Hello Students,
Wellcome to www.ajjkal.com চাকরির পরীক্ষার প্রস্তুতির সেরা ঠিকানা, www.ajjkal.com আজ নিয়ে এসেছি 15th July 2023 Current Affairs in Bengali Quiz | 15th জুলাই 2023 দৈনিক কারেন্ট অ্যাফেয়ার্স. প্রতিবছর বিভিন্ন পরীক্ষার যেমন CTET | WBTET | WBCS । MPTET | ATET| UPTET | Rajasthan PTET | TNTET | Karnataka TET | RTET | HTET| PSTET। BANK EXAM। ইত্যাদি পরীক্ষার বিভিন্ন প্রস্তুতি পত্র আপনাদের বিনামূল্যে দিয়ে এসেছি। তাই Ajjkal.com আজ আপনাদের জন্য নিয়ে এসেছে 15th July 2023 Current Affairs in Bengali Quiz | 15th জুলাই 2023 দৈনিক কারেন্ট অ্যাফেয়ার্স।
15th July 2023 Current Affairs in Bengali Quiz | 15th জুলাই 2023 দৈনিক কারেন্ট অ্যাফেয়ার্স
❏ ফেব্রুয়ারী 2023 মাসিক কারেন্ট অ্যাফেয়ার্স- Click Here
❏ মার্চ 2023 মাসিক কারেন্ট অ্যাফেয়ার্স- Click Here
❏ এপ্রিল 2023 মাসিক কারেন্ট অ্যাফেয়ার্স- Click Here
1. কোন দেশের সর্বোচ্চ পুরস্কার ‘গ্র্যান্ড ক্রস অফ দ্য লিজিয়ন অফ অনার’ প্রধানমন্ত্রী মোদীকে দেওয়া হয়েছিল?
উত্তর:- ফ্রান্স
2. চন্দ্রযান-৩ মিশন চালু হয়েছে, মিশনের প্রকল্প পরিচালক (Project Director) কে?
উত্তর:- পি ভিরামুথুভেল (P Veeramuthuvel)
3. সম্প্রতি কোন রাজ্য সরকার NTPC-এর সাথে দুটি তাপবিদ্যুৎ প্রকল্প নির্মাণের অনুমোদন দিয়েছে?
উত্তর:- উত্তরপ্রদেশ সরকার।
4. সম্প্রতি প্রকাশিত “গ্লোবাল পিস ইনডেক্স (GPI) 2023” -এ বিশ্বের শান্তিপূর্ণ দেশ কোনটি?
উত্তর:- আইসল্যান্ড
5. কোন ভারতীয় এশিয়ান অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপে 100 মিটার হার্ডলসে প্রথম সোনা জিতেছেন?
উত্তর:- জ্যোতি ইয়ারাজি (Jyoti Yaraji).
6. কে 17 তম ভারতীয় হিসেবে তার অভিষেক টেস্ট ম্যাচে সেঞ্চুরি করেছেন?
উত্তর:- যশস্বী জয়সওয়াল (Yashasvi Jaiswal).
7. বিচারপতি উজ্জ্বল ভূঁইয়ার সাথে সুপ্রিম কোর্টের বিচারপতি হিসেবে শপথ নেন কে?
উত্তর:- এস ভি ভাট্টি (S V Bhatti).
8. কোন খেলোয়াড় কমনওয়েলথ ভারোত্তোলন চ্যাম্পিয়নশিপ 2023 -এ পুরুষদের 61 কেজি বিভাগে স্বর্ণপদক জিতেছেন?
উত্তর:- শুভম টডকার (Shubham Todkar).
9. একজন ভারতীয় খেলোয়াড় হিসেবে কানাডা ওপেন ব্যাডমিন্টন চ্যাম্পিয়নশিপ জিতেছেন ক?
উত্তর:- লক্ষ্য সেন
10. টেস্ট ক্রিকেটে বাবা ও ছেলে উভয়ের উইকেট নেওয়া প্রথম ভারতীয় কে?
উত্তর:- রবিচন্দ্রন অশ্বিন।
❏ General Knowledge – Click Here
❏ Job Notification – Click Here
❏ Online Mock Test Quiz – Click Here
Note: পোস্ট টি অবশ্যই আপনার বন্ধুদের সাথে ফেসবুক, হোয়াটসঅ্যাপ এ শেয়ার করুন।