21st February 2023 Current Affairs in Bengali | 21st ফেব্রুয়ারী 2023 দৈনিক কারেন্ট অ্যাফেয়ার্স

21st February 2023 Current Affairs in Bengali | 21st ফেব্রুয়ারী 2023 দৈনিক কারেন্ট অ্যাফেয়ার্স

Hello Students,


Wellcome to www.ajjkal.com চাকরির পরীক্ষার প্রস্তুতির সেরা ঠিকানা,  www.ajjkal.com আজ নিয়ে এসেছি 21st February 2023 Current Affairs in Bengali | 21st ফেব্রুয়ারী 2023 দৈনিক কারেন্ট অ্যাফেয়ার্স. প্রতিবছর বিভিন্ন পরীক্ষার যেমন  CTET | WBTET | WBCS । MPTET | ATET| UPTET | Rajasthan PTET | TNTET | Karnataka TET | RTET | HTET| PSTET। BANK EXAM। ইত্যাদি পরীক্ষার বিভিন্ন প্রস্তুতি পত্র আপনাদের বিনামূল্যে দিয়ে এসেছি। তাই Ajjkal.com আজ আপনাদের জন্য নিয়ে এসেছে 21st February 2023 Current Affairs in Bengali | 21st ফেব্রুয়ারী 2023 দৈনিক কারেন্ট অ্যাফেয়ার্স

21st February 2023 Current Affairs in Bengali | 21st ফেব্রুয়ারী 2023 দৈনিক কারেন্ট অ্যাফেয়ার্স

  1. “আন্তর্জাতিক মাতৃভাষা দিবস” (International Mother Language Day) কবে পালিত হয়ে থাকে?

উত্তর:- 21st ফেব্রুয়ারী।

  1. বস্ত্র মন্ত্রণালয়ের ‘টেকনোটেক্স 2023’ ইভেন্টের আয়োজন করতে চলছে কোন শহর?

উত্তর:- মুম্বাই

  1. কোন শহরে ‘International Engineering and Technology Fair 2023 ’-এর আয়োজিত হতে চলেছে?

উত্তর:- নয়াদিল্লি

  1. সম্প্রতি কোথায় “Divya Kala Mela 2023” -এর আয়োজন করলো কেন্দ্র?

উত্তর:- মুম্বাই

  1. উত্তর ভারতের প্রথম পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র কোন রাজ্যে স্থাপিত হতে চলেছে?

উত্তর:- হরিয়ানা

  1. সম্প্রতি ইউনিসেফ ইন্ডিয়ার জাতীয় রাষ্ট্রদূত হিসেবে কে নিযুক্ত হলেন?

উত্তর:- আয়ুষ্মান খুরানা (Ayushmann Khurrana).

  1. কৃষিক্ষেত্রের উন্নয়নে সম্প্রতি ভারত কোন দেশের সাথে MoU চুক্তি স্বাক্ষর করলো?

উত্তর:- চিলি

  1. সম্প্রতি অনুষ্ঠিত ব্যাডমিন্টন এশিয়া মিক্সড টিম চ্যাম্পিয়নশিপে ব্রোঞ্জ পদক জিতলো কোন দেশ?

উত্তর:- ভারত

  1. আন্তর্জাতিক ক্রিকেটে দ্রুততম 25,000 রান করা বিশ্বের প্রথম ব্যাটসম্যান কে হলেন?

উত্তর:- বিরাট কোহলি

  1. সম্প্রতি ভারতীয় রেলওয়ে “Bharat Gaurav Deluxe AC Tourist Train” চালু করলো কোথা থেকে?

উত্তর:- দিল্লি।

Note: পোস্ট টি অবশ্যই আপনার বন্ধুদের সাথে ফেসবুক, হোয়াটসঅ্যাপ এ শেয়ার করুন।