Hello Students,
Wellcome to www.ajjkal.com চাকরির পরীক্ষার প্রস্তুতির সেরা ঠিকানা, www.ajjkal.com আজ নিয়ে এসেছি 26th August 2023 Current Affairs in Bengali Quiz | 26th আগস্ট 2023 দৈনিক কারেন্ট অ্যাফেয়ার্স. প্রতিবছর বিভিন্ন পরীক্ষার যেমন CTET | WBTET | WBCS । MPTET | ATET| UPTET | Rajasthan PTET | TNTET | Karnataka TET | RTET | HTET| PSTET। BANK EXAM। ইত্যাদি পরীক্ষার বিভিন্ন প্রস্তুতি পত্র আপনাদের বিনামূল্যে দিয়ে এসেছি। তাই Ajjkal.com আজ আপনাদের জন্য নিয়ে এসেছে 26th August 2023 Current Affairs in Bengali Quiz | 26th আগস্ট 2023 দৈনিক কারেন্ট অ্যাফেয়ার্স।
26th August 2023 Current Affairs in Bengali Quiz | 26th আগস্ট 2023 দৈনিক কারেন্ট অ্যাফেয়ার্স
❏ ফেব্রুয়ারী 2023 মাসিক কারেন্ট অ্যাফেয়ার্স- Click Here
❏ মার্চ 2023 মাসিক কারেন্ট অ্যাফেয়ার্স- Click Here
❏ এপ্রিল 2023 মাসিক কারেন্ট অ্যাফেয়ার্স- Click Here
❏ মে 2023 মাসিক কারেন্ট অ্যাফেয়ার্স- Click Here
1. মহারাষ্ট্র কর্তৃক প্রবর্তিত প্রথম ‘উদ্যোগ রত্ন’ পুরস্কারে কে ভূষিত হয়েছেন?
উত্তর:- রতন টাটা
2. সম্প্রতি কোন দেশে ভারতের পরবর্তী রাষ্ট্রদূত হিসাবে নিয়োজিত হয়েছেন বিশ্বাস সপকাল?
উত্তর:- বলিভিয়া
3. ভারতীয় নির্বাচন কমিশনের “National Icon” হিসাবে কাকে নির্বাচিত করা হলো?
উত্তর:- শচীন টেন্ডুলকার।
4. সম্প্রতি “Bharat Petroleum Corporation Ltd. (BPCL)” -এর নতুন ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে কাকে নিযুক্ত করা হয়েছে?
উত্তর:- রাহুল দ্রাবিড়
5. সম্প্রতি Viacom18 কোম্পানির ডিজিটাল বিজনেসের CEO পদে কাকে নিযুক্ত করা হলো?
উত্তর:- কিরন মানি
6. সম্প্রতি কোন রাজ্য সরকার “Mukhyamantri Seekho-Kamao Yojna” চালু করছে?
উত্তর:- মধ্যপ্রদেশ
7. ভারতের কোথায় বিশ্বের উচ্চতম রোড নির্মাণ করছে “Border Roads Organisation (BRO)”?
উত্তর:- পূর্ব লাদাখ
8. জন্মাষ্টমীর দিন কোন রাজ্য সরকার “Pro Govinda” লীগের আয়োজন করছে?
উত্তর:- মহারাষ্ট্র
9. সম্প্রতি কে কোথায় ‘My Bengal, Addiction Free Bengal’ ক্যাম্পেইন লঞ্চ করেছেন?
উত্তর:- রাষ্ট্রপতি দ্রৌপদী মূর্মূ, কলকাতায়।
10. হরিয়ানা রাজ্যের নতুন ডিজিপি হিসেবে কাকে নিযুক্ত করা হয়েছে?
উত্তর:- শত্রুজিৎ সিং কাপুর (Shatrujit Singh Kapoor).
❏ General Knowledge – Click Here
❏ Job Notification – Click Here
❏ Online Mock Test Quiz – Click Here
Note: পোস্ট টি অবশ্যই আপনার বন্ধুদের সাথে ফেসবুক, হোয়াটসঅ্যাপ এ শেয়ার করুন।