130+ সাধারণ বিজ্ঞান প্রশ্ন ও উত্তর PDF | Competitive Exam General Science Questions Answers PDF

 

130+ সাধারণ বিজ্ঞান প্রশ্ন ও উত্তর PDF | Competitive Exam General Science Questions Answers PDF
130+ সাধারণ বিজ্ঞান প্রশ্ন ও উত্তর PDF | Competitive Exam General Science Questions Answers PDF

সুপ্রিয় বন্ধুরা,

Wellcome to www.ajjkal.com চাকরির পরীক্ষার প্রস্তুতির সেরা ঠিকানা, আজ নিয়ে এসেছি 130+ সাধারণ বিজ্ঞান প্রশ্ন ও উত্তর PDF | Competitive Exam General Science Questions Answers PDF. প্রতিবছর বিভিন্ন পরীক্ষার যেমন WBP | WBTET | WBCS | SSC | TET | WBPSC | Food SI | BANK EXAM | All Jobs Exam | রাজ্য বা দেশের বিভিন্ন চাকরির পরীক্ষা | স্কুল ও কলেজের বিভিন্ন পরীক্ষার প্রস্তুতি পত্র আপনাদের বিনামূল্যে দিয়ে এসেছি। তাই www.ajjkal.com আজ আপনাদের জন্য নিয়ে এসেছে 130+ সাধারণ বিজ্ঞান প্রশ্ন ও উত্তর PDF | Competitive Exam General Science Questions Answers PDF



130+ সাধারণ বিজ্ঞান প্রশ্ন ও উত্তর PDF | Competitive Exam General Science Questions Answers PDF

1. DNA অণুর দ্বি-হ্যালিক্স কাঠামোর জনক কে কে?

উত্তর:- ওয়াটসন ও ক্রিক

2. হিমোগ্লোবিন কোন জাতীয় পদার্থ?

উত্তর:- আমিষ জাতীয়


3. কোন প্রানীকে মরুভূমির জাহাজ বলা হয়ে থাকে?

উত্তর:- উট।

4. আকৃতি, অবস্থান ও কাজের প্রকৃতিভেদে আবরণী টিস্যু কয় প্রকারের?

উত্তর:- ৩ প্রকারের

5. হৃৎপিণ্ড কোন ধরনের পেশি দ্বারা গঠিত হয়ে থাকে?

উত্তর:- বিশেষ ধরনের অনৈচ্ছিক পেশি দ্বারা।

6. রক্তে হিমোগ্লোবিনের কাজ উল্লেখ করো?

উত্তর:- অক্সিজেন পরিবহন করা।

7. মানবদেহে শক্তি উৎপাদনের প্রধান উৎস কোনটি?

উত্তর:- শ্বসন

8. সালোকসংশ্লেষণ (Photosynthesis) কোথায় ঘটে?

উত্তর:- গাছপালার সবুজ অংশে।

9. ইউরিয়া সার থেকে উদ্ভিদ কি খাদ্য উপাদান গ্রহণ করে?

উত্তর:- নাইট্রোজেন।

10. ডায়াবেটিস রোগ সম্পর্কে কোন তথ্যটি সঠিক নয়?

উত্তর:- চিনি জাতীয় খাবার খেলে ডায়াবেটিস রোগ হয়।

11. ডেঙ্গু জ্বর ছড়ায় কোন মশা দ্বারা?

উত্তর:- এডিস মশা দ্বারা।


12. সুষম খাদ্যের উপাদান কয়টি?

উত্তর:- ৬ টি

13. ইনসুলিন নিঃসৃত হয় কোথা থেকে?

উত্তর:- অগ্ন্যাশয় থেকে।

14. হাড় ও দাঁতকে মজবুত করে কোন উপাদান গুলি?

উত্তর:- ক্যালসিয়াম ও ফসফরাস।

15. অতিরিক্ত খাদ্য থেকে লিভারে সঞ্চিত সুগারকে কী বলা হয়?

উত্তর:- গ্লাইকোজেন

16. প্রানী জগতের উৎপত্তি ও বংশ সম্বন্ধীয় বিদ্যাকে কী বলা হয়?

উত্তর:- জেনেটিক্স

17. কোন খাদ্যে প্রোটিন বেশি থাকে?

উত্তর:- মসুর ডাল।

18. কোন ডালের সঙ্গে ল্যাথারাইজম রোগের সম্পক আছে?

উত্তর:- খেসারী ডাল।

PDF টি সম্পূর্ণ ডাউনলোড করার জন্য নিচে দেওয়া লিঙ্কে Click করুন


File Details:-

File Name:-  Competitive Exam General Science Questions Answers PDF  [www.ajjkal.com]
File Format:- Pdf
Quality:- High
Size:-  3 Mb File
Location:- Google Drive

Click Here To Download

Previous Post Next Post