7th October 2023 Current Affairs in Bengali Quiz | 7th অক্টোবর 2023 বাংলা কারেন্ট অ্যাফেয়ার্স

7th October 2023 Current Affairs in Bengali Quiz | 7th অক্টোবর 2023 বাংলা কারেন্ট অ্যাফেয়ার্স

Hello Students,


Wellcome to www.ajjkal.com চাকরির পরীক্ষার প্রস্তুতির সেরা ঠিকানা,  www.ajjkal.com আজ নিয়ে এসেছি 7th October 2023 Current Affairs in Bengali Quiz | 7th অক্টোবর 2023 বাংলা কারেন্ট অ্যাফেয়ার্স. প্রতিবছর বিভিন্ন পরীক্ষার যেমন  CTET | WBTET | WBCS । MPTET | ATET| UPTET | Rajasthan PTET | TNTET | Karnataka TET | RTET | HTET| PSTET। BANK EXAM। ইত্যাদি পরীক্ষার বিভিন্ন প্রস্তুতি পত্র আপনাদের বিনামূল্যে দিয়ে এসেছি। তাই Ajjkal.com আজ আপনাদের জন্য নিয়ে এসেছে 7th October 2023 Current Affairs in Bengali Quiz | 7th অক্টোবর 2023 বাংলা কারেন্ট অ্যাফেয়ার্স

7th October 2023 Current Affairs in Bengali Quiz | 7th অক্টোবর 2023 বাংলা কারেন্ট অ্যাফেয়ার্স

1. সম্প্রতি “বর্ডার রোডস অর্গানাইজেশনের ডিরেক্টর জেনারেল” হিসেবে কে নিযুক্ত হয়েছেন?

উত্তর:- রঘু শ্রীনিবাসন

2. পৃথিবীর সবচেয়ে উঁচুতে আয়োজিত ‘ফ্যাশন শো’ অনুষ্ঠিত হলো কোথায়?

উত্তর:- লাদাক

3. “Indian Newspaper Society” -এর প্রেসিডেন্ট পদে সম্প্রতি কাকে নিযুক্ত করা হলো?

উত্তর:- রাকেশ শর্মা

4. “SBI Life Insurance” -এর নতুন CEO পদে সম্প্রতি কাকে নিযুক্ত করা হলো?

উত্তর:- অমিত ঝিংরান

5. কে 2023 সালের নোবেল শান্তি পুরস্কারে ভূষিত হয়েছেন?

উত্তর:- নার্গিস মোহাম্মদী (Nargis Mohammadi)

6. সম্প্রতি কোন দেশ “Yaogan – 3304″ নামে রিমোট সেন্সিং স্যাটেলাইট লঞ্চ করেছে?

উত্তর:- চীন

7. এশিয়া-প্যাসিফিক ইনস্টিটিউট ফর ব্রডকাস্টিং ডেভেলপমেন্টের চেয়ারম্যান নির্বাচিত হয়েছে কোন দেশ?

উত্তর:- ভারত

8. কে 2023 সালে সাহিত্যে নোবেল পুরস্কারে ভূষিত হয়েছেন?

উত্তর:- অ্যানি আর্নো (Annie Arno).

9. সম্প্রতি জলবায়ু পরিবর্তন সম্পর্কিত স্পিনোজা পুরস্কারে ভূষিত হয়েছেন কে?

উত্তর:- ডাঃ জয়িতা গুপ্তা (Dr. Joyita Gupta).

10. কোন দেশ G20 পার্লামেন্টারি স্পিকারস সামিট আয়োজন করতে চলছে?

উত্তর:- ভারত।

Note: পোস্ট টি অবশ্যই আপনার বন্ধুদের সাথে ফেসবুক, হোয়াটসঅ্যাপ এ শেয়ার করুন।