Hello Students,
Wellcome to www.ajjkal.com চাকরির পরীক্ষার প্রস্তুতির সেরা ঠিকানা, www.ajjkal.com আজ নিয়ে এসেছি Constitution of India SAQ Questions Answers PDF . প্রতিবছর বিভিন্ন পরীক্ষার যেমন CTET | WBTET | WBCS । MPTET | ATET| UPTET | Rajasthan PTET | TNTET | Karnataka TET | RTET | HTET| PSTET। BANK EXAM। ইত্যাদি পরীক্ষার বিভিন্ন প্রস্তুতি পত্র আপনাদের বিনামূল্যে দিয়ে এসেছি। তাই Ajjkal.com আজ আপনাদের জন্য নিয়ে এসেছে ভারতের সংবিধান গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর PDF | Constitution of India SAQ Questions Answers PDF।
ভারতের সংবিধান গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর PDF | Constitution of India SAQ Questions Answers PDF
PDF -এর কিছু নমুনা প্রশ্নোত্তর দেওয়া হলো:-
1) গণপরিষদ বা সংবিধান সভা কত খ্রীস্টাব্দে গঠিত হয়?
☞1946 খ্রিস্টাব্দে।
2) কোন পরিকল্পনা অনুযায়ী সংবিধান সভা/গণপরিষদ গঠিত হয়?
☞মন্ত্রী মিশন পরিকল্পনা।
3) ভারতীয় স্বাধীনতা আইন কত খ্রীস্টাব্দে পাস হয়?
☞1947 খ্রিস্টাব্দে।
4) গণপরিষদের প্রাথমিক সদস্য সংখ্যা কতজন ছিল?
☞389 জন
5) প্রথম কে ভারতে গণপরিষদ গঠনের কথা বলেছিলেন?
☞মানবেন্দ্রনাথ রায়(1934 খ্রিস্টাব্দে)।
6) গণপরিষদের প্রথম অধিবেশন কত খ্রীস্টাব্দে কোথায় বসেছিল?
☞1946 খ্রিস্টাব্দের 9 ডিসেম্বর দিল্লির কনস্টিটিউশন হলে।
7) গণপরিষদের প্রথম অধিবেশনের সভাপতি হিসেবে কে দায়িত্ব পালন করেন?
☞সচিদানন্দ সিনহা।
8) ভারতের সংবিধান সম্পূর্ণ ভাবে তৈরী হতে মোট কতদিন সময় লেগেছিল?
☞2বছর 11 মাস 18 দিন।
9) গণপরিষদের স্থায়ী সভাপতি পদে কে নিযুক্ত ছিলেন?
আরও পড়ুন:-
পৃথিবীর বৃহত্তম ও ক্ষুদ্রতম বিষয়সমূহ PDF- Click Here
একনজরে ভারতবর্ষের সংবিধান প্রশ্নোত্তর PDF- Click Here
একনজরে পশ্চিমবঙ্গ যাবতীয় তথ্য PDF- Click Here
একনজরে ভারতবর্ষ প্রশ্ন ও উওর PDF- Click Here
☞রাজেন্দ্র প্রসাদ।
10) গণপরিষদের সহ-সভাপতি পদে কারা নিযুক্ত ছিলেন?
☞এইচ.সি.মুখার্জি এবং কে. টি.কৃষ্ণমাচারি।
11) গণপরিষদের প্রথম অধিবেশনে কতজন সদস্য অংশগ্রহণ করেছিলেন?
☞211জন।
12) কোন বিশিষ্ট রাজনৈতিক ব্যক্তিত্ব গণপরিষদের সদস্য ছিলেন না?
☞মহাত্মা গান্ধী।
13) কোন পরিকল্পনার উপর ভিত্তি করে ভারত বিভাগ হয়েছিল?
☞মাউন্টব্যাটেন প্ল্যান/3rd জুন প্ল্যান।
14) কোন পরিকল্পনার উপর ভিত্তি করে সংবিধান সভা গঠিত হয়েছিল?
☞মন্ত্রীমিশনের পরিকল্পনা(1946খ্রীঃ)।
15) ভারতের সংবিধান কবে গৃহীত হয়েছিল?
☞1949 খ্রিস্টাব্দে 26 শে নভেম্বর।
16) গণপরিষদের মোট কতগুলি অধিবেশন সংগঠিত হয়েছিল?
☞11টি।
17) গণপরিষদের সর্বশেষ অধিবেশন বসেছিল কবে?
☞1950 খ্রিস্টাব্দের 24 শে জানুয়ারি।
18) ভারতের সংবিধান কবে কার্যকর করা হয়েছিল?
☞1950 খ্রিস্টাব্দে 26শে জানুয়ারি।
19) গণপরিষদের প্রতীক চিহ্নটি কি ছিল?
☞হাতি।
20) ভারতের সংবিধানের জনক কাকে বলা হয়ে থাকে?
