ভূমিকম্পের কারণগুলি উল্লেখ করো | Causes of Earthquake in Bengali

ভূমিকম্পের কারণগুলি উল্লেখ করো | Causes of Earthquake in Bengali

ভূমিকম্পের কারণগুলি উল্লেখ করো | Causes of Earthquake in Bengali

■ প্রশ্ন:- ভূমিকম্পের কারণগুলি উল্লেখ করো। (Causes of Earthquake in Bengali)

■ উত্তর:- ভূমিকম্প মূলত দুটি কারণে সংঘটিত হয় – (ক) প্রাকৃতিক কারণ ও (খ) কৃত্রিম কারণ।

■ (ক) প্রাকৃতিক কারণ:-

● (১) ভূত্বকীয় পাতের সঞ্চালন:- ভূ-ত্বক গঠনকারী পাতের সঞ্চালন ভূমিকম্প সৃষ্টির মূল কারণ। পৃথিবীর ভূমিকম্পপ্রবণ অঞ্চলগুলি পাত সীমান্ত বরাবর অবস্থিত।

● (২) নীল পার্বত্য অঞ্চলের ভূ-আলোড়ন:- নবীন ভঙ্গিল পার্বত্য অঞ্চলে শিলাস্তরে স্থিতিস্থাপকতা না থাকার ফলে। ভাঁজ গঠনের সময় ভূমিকম্পের সৃষ্টি হয়ে থাকে।

● (৩) ছাতির ফলে ভূমিকম্প:- অনেক সময় ভূত্বক গঠনকারী শিলাস্তরে চ্যুতির ফলে স্থিতিস্থাপকতা বিনষ্ট হলে ভূমিকম্পের সৃষ্টি হয়।

● (৪) চাপ মোচন:- ভূ-ত্বকের শিলাসমূহের অত্যধিক চাপে সৃষ্ট ভূ-আলোড়নের প্রভাবে ভূ – কম্পের সৃষ্টি হয়।

● (৫) তাপ বিকিরণ:- ভূ-অভ্যন্তরে প্রতিনিয়ত তাপবিকিরণ প্রক্রিয়া চলতে থাকায় ভূপৃষ্ঠের শিলাস্তর ও ভূগর্ভের শিলাস্তরের মধ্যে আয়তনের সামঞ্জস্য বিনষ্ট হলে ভূকম্পনের সৃষ্টি হয়।

● (৬) অগ্ন্যুৎপাত জনিত ভূমিকম্প:- আগ্নেয়গিরি থেকে অগ্ন্যুগমের সময় প্রচণ্ড বিস্ফোরণ ও প্রচুর পরিমাণে আগ্নেয় পদার্থ নিঃসরণের ফলে ভূগর্ভ সংকুচিত হলে ভূমিকম্পের সৃষ্টি হয়।

● (৭) ধস ও হিমানী সম্প্রপাত:- বৃষ্টিপাতের আধিক্যহেতু পার্বত্য অঞ্চলে ধস নামলে ও হিমানী সম্প্রপাতের ফলে ভূমিকম্পের সৃষ্টি হয়।

● (৮) উল্কাপাত:- অনেক সময় বৃহদায়তন উল্কাপিণ্ডের সাথে ভূপৃষ্ঠের সংঘর্ষের দরুন ভূমিকম্পের সৃষ্টি হয়।

■ (খ) অপ্রাকৃতিক কারণসমূহ:-

● (১) কৃত্রিম জলাধার নির্মাণ ও নদীতে বাঁধ দিয়ে জলাধার নির্মাণের ফলে সঞ্চিত জলরাশির প্রচণ্ড চাপে ভূমিকম্পের সৃষ্টি হতে পারে।

● (২) অন্যান্য কারণ:- ভূগর্ভে পারমাণবিক বোমা বিস্ফোরণ, ডিনামাইট বিস্ফোরণ প্রভৃতি কারণে ভূমিকম্প হতে পারে।