14th October 2023 Current Affairs in Bengali Quiz | 14th অক্টোবর 2023 দৈনিক কারেন্ট অ্যাফেয়ার্স

14th October 2023 Current Affairs in Bengali Quiz | 14th অক্টোবর 2023 দৈনিক কারেন্ট অ্যাফেয়ার্স

Hello Students,


Wellcome to www.ajjkal.com চাকরির পরীক্ষার প্রস্তুতির সেরা ঠিকানা,  www.ajjkal.com আজ নিয়ে এসেছি 14th October 2023 Current Affairs in Bengali Quiz | 14th অক্টোবর 2023 দৈনিক কারেন্ট অ্যাফেয়ার্স. প্রতিবছর বিভিন্ন পরীক্ষার যেমন  CTET | WBTET | WBCS । MPTET | ATET| UPTET | Rajasthan PTET | TNTET | Karnataka TET | RTET | HTET| PSTET। BANK EXAM। ইত্যাদি পরীক্ষার বিভিন্ন প্রস্তুতি পত্র আপনাদের বিনামূল্যে দিয়ে এসেছি। তাই Ajjkal.com আজ আপনাদের জন্য নিয়ে এসেছে 14th October 2023 Current Affairs in Bengali Quiz | 14th অক্টোবর 2023 দৈনিক কারেন্ট অ্যাফেয়ার্স

14th October 2023 Current Affairs in Bengali Quiz | 14th অক্টোবর 2023 দৈনিক কারেন্ট অ্যাফেয়ার্স

1. “World Standards Day” কোন দিন পালিত হয়ে থাকে?

উত্তর:- 14th অক্টোবর

2. সম্প্রতি ইউরোপের কোন দেশ প্রথম সম্পূর্ণ ব্যক্তিগত রকেট ‘মিউরা-1’ উৎক্ষেপণ করেছে?

উত্তর:- স্পেন

3. এশিয়ান গেমস 2023 পদক টেবিলে ভারতের স্থান কততম?

উত্তর:- চতুর্থ

4. ইসরায়েলে আটকে পড়া ভারতীয়দের ফিরিয়ে আনার জন্য শুরু করা অভিযানের নাম কী?

উত্তর:- ‘অপারেশন অজয়’ (Operation Ajay).

5. বিশ্ব অ্যাথলেটিক্সের এই বছরের সেরা অ্যাথলেটের জন্য কে মনোনীত হয়েছে?

উত্তর:- নীরজ চোপড়া

6. সম্প্রতি এস. সচ্চিদানন্দ মূর্তি প্রয়াত হয়েছেন, তিনি কোন ক্ষেত্রের একজন বিখ্যাত ব্যক্তিত্ব ছিলেন?

উত্তর:- সাংবাদিকতা

7. সম্প্রতি উত্তর আমেরিকার প্রথম গান্ধী মিউজিয়াম উদ্বোধন করা হলো কোথায়?

উত্তর:- হাউস্টন

8. সম্প্রতি “24th meeting of Central Regional Council” আয়োজিত হলো কোথায়?

উত্তর:- তেহরি, উত্তরাখণ্ড

9. সম্প্রতি “9th India International Dance and Music Festival” অনুষ্ঠিত হতে চলছে কোথায়?

উত্তর:- নিউ দিল্লি

10. সম্প্রতি কোন দেশ অপারেশন ‘Iron Swords’ লঞ্চ করেছে?

উত্তর:- ইজরায়েল।

Note: পোস্ট টি অবশ্যই আপনার বন্ধুদের সাথে ফেসবুক, হোয়াটসঅ্যাপ এ শেয়ার করুন।