthan PTET | TNTET | Karnataka TET | RTET | HTET| PSTET। BANK EXAM। ইত্যাদি পরীক্ষার বিভিন্ন প্রস্তুতি পত্র আপনাদের বিনামূল্যে দিয়ে এসেছি। তাই Ajjkal.com আজ আপনাদের জন্য নিয়ে এসেছে 13th August 2023 Current Affairs in Bengali Quiz | 13th আগস্ট 2023 দৈনিক কারেন্ট অ্যাফেয়ার্স

13th August 2023 Current Affairs in Bengali Quiz | 13th আগস্ট 2023 দৈনিক কারেন্ট অ্যাফেয়ার্স

1. “বিশ্ব অঙ্গ দান দিবস” (World Organ Donation Day) কোন দিন পালিত হয়ে থাকে?

উত্তর:- 13th আগস্ট

2. সম্প্রতি কোন দেশ সংবাদ মাধ্যমকে “সমকামীতা” শব্দটি ব্যবহারে নিষেধাজ্ঞা জারি করেছে?

উত্তর:- ইরাক

3. সম্প্রতি কোন হাইকোর্টের প্রধান বিচারপতি হিসেবে নিযুক্ত হলেন শুভাশিস তালাপাত্র?

উত্তর:- ওড়িশা হাইকোর্ট

4. সম্প্রতি কোন দেশ “Luna-25” নামে মুন ল্যান্ডার লঞ্চ করছে?

উত্তর:- রাশিয়া

5. সম্প্রতি কোন রাজ্য সরকার প্রাইভেট ইংলিশ মিডিয়াম স্কুল গুলিতে দ্বিতীয় ভাষা হিসাবে বাংলাকে বাধ্যতামূলক করেছে?

উত্তর:- পশ্চিমবঙ্গ

6. সম্প্রতি আন্তর্জাতিক T20 ক্রিকেটে হাফ সেঞ্চুরি করা ভারতের দ্বিতীয় কনিষ্ঠতম খেলোয়াড় কে হলেন?

উত্তর:- তিলক বর্মা

7. সম্প্রতি কোন রাজ্য সরকার মহিলাদের বিনামূল্যে স্মার্টফোন প্রদান করতে “Indira Gandhi Free Smartphone Yojana 2023” লঞ্চ করেছে?

উত্তর:- রাজস্থান

8. আমাজন ই-কমার্স রপ্তানি বাড়াতে কোন রাজ্য সরকারের সাথে একটি সমঝোতা স্মারক স্বাক্ষর করেছে?

উত্তর:- গুজরাট

9. “19th World Athletics Championships 2023” -এ ভারতীয় দলের হয়ে নেতৃত্ব দেবেন কে?

উত্তর:- নিরাজ চোপড়া

10. SBI Life Insurance -এর ম্যানেজিং ডিরেক্টর এবং CEO পদে সম্প্রতি কাকে নিযুক্ত করা হলো?

উত্তর:- অমিত ঝিংরান।

Note: পোস্ট টি অবশ্যই আপনার বন্ধুদের সাথে ফেসবুক, হোয়াটসঅ্যাপ এ শেয়ার করুন।