8th July 2023 Current Affairs in Bengali Quiz | 8th জুলাই 2023 দৈনিক কারেন্ট অ্যাফেয়ার্স

8th July 2023 Current Affairs in Bengali Quiz | 8th জুলাই 2023 দৈনিক কারেন্ট অ্যাফেয়ার্স

Hello Students,


Wellcome to www.ajjkal.com চাকরির পরীক্ষার প্রস্তুতির সেরা ঠিকানা,  www.ajjkal.com আজ নিয়ে এসেছি 8th July 2023 Current Affairs in Bengali Quiz | 8th জুলাই 2023 দৈনিক কারেন্ট অ্যাফেয়ার্স. প্রতিবছর বিভিন্ন পরীক্ষার যেমন  CTET | WBTET | WBCS । MPTET | ATET| UPTET | Rajasthan PTET | TNTET | Karnataka TET | RTET | HTET| PSTET। BANK EXAM। ইত্যাদি পরীক্ষার বিভিন্ন প্রস্তুতি পত্র আপনাদের বিনামূল্যে দিয়ে এসেছি। তাই Ajjkal.com আজ আপনাদের জন্য নিয়ে এসেছে 8th July 2023 Current Affairs in Bengali Quiz | 8th জুলাই 2023 দৈনিক কারেন্ট অ্যাফেয়ার্স

8th July 2023 Current Affairs in Bengali Quiz | 8th জুলাই 2023 দৈনিক কারেন্ট অ্যাফেয়ার্স

1. চন্দ্রযান-৩ কবে উৎক্ষেপণ করা হবে?

উত্তর:- 14 জুলাই 2023

2. কোন রাজ্য NITI Aayog-এর মতো রাজ্য-স্তরের প্রতিষ্ঠান স্থাপনের কথা ঘোষণা করেছে?

উত্তর:- মহারাষ্ট্র

3. প্রধানমন্ত্রী মোদি সম্প্রতি কোন রাজ্যে বন্যপ্রাণী বান্ধব হাইওয়ে প্রকল্পের উদ্বোধন করেছেন?

উত্তর:- ছত্তিশগড়

4. বিশ্ব কুস্তি চ্যাম্পিয়নশিপে চারটি পদক জয়ী প্রথম ভারতীয় কে?

উত্তর:- বজরং পুনিয়া (Bajrang Punia)

5. ‘গ্লোবাল ক্লিন এনার্জি অ্যাকশন ফোরাম’-এর আয়োজক শহর কোনটি?

উত্তর:- পিটসবার্গ (মার্কিন যুক্তরাষ্ট্র)

6. FPSB ইন্ডিয়ার প্রধান নির্বাহী কর্মকর্তা (CEO) হিসেবে কাকে নিযুক্ত করা হয়েছে?

উত্তর:- কৃষাণ মিশ্র (Krishan Mishra).

7. 2022 সালের হিসাবে, কোন দেশ শ্রীলঙ্কাকে সবচেয়ে বড় দ্বিপাক্ষিক ঋণদাতা?

উত্তর:- ভারত

8. জাতীয় ভোক্তা বিরোধ নিষ্পত্তি কমিশনের চেয়ারম্যান হিসেবে কাকে নিযুক্ত করা হয়েছে?

উত্তর:- বিচারপতি এপি সাহি (AP Sahi).

9. NCC ক্যাডেটদের ব্যাঙ্ক অ্যাকাউন্ট খোলার জন্য কোন ব্যাঙ্কের সাথে একটি MoU স্বাক্ষর করেছে?

উত্তর:- State Bank of India.

10. রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার নতুন Executive Director হিসাবে কাকে নিযুক্ত করা হয়েছে?

উত্তর:- পি. বাসুদেবন (P. Vasudevan).

-ঃআরও পড়ুনঃ-

7th জুলাই 2023 দৈনিক কারেন্ট অ্যাফেয়ার্স – Click Here

Note: পোস্ট টি অবশ্যই আপনার বন্ধুদের সাথে ফেসবুক, হোয়াটসঅ্যাপ এ শেয়ার করুন।