Hello Students,
Wellcome to www.ajjkal.com চাকরির পরীক্ষার প্রস্তুতির সেরা ঠিকানা, www.ajjkal.com আজ নিয়ে এসেছি 1st August 2023 Current Affairs in Bengali Quiz | 1st আগষ্ট 2023 দৈনিক কারেন্ট অ্যাফেয়ার্স. প্রতিবছর বিভিন্ন পরীক্ষার যেমন CTET | WBTET | WBCS । MPTET | ATET| UPTET | Rajasthan PTET | TNTET | Karnataka TET | RTET | HTET| PSTET। BANK EXAM। ইত্যাদি পরীক্ষার বিভিন্ন প্রস্তুতি পত্র আপনাদের বিনামূল্যে দিয়ে এসেছি। তাই Ajjkal.com আজ আপনাদের জন্য নিয়ে এসেছে 1st August 2023 Current Affairs in Bengali Quiz | 1st আগষ্ট 2023 দৈনিক কারেন্ট অ্যাফেয়ার্স।
1st August 2023 Current Affairs in Bengali Quiz | 1st আগষ্ট 2023 দৈনিক কারেন্ট অ্যাফেয়ার্স
❏ ফেব্রুয়ারী 2023 মাসিক কারেন্ট অ্যাফেয়ার্স- Click Here
❏ মার্চ 2023 মাসিক কারেন্ট অ্যাফেয়ার্স- Click Here
❏ এপ্রিল 2023 মাসিক কারেন্ট অ্যাফেয়ার্স- Click Here
❏ মে 2023 মাসিক কারেন্ট অ্যাফেয়ার্স- Click Here
1. “বিশ্ব স্কাউট স্কার্ফ দিবস” (World Scout Scarf Day) কোন দিন পালিত হয়ে থাকে?
উত্তর:- 1st আগষ্ট
2. সম্প্রতি প্রকাশিত QS সেরা ছাত্র শহর 2024 র্যাঙ্কিং-এর শীর্ষে কে আছে? (QS Best Student Cities 2024 Ranking)
উত্তর:- লন্ডন
3. কোন রাজ্য “স্কুল ছাত্রদের” জন্য বিনামূল্যে ফেরি পরিষেবা শুরু করেছে?
উত্তর:- ত্রিপুরা
4. কোন ভারতীয় গ্র্যান্ডমাস্টার হাঙ্গেরিতে সুপার GM দাবা টুর্নামেন্ট জিতেছেন?
উত্তর:- আর. প্রজ্ঞানন্দ (R. Praggnananda).
5. রাজ্যসভার নতুন ডেপুটি চেয়ারম্যান হিসেবে কে নির্বাচিত হয়েছেন?
উত্তর:- S Phangnon Konyak.
6. তৃতীয় G20 ওয়ার্কিং গ্রুপের বৈঠক ভারতের কোন শহরে অনুষ্ঠিত হচ্ছে?
উত্তর:- চেন্নাই
7. সম্প্রতি বোম্বে হাইকোর্টের প্রধান বিচারপতি হিসেবে কাকে নিযুক্ত করা হয়েছে?
উত্তর:- দেবেন্দ্র কুমার উপাধ্যায়
8. সম্প্রতি কোন রাজ্যে ন্যূনতম গ্যারান্টিড ইনকাম বিল, 2023 স্বাক্ষর করেছে?
উত্তর:- রাজস্থান
9. কোন ভারতীয় জুটি কোরিয়া ওপেনে পুরুষদের বিভাগে স্বর্ণপদক জিতেছে?
উত্তর:- সাত্ত্বিকসাইরাজ এবং চিরাগ শেঠি
10. মার্কিন নৌবাহিনীর প্রথম মহিলা প্রধান হিসেবে কাকে মনোনীত করা হয়েছে?
উত্তর:- লিসা ফ্রেসেটি (Lisa Francetti).
❏ General Knowledge – Click Here
❏ Job Notification – Click Here
❏ Online Mock Test Quiz – Click Here
Note: পোস্ট টি অবশ্যই আপনার বন্ধুদের সাথে ফেসবুক, হোয়াটসঅ্যাপ এ শেয়ার করুন।