বাংলা সাহিত্যের গুরুত্বপূর্ণ MCQ | Bengali literature Important MCQ

Hello Students,


Wellcome to www.ajjkal.com চাকরির পরীক্ষার প্রস্তুতির সেরা ঠিকানা,  www.ajjkal.com আজ আমরা আপনাদের জন্য নিয়ে এসেছি Bengali literature Important MCQ. প্রতিবছর বিভিন্ন পরীক্ষার যেমন  CTET | WBTET | WBCS । MPTET | ATET| UPTET | Rajasthan PTET | TNTET | Karnataka TET | RTET | HTET| PSTET। BANK EXAM। ইত্যাদি পরীক্ষার বিভিন্ন প্রস্তুতি পত্র আপনাদের বিনামূল্যে দিয়ে এসেছি। তাই ajjkal.com আজ আপনাদের জন্য নিয়ে এসেছে বাংলা সাহিত্যের গুরুত্বপূর্ণ MCQ | Bengali literature Important MCQ ||. নিচে  Solved Question Paper practice set টি যত্নসহকারে পড়ুন ও পরীক্ষার জন্য চূড়ান্তভাবে প্রস্তুত হয়ে যান। এই বাংলা সাহিত্যের গুরুত্বপূর্ণ MCQ | Bengali literature Important MCQ || এটি সম্পূর্ণ বিনামূল্যে ডাউনলোড করতে এই পোস্টটির নীচে যান এবং ডাউনলোড করুন।

🔘 Join Our Telegram Chanel – Click Here 🔘[pdf টি সম্পূর্ণ বিনামূল্যে ডাউনলোড করতে নিচের লিঙ্কে Click করুন]

বাংলা সাহিত্যের গুরুত্বপূর্ণ MCQ | Bengali literature Important MCQ

 1. বন্যেরা বনে সুন্দর, শিশুরা মাতৃকোড়ে’ এ উক্তিটি কার ?

ক. রবীন্দ্রনাথ ঠাকুর
খ. প্রমথ চৌধুরী
গ. বঙ্গিমচন্দ্র
ঘ. সঞ্জীবচন্দ্র চট্টোপাধ্যায়

উত্তর: ঘ. সঞ্জীবচন্দ্র চট্টোপাধ্যায়

 1. আধুনিক যুগের প্রথম কবি কে ?

ক. ভারতচন্দ্র রায়গুণাকর
খ. ঈশ্বরচন্দ্র গুপ্ত
গ. আলাওল
ঘ. মাইকেল মধুসূদন দত্ত

উত্তর: ঘ. মাইকেল মধুসূদন দত্ত

 1. কাজী নজরুল ইসলাম কতবার কারাবরণ করেন ?

ক. ২ বার
খ. ৩ বার
গ. ৪ বার
ঘ. ৫ বার

উত্তর: ক. ২ বার

 1. ‘ধুমকেতু’ কোন কবির ছদ্মনাম?

ক. রবীন্দ্রনাথ ঠাকুর
খ. জীবনানন্দ দাশ
গ. কাজী নজরুল ইসলাম
ঘ. আব্দুল কাদির

উত্তর: গ. কাজী নজরুল ইসলাম

 1. জসীম উদদীনের কোন কাব্যগ্রন্থ বিভিন্ন ভাষায় অনূদিত হয়েছে?

ক. সোজন বাদিয়ার ঘাট
খ. বালুচর
গ. রাখালী
ঘ. নকশী কাঁথার মাঠ

উত্তর: ঘ. নকশী কাঁথার মাঠ

 1. ব্যঙ্গ -রসাত্মক ‘ফুড কনফারেন্স’ রচনাটি কার লেখা ?

ক. সৈয়দ মুজতবা
খ. আবুল কালাম শামসুদ্দীন
গ. আবুল মনসুর আহমদ
ঘ. মাহবুবুল আলাম

উত্তর: গ. আবুল মনসুর আহমদ

 1. ত্রিশের দশকের তথাকথিত গণবিচ্ছিন্ন কোন কবি একজন বেশ জনপ্রিয় ?

ক. বুদ্ধদেব বসু
খ. জীবনানন্দ দাশ
গ. বিষ্ণু দে
ঘ. সুকান্ত ভট্টাচার্য

উত্তর: খ. জীবনানন্দ দাশ

 1. ‘কবিতা’ পত্রিকাটির সম্পাদক কে ?

