9th October 2023 Current Affairs in Bengali Quiz | 9th অক্টোবর 2023 বাংলা কারেন্ট অ্যাফেয়ার্স

9th October 2023 Current Affairs in Bengali Quiz | 9th অক্টোবর 2023 বাংলা কারেন্ট অ্যাফেয়ার্স

Hello Students,


Wellcome to www.ajjkal.com চাকরির পরীক্ষার প্রস্তুতির সেরা ঠিকানা,  www.ajjkal.com আজ নিয়ে এসেছি 9th October 2023 Current Affairs in Bengali Quiz | 9th অক্টোবর 2023 বাংলা কারেন্ট অ্যাফেয়ার্স. প্রতিবছর বিভিন্ন পরীক্ষার যেমন  CTET | WBTET | WBCS । MPTET | ATET| UPTET | Rajasthan PTET | TNTET | Karnataka TET | RTET | HTET| PSTET। BANK EXAM। ইত্যাদি পরীক্ষার বিভিন্ন প্রস্তুতি পত্র আপনাদের বিনামূল্যে দিয়ে এসেছি। তাই Ajjkal.com আজ আপনাদের জন্য নিয়ে এসেছে 9th October 2023 Current Affairs in Bengali Quiz | 9th অক্টোবর 2023 বাংলা কারেন্ট অ্যাফেয়ার্স

9th October 2023 Current Affairs in Bengali Quiz | 9th অক্টোবর 2023 বাংলা কারেন্ট অ্যাফেয়ার্স

1. “বিশ্ব ডাক দিবস” (World Post Day) কোন দিন পালিত হয়ে থাকে?

উত্তর:- 9th অক্টোবর

2. সম্প্রতি কোন রাজ্য সরকার রাজ্যের নয়জন ISRO বিজ্ঞানীকে পুরস্কারস্বরূপ ২৫ লক্ষ টাকা করে দিতে চলছে?

উত্তর:- তামিলনাড়ু

3. সম্প্রতি কোন দেশে “ড. বি আর আম্বেদকর” এর সবচেয়ে বড়ো মূর্তি উন্মোচন হতে চলছে?

উত্তর:- মার্কিন যুক্তরাষ্ট্র

4. সম্প্রতি ভারতের কোন রাজ্যে “ই- ক্যাবিনেট সিস্টেম” চালু হলো?

উত্তর:- ত্রিপুরা

5. সম্প্রতি কোথায় ভারতের প্রথম Solar Cycling Track উদ্বোধন করা হলো?

উত্তর:- হায়দ্রাবাদ

6. সম্প্রতি প্রকাশিত “দ্য ডে আই বিকাম এ রানার” শিরোনামে বইটি কে লিখলেন?

উত্তর:- এস. চট্টোপাধ্যায়

7. “UPSC” -এর মেম্বার হিসেবে সম্প্রতি কে নিযুক্ত হলেন?

উত্তর:- দীনেশ দশা

8. কোন ভারতীয় কোম্পানি সম্প্রতি “Green Data”লঞ্চ করল?

উত্তর:- Phone Pe

9. সম্প্রতি কোন রাজ্য সরকার আদিবাসী মুসলিম সম্প্রদায়ের আর্থ-সামাজিক সমীক্ষা শুরু করতে চলেছে?

উত্তর:- আসাম

10. সম্প্রতি কোন স্থানের “বাসহলি পশমিনা” GI Tag লাভ করলো?

উত্তর:- জম্মু-কাশ্মীর।

Note: পোস্ট টি অবশ্যই আপনার বন্ধুদের সাথে ফেসবুক, হোয়াটসঅ্যাপ এ শেয়ার করুন।