15th September 2023 Current Affairs in Bengali Quiz | 15th সেপ্টেম্বর 2023 দৈনিক কারেন্ট অ্যাফেয়ার্স

15th September 2023 Current Affairs in Bengali Quiz | 15th সেপ্টেম্বর 2023 দৈনিক কারেন্ট অ্যাফেয়ার্স

Hello Students,


Wellcome to www.ajjkal.com চাকরির পরীক্ষার প্রস্তুতির সেরা ঠিকানা,  www.ajjkal.com আজ নিয়ে এসেছি 15th September 2023 Current Affairs in Bengali Quiz | 15th সেপ্টেম্বর 2023 দৈনিক কারেন্ট অ্যাফেয়ার্স. প্রতিবছর বিভিন্ন পরীক্ষার যেমন  CTET | WBTET | WBCS । MPTET | ATET| UPTET | Rajasthan PTET | TNTET | Karnataka TET | RTET | HTET| PSTET। BANK EXAM। ইত্যাদি পরীক্ষার বিভিন্ন প্রস্তুতি পত্র আপনাদের বিনামূল্যে দিয়ে এসেছি। তাই Ajjkal.com আজ আপনাদের জন্য নিয়ে এসেছে 15th September 2023 Current Affairs in Bengali Quiz | 15th সেপ্টেম্বর 2023 দৈনিক কারেন্ট অ্যাফেয়ার্স

15th September 2023 Current Affairs in Bengali Quiz | 15th সেপ্টেম্বর 2023 দৈনিক কারেন্ট অ্যাফেয়ার্স

1. “বিশ্ব লিম্ফোমা সচেতনতা দিবস” (World Lymphoma Awareness Day) কোন দিন পালিত হয়ে থাকে?

উত্তর:- 15th সেপ্টেম্বর

2. ভারতের কোথায় বিশ্বের উচ্চতম “Fighter Airfield” তৈরি হতে চলছে?

উত্তর:- লাদাখ

4. সম্প্রতি কোন দেশ ‘Tactical Nuclear Attack Submarine’ লঞ্চ করেছে?

উত্তর:- উত্তর কোরিয়া

5. সম্প্রতি কোন ব্যাঙ্ক মহিলাদের জন্য Rupay Debit Card চালু করেছে?

উত্তর:- Union Bank.

6. ভারতে কোন কোম্পানি পেমেন্টের জন্য Card Soundbox লঞ্চ করেছে?

উত্তর:- Paytm.

7. সম্প্রতি কোথায় “One Sun, One World, One Grid” কনফারেন্স অনুষ্ঠিত হলো?

উত্তর:- নিউ দিল্লি

8. সম্প্রতি কোন দেশ বিচার বিভাগীয় সহযোগিতার জন্য ভারতের সুপ্রিম কোর্টের সাথে MoU চুক্তি স্বাক্ষর করেছে?

উত্তর:- সিঙ্গাপুর

9. সম্প্রতি প্রকাশিত “U.S. News & World Report’s Best Countries 2023” -এ ভারত কততম স্থান অধিকার করেছে?

উত্তর:- ৩০

10. ভারতের কোন স্টেশন সম্প্রতি ‘Green Railway Station’ সার্টিফিকেট লাভ করেছে? পেলো কোন রাজ্যের বিজয়বাড়া স্টেশন?

উত্তর:- বিজয়বাড়া স্টেশন, অন্ধ্রপ্রদেশ।

Note: পোস্ট টি অবশ্যই আপনার বন্ধুদের সাথে ফেসবুক, হোয়াটসঅ্যাপ এ শেয়ার করুন।