ক. কাজী নজরুল ইসলাম
খ. সঞ্জয় ভট্টাচার্য
গ. বুদ্ধদেব বসু
ঘ. দীনেশ চন্দ্র সেন

উত্তর: গ. বুদ্ধদেব বসু

 1. ‘বিশ শতকের মেয়ে’ উপন্যাসটির রচয়িতা কে?

ক. আনিস চৌধুরী
খ. রাবেয়া খাতুন
গ. রিজিয়া খান
ঘ. নীলিমা ইব্রাহিম

উত্তর: ঘ. নীলিমা ইব্রাহিম

 1. মুহম্মদ আব্দুল হাই কার সহযোগিতায় ‘বাংলা সাহিত্যের ইতিবৃত্ত’ রচনা করেন ?

ক. সৈয়দ আলী আহসান
খ. জিল্লুর রহমান সিদ্দিকী
গ. ড. রফিকুল ইসলাম
ঘ. ড. আহমদ শরীফ

উত্তর : ক. সৈয়দ আলী আহসান

 1. রবীন্দ্রনাথের কোন কাব্যে গতিতত্ত্বের প্রকাশ ঘটেছে?

ক. ক্ষণিকা
খ. বলাকা
গ. মানসী
ঘ.পূরবী

উত্তর: খ. বলাকা

 1. শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের জন্মস্থান কোথায় ?

ক. নিমতা গ্রাম
খ. দেবানন্দ পুর
গ. গোধিয়া গ্রাম
ঘ. করিমগঞ্জ

উত্তর : খ. দেবানন্দ পুর

 1. ‘সারেং বৌ’ উপন্যাসটির রচয়িতা কে?

ক. আহসান হাবীব
খ. আনিস চৌধুরী
গ. শহীদুল্লাহ কায়সার
ঘ. জহির রায়হান

উত্তর : গ. শহীদুল্লাহ কায়সার

 1. ‘জন্মেছি মাগো তোমার কোলেতে মরি যেন এই দেশে’- এ আকাঙক্ষা কোন কবির ?

ক. সুফিয়া কামাল
খ. জীবনানন্দ দাশ
গ. শামসুর রাহমান
ঘ. মাহমুদা খাতুন সিদ্দিকা

উত্তর : ক. সুফিয়া কামাল

 1. ‘ছাপান্ন হাজার বর্গমাইল’ গ্রন্থের লেখক কে?

ক. সৈয়দ শামসুল হক
খ. আখতারুজ্জামান ইলিয়াস
গ. হুমায়ুন আজাদ
ঘ. শামসুর রাহমান

উত্তর : গ. হুমায়ুন আজাদ

 1. কোন গ্রন্থটি লেখক হাসান আজিজুল হক রচিত ?

ক. আগুন পাখি
খ. বরফগলা নদী
গ. কাঁদো নদী কাঁদো
ঘ. খোয়াবনামা

উত্তর: ক. আগুন পাখি

 1. কল্লোল যুগের কবি কে ছিলেন?

ক. কাজী নজরুল ইসলাম
খ. জীবনানন্দ দাশ
গ. শামসুর রহমান
ঘ. সুকান্ত ভট্টাচার্য

উত্তর : ক. কাজী নজরুল ইসলাম

 1. ‘মধুর চেয়েও আছে মধুর , সে আমার এই দেশের মাটি , আমার দেশের পথের ধুলা , খাঁটি সোনার চেয়েও খাঁটি।’ পঙক্তিটি কার ?

ক. সুফিয়া কামাল
খ. মাইকেল মধুসূদন দত্ত
গ. জীবনানন্দ দাশ
ঘ. সতেন্দ্রনাথ দত্ত

উত্তর: ঘ. সতেন্দ্রনাথ দত্ত

 1. বাংলাদেশের কবিদের কবি বলা হয় কাকে?

ক. আল মাহমুদ
খ. নির্মলেন্দু গুণ
গ. শহীদ কাদরী
ঘ. হেলাল হাফিজ

উত্তর: খ. নির্মলেন্দু গুণ

 1. বাংলা ভাষা ও সাহিত্যের আধুনিকতম শাখা কোনটি?

ক. কাব্য
খ. নাটক
গ. ছোটগল্প
ঘ. উপন্যাস

উত্তর: গ. ছোটগল্প

 1. বাঙালি রচিত বাংলা সাহিত্যের প্রথম মুদ্রিত গ্রন্থ কোনটি?

