Hello Students,
Wellcome to www.ajjkal.com চাকরির পরীক্ষার প্রস্তুতির সেরা ঠিকানা, www.ajjkal.com আজ নিয়ে এসেছি 4th August 2023 Current Affairs in Bengali Quiz | 4th আগস্ট 2023 দৈনিক কারেন্ট অ্যাফেয়ার্স. প্রতিবছর বিভিন্ন পরীক্ষার যেমন CTET | WBTET | WBCS । MPTET | ATET| UPTET | Rajasthan PTET | TNTET | Karnataka TET | RTET | HTET| PSTET। BANK EXAM। ইত্যাদি পরীক্ষার বিভিন্ন প্রস্তুতি পত্র আপনাদের বিনামূল্যে দিয়ে এসেছি। তাই Ajjkal.com আজ আপনাদের জন্য নিয়ে এসেছে 4th August 2023 Current Affairs in Bengali Quiz | 4th আগস্ট 2023 দৈনিক কারেন্ট অ্যাফেয়ার্স।
4th August 2023 Current Affairs in Bengali Quiz | 4th আগস্ট 2023 দৈনিক কারেন্ট অ্যাফেয়ার্স
❏ ফেব্রুয়ারী 2023 মাসিক কারেন্ট অ্যাফেয়ার্স- Click Here
❏ মার্চ 2023 মাসিক কারেন্ট অ্যাফেয়ার্স- Click Here
❏ এপ্রিল 2023 মাসিক কারেন্ট অ্যাফেয়ার্স- Click Here
❏ মে 2023 মাসিক কারেন্ট অ্যাফেয়ার্স- Click Here
1. সম্প্রতি কোন দেশে ভারতের পরবর্তী রাষ্ট্রদূত হিসাবে নিযুক্ত হলেন ইরশাদ আহমেদ?
উত্তর:- সিরিয়া
2. সম্প্রতি কোন রাজ্য সরকার ডাক্তারদের অবসরের বয়সসীমা ৬২ থেকে বাড়িয়ে ৬৫ বছর করলো?
উত্তর:- উত্তর প্রদেশ।
3. কোন ভারতীয়-আমেরিকানকে সল্টলেক সিটিতে FBI ফিল্ড অফিসের প্রধান করা হয়েছে?
উত্তর:- শোহিনী সিনহা (Shohini Sinha)
4. আয়ারল্যান্ড সফরের জন্য ভারতীয় T20 দলের অধিনায়ক হিসেবে কাকে মনোনীত করা হয়েছে?
উত্তর:- জাসপ্রিত বুমরাহ (Jasprit Bumrah)
5. সম্প্রতি কোন রাজ্যের প্রথম রূপান্তরকামী বার্থ সার্টিফিকেট পেলেন নুর শেখাওয়াত?
উত্তর:- রাজস্থান
6. সম্প্রতি অরুণাচল প্রদেশের প্রথম মহিলা IPS অফিসার হিসেবে কে নিযুক্ত হলেন?
উত্তর:- Tenzing Yangki.
7. প্রথম ভারতীয় শহর হিসাবে “World Cities Culture Forum” -এ অংশ নিচ্ছে কোন শহর?
উত্তর:- বেঙ্গালুরু
8. সম্প্রতি কে “Miles Franklin Literary Award 2023” জিতলেন?
উত্তর:- শংকরী চন্দ্রণ
9. কোন রাজ্য Rubaru Mr. India কম্পিটিশন হোস্ট করতে চলছে?
উত্তর:- গোয়া
10. সম্প্রতি Tata Motors কোম্পানির প্রেসিডেন্ট পদে কে নিযুক্ত হলেন?
উত্তর:- রাজেশ কান্নন।
❏ General Knowledge – Click Here
❏ Job Notification – Click Here
❏ Online Mock Test Quiz – Click Here
Note: পোস্ট টি অবশ্যই আপনার বন্ধুদের সাথে ফেসবুক, হোয়াটসঅ্যাপ এ শেয়ার করুন।