Hello Students,
Wellcome to www.ajjkal.com চাকরির পরীক্ষার প্রস্তুতির সেরা ঠিকানা, www.ajjkal.com আজ নিয়ে এসেছি 3rd August 2023 Current Affairs in Bengali Quiz | 3rd আগষ্ট 2023 দৈনিক কারেন্ট অ্যাফেয়ার্স. প্রতিবছর বিভিন্ন পরীক্ষার যেমন CTET | WBTET | WBCS । MPTET | ATET| UPTET | Rajasthan PTET | TNTET | Karnataka TET | RTET | HTET| PSTET। BANK EXAM। ইত্যাদি পরীক্ষার বিভিন্ন প্রস্তুতি পত্র আপনাদের বিনামূল্যে দিয়ে এসেছি। তাই Ajjkal.com আজ আপনাদের জন্য নিয়ে এসেছে 3rd August 2023 Current Affairs in Bengali Quiz | 3rd আগষ্ট 2023 দৈনিক কারেন্ট অ্যাফেয়ার্স।
3rd August 2023 Current Affairs in Bengali Quiz | 3rd আগষ্ট 2023 দৈনিক কারেন্ট অ্যাফেয়ার্স
❏ ফেব্রুয়ারী 2023 মাসিক কারেন্ট অ্যাফেয়ার্স- Click Here
❏ মার্চ 2023 মাসিক কারেন্ট অ্যাফেয়ার্স- Click Here
❏ এপ্রিল 2023 মাসিক কারেন্ট অ্যাফেয়ার্স- Click Here
❏ মে 2023 মাসিক কারেন্ট অ্যাফেয়ার্স- Click Here
1. সম্প্রতি ISRO PSLV-C56 রকেট দিয়ে কোন দেশের সাতটি উপগ্রহ উৎক্ষেপণ করেছে?
উত্তর:- সিঙ্গাপুর
2. সম্প্রতি বোম্বে হাইকোর্টের প্রধান বিচারপতি হিসেবে কাকে নিযুক্ত করা হয়েছে?
উত্তর:- দেবেন্দ্র কুমার উপাধ্যায়
3. সম্প্রতি কোন রাজ্য ‘ম্যানগ্রোভ সেল’ প্রতিষ্ঠার কথা ঘোষণা করেছে?
উত্তর:- পশ্চিমবঙ্গ
4. সম্প্রতি চাইল্ড হেল্পলাইনটি কোন ইমার্জেন্সি রেসপন্স সাপোর্ট সিস্টেম (ERSS) প্যান-ইন্ডিয়া নম্বরের সাথে একীভূত করা হয়েছে?
উত্তর:- 112
5. কোন কোম্পানি বিশ্বের বৃহত্তম ব্যক্তিগত মালিকানাধীন স্যাটেলাইট JUPITER-3 উৎক্ষেপণের প্রস্তুতি নিচ্ছে?
উত্তর:- Space X
6. নতুন ইউনিফর্ম প্রবিধান অনুসারে সিনিয়র অফিসারদের ইউনিফর্মের কোন উপাদানটি আর পরা হবে না?
উত্তর:- Lanyards
7. হায়দ্রাবাদে উন্নত সুযোগ-সুবিধা সহ 466টি নতুন যানবাহনের উদ্বোধন করলেন কে?
উত্তর:- তেলেঙ্গানার মুখ্যমন্ত্রী কে চন্দ্রশেখর রাও।
8. সম্প্রতি কোন সংস্থা উচ্চ শিক্ষা প্রতিষ্ঠানের (HEIs) জন্য প্রাতিষ্ঠানিক উন্নয়ন বিকাশের (IDP) নির্দেশিকা দিয়েছে?
উত্তর:- ইউজিসি (UGC)
9. 7th হকি পুরুষদের এশিয়ান চ্যাম্পিয়ন্স ট্রফি কোন শহরে আয়োজিত হচ্ছে?
উত্তর:- চেন্নাই
10. ‘নয়া সাভেরা যোজনা’ (Naya Savera Yojana) কোন কেন্দ্রীয় মন্ত্রক চালু করেছে?
উত্তর:- সংখ্যালঘু বিষয়ক মন্ত্রক।
❏ General Knowledge – Click Here
❏ Job Notification – Click Here
❏ Online Mock Test Quiz – Click Here
Note: পোস্ট টি অবশ্যই আপনার বন্ধুদের সাথে ফেসবুক, হোয়াটসঅ্যাপ এ শেয়ার করুন।