Hello Students,
Wellcome to www.ajjkal.com চাকরির পরীক্ষার প্রস্তুতির সেরা ঠিকানা, www.ajjkal.com আজ নিয়ে এসেছি 8th February 2023 Current Affairs in Bengali | 8th ফেব্রুয়ারী 2023 দৈনিক কারেন্ট অ্যাফেয়ার্স. প্রতিবছর বিভিন্ন পরীক্ষার যেমন CTET | WBTET | WBCS । MPTET | ATET| UPTET | Rajasthan PTET | TNTET | Karnataka TET | RTET | HTET| PSTET। BANK EXAM। ইত্যাদি পরীক্ষার বিভিন্ন প্রস্তুতি পত্র আপনাদের বিনামূল্যে দিয়ে এসেছি। তাই Ajjkal.com আজ আপনাদের জন্য নিয়ে এসেছে 8th February 2023 Current Affairs in Bengali | 8th ফেব্রুয়ারী 2023 দৈনিক কারেন্ট অ্যাফেয়ার্স।
8th February 2023 Current Affairs in Bengali | 8th ফেব্রুয়ারী 2023 দৈনিক কারেন্ট অ্যাফেয়ার্স
- সম্প্রতি ‘রক্ষক: এক শাম গুজরাট পুলিশ কে নাম’ (Rakshak: Ek Sham Gujarat Police Ke Naam) অনুষ্ঠানটি কোন শহর হোস্ট করবে?
উত্তর:- আহমেদাবাদ
- কোন প্রতিষ্ঠান ‘G20 সাইবার সিকিউরিটি এক্সারসাইজ অ্যান্ড ড্রিল’ পরিচালনা করেছে?
উত্তর:- CERT-In
- সম্প্রতি কোন রাজ্যে ভারতের প্রথম সবুজ শক্তি ভিত্তিক সৌর প্যানেল কারখানা স্থাপিত হতে চলেছে?
উত্তর:- উত্তরাখণ্ড
- সম্প্রতি US ইমিগ্রেশনের র্যাঙ্কিং সদস্য হিসেবে কাকে মনোনীত করা হয়েছে?
উত্তর:- প্রমীলা জয়পাল
- সম্প্রতি ‘ইন্ডিয়ান ন্যাশনাল কার রেসিং চ্যাম্পিয়নশিপ 2023’ কে জিতলো?
উত্তর:- সাই সঞ্জয় (Sai Sanjay).
- সম্প্রতি ৯২ বছর বয়সে প্রয়াত হলেন কাশিনাধুনি বিশ্বনাথ, তিনি পেশায় কী ছিলেন?
উত্তর:- চলচ্চিত্র পরিচালক
- সম্প্রতি কোন রাজ্যের মুখ্যমন্ত্রী ‘মেরো রুখ মেরো সান্তাতি’ (Mero Rukh Mero Santati) নামে একটি উদ্যোগ গ্রহণ করেছে?
উত্তর:- সিকিম
- সম্প্রতি কোন দেশের সূচক থেকে আদানি এন্টারপ্রাইজের শেয়ার বাদ দেওয়া হয়েছে?
উত্তর:- আমেরিকা
- সম্প্রতি কোন দেশ 2027 ফুটবল এশিয়া কাপ আয়োজন করতে চলছে?
উত্তর:- সৌদি আরব
- সম্প্রতি ‘পে অ্যাজ ইউ ড্রাইভ’ (pay as you drive) নীতি চালু করেছেন কে?
উত্তর:- নিউ ইন্ডিয়া আশ্বাস।
❏ General Knowledge – Click Here
❏ Job Notification – Click Here
❏ Online Mock Test Quiz – Click Here
Note: পোস্ট টি অবশ্যই আপনার বন্ধুদের সাথে ফেসবুক, হোয়াটসঅ্যাপ এ শেয়ার করুন।