ক. কথোপকথন
খ. ইতিহাসমালা
গ. রাজা প্রতাপাদিত্য চরিত
ঘ. হিতোমপদেশ

উত্তর: গ. রাজা প্রতাপাদিত্য চরিত

 1. কোন সাহিত্যেকর্মে সান্ধ্যভাষার প্রয়োগ আছে?

ক. পদাবলী
খ. রামায়ণ
গ. মহাভারত
ঘ. চর্যাপদ

উত্তর: ঘ. চর্যাপদ

 1. বাংলা সাহিত্যের প্রাচীনতম কবি কে?
  ক. কাহ্নপা
  খ. লুইপা
  গ. সরহ পা
  ঘ. শবর পা
  উত্তর: খ. লুইপা
 2. চর্যাপদের ভাষা যে বাংলা – এটি প্রথম কে প্রমাণ করেন ?

ক. হরপ্রসাদ শাস্ত্রী
খ. সুকুমার সেন
গ. মুহম্মদ শহীদুল্লাহ
ঘ. ড. সুনীতিকুমার চট্টোপাধ্যায়

উত্তর: ঘ. ড. সুনীতিকুমার চট্টোপাধ্যায়

 1. হরপ্রসাদ শাস্ত্রী ‘চর্যাপদ’ যে গ্রন্থে প্রকাশ করেছিলেন তার নাম কী ?

ক. চর্যাপদাবলি
খ. চর্যাগীতিকা
গ. চর্যাচর্যবিনিশ্চয়
ঘ. হাজার বছরের পুরাণ বাঙালা ভাষায় বৌদ্ধগান ও দোহা

উত্তর: ঘ. হাজার বছরের পুরাণ বাঙালা ভাষায় বৌদ্ধগান ও দোহা

 1. ১৯১৬ সালে চর্যাপদ প্রথম কোথা থেকে প্রকাশিত হয় ?

ক. বঙ্গীয় মুসলিম সাহিত্য পরিষদ
খ. বাংলা একাডেমি
গ. এশিয়াটিক সোসাইটি
ঘ. শ্রীরামপুর মিশন
ঙ. বঙ্গীয় সাহিত্য পরিষদ

উত্তর: ঙ. বঙ্গীয় সাহিত্য পরিষদ

 1. চর্যাপদে কয়টি প্রবাদ বাক্য পাওয়া যায় ?

ক. ৪টি
খ. ৫টি
গ. ৬টি
ঘ. ৭টি

উত্তর :গ. ৬টি

 1. ‘মনসামঙ্গল’ কাব্যের আদি কবি কে?

ক. কৃত্তিবাস
খ. মালাধর বসু
গ. মানিক দত্ত
ঘ. কানাহরি দত্ত

উত্তর: ঘ. কানাহরি দত্ত

 1. ‘চণ্ডীমঙ্গল’ কাব্যের প্রধান /শ্রেষ্ঠ কবি কে?

ক. কানা হরিদত্ত
খ. শাহ মুহম্ম সগীর
গ. মুকুন্দরাম চক্রবর্তী
ঘ. ভারতচন্দ্র রায়গুণাকর

উত্তর: গ. মুকুন্দরাম চক্রবর্তী

 1. মধ্যযুগের বাংলা সাহিত্যের শ্রেষ্ঠ কবি কে?

ক. বিজয়গুপ্ত
খ. ভারতচন্দ্র রায়গুণাকর
গ. মুকুন্দরাম চক্রবর্তী
ঘ. কানাহরি দত্ত

উত্তর: খ. ভারতচন্দ্র রায়গুণাকর

 1. মধ্যুযুগের বাংলা সাহিত্য মুসলমান কবিগণের সর্বাপেক্ষা উল্লেখযোগ্য অবদান কোনটি?

ক. লোক সাহিত্য
খ. পুঁথি সাহিত্য
গ. বাংলা গীতিকা
ঘ. রোমান্টিক প্রণয়োপখ্যান

উত্তর: ঘ. রোমান্টিক প্রণয়োপখ্যান

 1. মধ্যযুগের সবচেয়ে উল্লেখযোগ্য মুসলমান কবি কে?

ক. দৌলত কাজী
খ. সৈয়দ সুলতান
গ. আলাওল
ঘ. নাসির মাহমুদ

উত্তর: গ. আলাওল

 1. বাংলা ভাষায় বৈষ্ণব পদাবলীর আদি রচয়িতা কে ?

