Hello Students,
Wellcome to www.ajjkal.com চাকরির পরীক্ষার প্রস্তুতির সেরা ঠিকানা, www.ajjkal.com আজ নিয়ে এসেছি 17th June 2023 Daily Current Affairs in Bengali Quiz | 17th জুন 2023 বাংলা দৈনিক কারেন্ট অ্যাফেয়ার্স. প্রতিবছর বিভিন্ন পরীক্ষার যেমন CTET | WBTET | WBCS । MPTET | ATET| UPTET | Rajasthan PTET | TNTET | Karnataka TET | RTET | HTET| PSTET। BANK EXAM। ইত্যাদি পরীক্ষার বিভিন্ন প্রস্তুতি পত্র আপনাদের বিনামূল্যে দিয়ে এসেছি। তাই Ajjkal.com আজ আপনাদের জন্য নিয়ে এসেছে 17th June 2023 Daily Current Affairs in Bengali Quiz | 17th জুন 2023 বাংলা দৈনিক কারেন্ট অ্যাফেয়ার্স।
17th June 2023 Daily Current Affairs in Bengali Quiz | 17th জুন 2023 বাংলা দৈনিক কারেন্ট অ্যাফেয়ার্স
❏ ফেব্রুয়ারী 2023 মাসিক কারেন্ট অ্যাফেয়ার্স- Click Here
❏ মার্চ 2023 মাসিক কারেন্ট অ্যাফেয়ার্স- Click Here
1. সম্প্রতি “নেহেরু মেমোরিয়াল মিউজিয়াম অ্যান্ড লাইব্রেরি সোসাইটি” -এর নাম পরিবর্তন করে কী রাখা হয়েছে?
উত্তর:- “PM মেমোরিয়াল মিউজিয়াম অ্যান্ড লাইব্রেরি সোসাইটি”
2. সম্প্রতি ভারতের কোন রাজ্যে নতুন প্রজাতির উড়ন্ত টিকটিকি আবিষ্কৃত হয়েছে?
উত্তর:- মিজোরাম
3. সম্প্রতি কোন প্রতিষ্ঠান “ন্যাশনাল টাইম রিলিজ স্টাডি (NTRS) 2023” রিপোর্ট প্রকাশ করেছে?
উত্তর:- CBIC (Central Board of Indirect Taxes and Customs).
4. “Julley Ladakh” প্রোগ্রাম আয়োজন করেছে কে?
উত্তর:- ভারতীয় নৌবাহিনী (Indian Navy).
5. সম্প্রতি কোন শহরে দুই দিনব্যাপী “Science-20” সম্মেলন অনুষ্ঠিত হলো?
উত্তর:- ভোপাল
6. কোন কেন্দ্রীয় মন্ত্রী গ্যাবনের প্রথম “Agri-SEZ” প্রকল্পের সূচনা করেন?
উত্তর:- ধর্মেন্দ্র প্রধান
7. হাইব্রিড মডেলে “এশিয়া কাপ 2023” কোন দুটি দেশে অনুষ্ঠিত হবে?
উত্তর:- শ্রীলঙ্কা ও পাকিস্তান
8. সম্প্রতি কোন কোম্পানি “India’s Most Valuable Brand” -এর তকমা পেল?
উত্তর:- Tata Group and Industry.
9. সম্প্রতি অবসরের ঘোষণাকারী নাহিদা খান কোন দেশের মহিলা ক্রিকেটার?
উত্তর:- পাকিস্তান।
10. সম্প্রতি প্রকাশিত “মাস্টার রেসিডেন্সিয়াল রিয়েল এস্টেট” বইটি কে লিখলেন?
উত্তর:- অশ্বিন্দর সিং।
❏ General Knowledge – Click Here
❏ Job Notification – Click Here
❏ Online Mock Test Quiz – Click Here
Note: পোস্ট টি অবশ্যই আপনার বন্ধুদের সাথে ফেসবুক, হোয়াটসঅ্যাপ এ শেয়ার করুন।