22nd April 2023 Current Affairs in Bengali Quiz | 22nd এপ্রিল 2023 দৈনিক কারেন্ট অ্যাফেয়ার্স

Hello Students,


Wellcome to www.ajjkal.com চাকরির পরীক্ষার প্রস্তুতির সেরা ঠিকানা,  www.ajjkal.com আজ নিয়ে এসেছি 22nd April 2023 Current Affairs in Bengali Quiz | 22nd এপ্রিল 2023 দৈনিক কারেন্ট অ্যাফেয়ার্স. প্রতিবছর বিভিন্ন পরীক্ষার যেমন  CTET | WBTET | WBCS । MPTET | ATET| UPTET | Rajasthan PTET | TNTET | Karnataka TET | RTET | HTET| PSTET। BANK EXAM। ইত্যাদি পরীক্ষার বিভিন্ন প্রস্তুতি পত্র আপনাদের বিনামূল্যে দিয়ে এসেছি। তাই Ajjkal.com আজ আপনাদের জন্য নিয়ে এসেছে 22nd April 2023 Current Affairs in Bengali Quiz | 22nd এপ্রিল 2023 দৈনিক কারেন্ট অ্যাফেয়ার্স

22nd April 2023 Current Affairs in Bengali Quiz | 22nd এপ্রিল 2023 দৈনিক কারেন্ট অ্যাফেয়ার্স

  1. জাতীয় শিক্ষানীতি অনুযায়ী আগামী বর্ষ অর্থাৎ জুলাই ২০২৩ থেকে কত বছরের অনার্স ডিগ্রী কোর্স চালু হতে চলেছে?

উত্তর:- চার বছর

  1. সম্প্রতি প্রকাশিত “Sachin@50’- সেলিব্রেটিং এ মায়েস্ট্রো” বইটির লেখক কে?

উত্তর:- বরিয়া মজুমদার

  1. কোন শহর ভারত-রাশিয়া বিজনেস ডায়ালগ 2023 হোস্ট করতে চলছে?

উত্তর:- নয়াদিল্লি

4.সম্প্রতি G20 ডিজিটাল ইকোনোমি ওয়ার্কিং গ্রুপের সভা কোন শহরে অনুষ্ঠিত হলো?

উত্তর:- হায়দ্রাবাদ

  1. প্রথম মহিলা বিমান বাহিনী অফিসার হিসেবে ‘গ্যালান্ট্রি অ্যাওয়ার্ড’ কে পেলেন?

উত্তর:- দীপিকা মিশ্র

  1. কোন রাজ্য ‘প্রধানমন্ত্রী ফসল বিমা যোজনা’ -এর সর্বোত্তম বাস্তবায়নের জন্য জাতীয় পুরস্কার জিতেছে?

উত্তর:- কর্ণাটক

  1. সম্প্রতি Karnataka Bank এর MD ও CEO পদে কাকে নিয়োজিত করা হলো?

উত্তর:- শেখর রাও

  1. সম্প্রতি HDFC ব্যাঙ্ক কাকে ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর হিসেবে নিযুক্ত করেছে?

উত্তর:- কাইজাদ ভরুচা (Kaizad Bharucha).

  1. সম্প্রতি “প্রবাসী ভারতীয়” সম্মানে কাকে সম্মানিত করা হলো?

উত্তর:- রাজ সুব্রমনিয়াম

  1. সম্প্রতি ভারতের প্রথম রাজ্য হিসাবে কোন রাজ্য জল সংকটের মোকাবিলা করতে “Water Budget” গ্রহণ করলো?

উত্তর:- কেরালা।

Note: পোস্ট টি অবশ্যই আপনার বন্ধুদের সাথে ফেসবুক, হোয়াটসঅ্যাপ এ শেয়ার করুন।