Hello Students,
Wellcome to www.ajjkal.com চাকরির পরীক্ষার প্রস্তুতির সেরা ঠিকানা, www.ajjkal.com আজ নিয়ে এসেছি 14th July 2023 Current Affairs in Bengali Quiz | 14th জুলাই 2023 দৈনিক কারেন্ট অ্যাফেয়ার্স. প্রতিবছর বিভিন্ন পরীক্ষার যেমন CTET | WBTET | WBCS । MPTET | ATET| UPTET | Rajasthan PTET | TNTET | Karnataka TET | RTET | HTET| PSTET। BANK EXAM। ইত্যাদি পরীক্ষার বিভিন্ন প্রস্তুতি পত্র আপনাদের বিনামূল্যে দিয়ে এসেছি। তাই Ajjkal.com আজ আপনাদের জন্য নিয়ে এসেছে 14th July 2023 Current Affairs in Bengali Quiz | 14th জুলাই 2023 দৈনিক কারেন্ট অ্যাফেয়ার্স।
14th July 2023 Current Affairs in Bengali Quiz | 14th জুলাই 2023 দৈনিক কারেন্ট অ্যাফেয়ার্স
❏ ফেব্রুয়ারী 2023 মাসিক কারেন্ট অ্যাফেয়ার্স- Click Here
❏ মার্চ 2023 মাসিক কারেন্ট অ্যাফেয়ার্স- Click Here
❏ এপ্রিল 2023 মাসিক কারেন্ট অ্যাফেয়ার্স- Click Here
1. ISRO-এর ঐতিহাসিক 615 কোটি টাকার চন্দ্রযান-3 (Chandrayaan-3) মিশন কবে চালু হলো?
উত্তর:- 14 জুলাই ২০২৩ দুপুর 2:35 মিনিটে
2. রুপির আন্তর্জাতিকীকরণের উপর RBI-এর ওয়ার্কিং গ্রুপের প্রধান কে?
উত্তর:- রাধা শ্যাম রাঠো (Radha Shyam Ratho).
3. সম্প্রতি এলন মাস্ক যে নতুন কোম্পানির নাম ঘোষণা করেছেন তার নাম কী?
উত্তর:- xAI
4. “AI for Good global summit” কোথায় অনুষ্ঠিত হলো?
উত্তর:- জেনেভা
5. লিথুয়ানিয়ায় ভারতের পরবর্তী রাষ্ট্রদূত হিসেবে কাকে নিযুক্ত করা হয়েছে?
উত্তর:- দেবেশ উত্তম
6. সম্প্রতি কোন রাজ্য মোবাইল-দোস্ত-অ্যাপ (Mobile-Dost-App) চালু করেছে?
উত্তর:- জম্মু ও কাশ্মীর
7. ভারতীয় নৌবাহিনীর জন্য কতটি রাফায়েল যুদ্ধবিমান কেনার অনুমোদন দিয়েছে প্রতিরক্ষা মন্ত্রক?
উত্তর:- 26 টি
8. প্যারা অ্যাথলেটিক্স বিশ্ব চ্যাম্পিয়নশিপ 2023-এ কোন ভারতীয় রৌপ্য পদক জিতেছে?
উত্তর:- নিষাদ কুমার (Nishad Kumar).
9. সশস্ত্র বাহিনীর জন্য নিরাপদ ও পুষ্টিকর খাবারের জন্য প্রতিরক্ষা মন্ত্রণালয় কার সাথে চুক্তি করেছে?
উত্তর:- FSSAI
10. জুন মাসের জন্য ICC পুরুষদের ‘Player of the Month’ নির্বাচিত হয়েছেন কে?
উত্তর:- শ্রীলঙ্কার স্পিনার ওয়ানিন্দু হাসারাঙ্গা।
❏ General Knowledge – Click Here
❏ Job Notification – Click Here
❏ Online Mock Test Quiz – Click Here
Note: পোস্ট টি অবশ্যই আপনার বন্ধুদের সাথে ফেসবুক, হোয়াটসঅ্যাপ এ শেয়ার করুন।