ক. গোবিন্দদাস
খ. জ্ঞানদাস
গ. চণ্ডীদাস
ঘ. বিদ্যাপতি

উত্তর: গ. চণ্ডীদাস

 1. আধুনিক কবিদের মধ্যে কে পদাবলী লিখেছেন ?

ক. মাইকেল মধুসূদন দত্ত
খ. ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
গ. ঈশ্বরচন্দ্র গুপ্ত
ঘ. রবীন্দ্রনাথ ঠাকুর

উত্তর: ঘ. রবীন্দ্রনাথ ঠাকুর

 1. ‘সোনাভান’ কাব্যগ্রন্থটির রচয়িতা কে?

ক. সৈয়দ হামজা
খ. মীর মোহম্মদ সফী
গ. শাহ মুহাম্মদ গরীবুল্লাহ
ঘ. আলাওল

উত্তর: গ. শাহ মুহাম্মদ গরীবুল্লাহ

 1. ড. দীনেশচন্দ্র সেন কর্তৃক সম্পাদিত ‘মৈমনসিংহ গীতিকা’ য় কতটি গীতিকা রয়েছে?

ক. ২৩টি
খ.১০টি
গ. ২৫টি
ঘ. ৩০টি

উত্তর: খ.১০টি

 1. সুরেশ, মহিম, অচলা কোন উপন্যাসের চরিত্র ?

ক. কৃষ্ণকান্তের উইল
খ. গৃহদাহ
গ. বিষবৃক্ষ
ঘ. যোগাযোগ

উত্তর: খ. গৃহদাহ

 1. প্রাচীন বাংলার জনপদ ও অর্থনীতির পরিচয় প্রথম কার কোন গ্রন্থ গুরুত্বসহ উল্লেখ করা হয় ?

ক. নীহাররঞ্জন রায়ের ‘বাঙালীর ইতিহাস’
খ. আহমদ শরীফের ‘বাঙালী ও বাঙালা সাহিত্য’
গ. অতুল সুরের ‘বাঙালির নৃতাত্বিক ইতিহাস’
ঘ. দীনেশচন্দ্র সেনের বৃহৎবঙ্গ

উত্তর: ক. নীহাররঞ্জন রায়ের ‘বাঙালীর ইতিহাস’

 1. ‘তেইশ নম্বর তৈলচিত্র’ উপন্যাসটির রচয়িতা ?

ক. মানিক বন্দ্যোপাধ্যায়
খ. সুকান্ত ভট্টাচার্য
গ. হুমায়ুন আহমেদ
ঘ. আলাউদ্দিন আল আজাদ

উত্তর: ঘ. আলাউদ্দিন আল আজাদ

🔘 Join Our Telegram Chanel – Click Here 🔘-ঃআরও পড়ুনঃ–

🔵🔴 ভারতের বৃহত্তম, দীর্ঘতম ও উচ্চতম pdf- Click Here

🔵🔴 বিপরীত শব্দ pdf- Click Here

🔵🔴 কম্পিউটার ভিত্তিক প্রশ্নোত্তর pdf- Click Here

🔵🔴 পরিবেশ বিদ্যা প্রশ্নোত্তর pdf- Click Here

🔵🔴 বিভিন্ন ঘূর্ণিঝড়ের নাম ও নামকরণকারী দেশ pdf- Click Here

🔵🔴 সমোচ্চারিত শব্দ বা সমার্থক শব্দ pdf- Click Here

🔵🔴 বিভিন্ন আন্তর্জাতিক সংস্থার সদর দপ্তর pdf- Click Here

🔵🔴 বছরের কিছু গুরুত্বপূর্ণ দিন pdf- Click Here

🔵🔴 100+ সাধারণ জ্ঞান প্রশ্নোত্তর pdf- click Here

🔵🔴 ইতিহাস গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর pdf- click Here

🔵🔴 WBCS preliminary practice set pdf- Click Here

🔵🔴 বাংলা সাহিত্যের ইতিহাস প্রশ্নোত্তর pdf- Click Here

🔵🔴  ভূগোলের গুরুত্বপূর্ণ প্রশ্ন ও উত্তর – Click Here 

🔵🔴  দৈনিক ১০টি স্পেশাল MCQ – Click Here

Note: পোস্ট টি অবশ্যই আপনার বন্ধুদের সাথে ফেসবুক, হোয়াটসঅ্যাপ এ শেয়ার করুন।