☞ড. বি.আর.আম্বেদকর
21) ভারতীয় সংবিধানের খসড়া কমিটির প্রধান সভাপতি কে ছিলেন?
☞ ডঃ বি.আর. আম্বেদকর।
22) ভারতীয় সংবিধানের প্রস্তাবনায় ভারতকে কি ধরনের রাষ্ট্র বলা হয়েছে?
☞সার্বভৌম সমাজতান্ত্রিক ধর্মনিরপেক্ষ গণতান্ত্রিক প্রজাতন্ত্র
23) ভারতের সংবিধানের প্রস্তাবনাটি কোন দেশের অনুকরণে গৃহীত হয়েছিল?
☞ মার্কিন যুক্তরাষ্ট্র।
24) কততম সংবিধান সংশোধনী দ্বারা ভারতের সংবিধানের প্রস্তাবনাটি সংশোধন করা হয়েছে?
☞1976 খ্রী 42 তম সংবিধান সংশোধনী ধারা।
25) 42 তম সংবিধান সংশোধনী দ্বারা সংবিধানের প্রস্তাবনায় কোন কোন শব্দ যুক্ত করা হয়েছে?
☞সমাজতান্ত্রিক, ধর্মনিরপেক্ষ, সংহতি।
26) কে ভারতীয় সংবিধানের প্রস্তাবনাটিকে সংবিধানের “আইডেন্টিটি কার্ড” বলে অভিহিত করেছেন?
☞এন.এ. পালকিওয়ালা।
27) ভারতের মূল সংবিধানে মোট কয়টি ধারা গৃহীত ছিল?
☞395 টি।
28) পৃথিবীর বৃহত্তম লিখিত সংবিধান কোন দেশের?
☞ ভারতবর্ষের সংবিধান।
29) ভারতের সংবিধানে মোট কতগুলি তফসিল গৃহীত আছে?
☞12টি (মূল সংবিধানে ছিল আটটি)
30) ব্রিটিশ সরকারের কোন আইনের প্রভাব ভারতীয় সংবিধানে লক্ষ্য করা যায়?
☞ ভারত শাসন আইন,1935।
31) ভারতীয় সংবিধানের চূড়ান্ত ব্যাখ্যা কর্তা কে?
☞সুপ্রীম কোর্ট।
32) কত নম্বর ধারা অনুসারে ভারতের সংবিধান সংশোধন হয়?
☞368 নম্বর ধারা।
33) কোন কমিটির সুপারিশের দ্বারা ভারতীয় সংবিধানের “মৌলিক কর্তব্য” সংযোজন করা হয়?
☞শরণ সিং কমিটি।
34) কোন আইনে প্রথম মুসলমান সম্প্রদায়ের জন্য পৃথক নির্বাচনের ব্যবস্থা করা হয়?
☞1909 খ্রিস্টাব্দে মর্লে-মিন্টো সংস্কার আইনে।
35) কোন আইনে প্রাদেশিক দ্বৈত শাসন ব্যবস্থা প্রবর্তিত হয়?
☞1919 খ্রিস্টাব্দের মন্টেগু-চেমসফোর্ড সংস্কার আইনে।
36) ভারতীয় সংবিধানের কোন অংশে “জনকল্যাণমূলক রাষ্ট্র” গঠনের কথা বলা হয়েছে?
☞চতুর্থ অংশের রাষ্ট্রপরিচালনার নির্দেশমূলক নীতিতে।
37) ভারতীয় সংবিধানে নির্দেশ মূলক নীতি কোন দেশের সংবিধানের অনুকরনণে থেকে গ্রহণ করা হয়েছে?
☞আয়ারল্যান্ডের সংবিধান।
38) ভারতের সংবিধানে বর্তমানে মোট কতগুলি মৌলিক অধিকার স্বীকৃত হয়েছে?
☞6টি (মূল সংবিধানের ছিল সাতটি)।
39) কততম সংবিধান সংশোধনীর দ্বারা মৌলিক অধিকারের তালিকা থেকে সম্পত্তির অধিকার বাদ দেয়া হয়েছে?
☞1978 খ্রিস্টাব্দ 44 তম সংবিধান সংশোধনী।
40) ভারতের সংবিধানের কত নম্বর ধারায় বর্তমানে সম্পত্তির অধিকারকে একটি আইনি অধিকারের স্বীকৃতি দেয়া হয়েছে?
☞300A
41) ভারতের সংবিধানে উল্লেখিত মৌলিক কর্তব্যের সংখ্যা কতগুলি?
☞11টি।
42) ভারতীয় সংবিধান থেকে কোন কোন ধারা সম্প্রতি বাতিল করা হয়েছে?
☞370 ও 35A ধারা
43) ভারতীয় সংবিধানের কত নম্বর অংশে নাগরিকতা বিষয়ে আলোচনা হয়েছে?
☞পার্ট-II (5-11নম্বর ধারায়)।
44) ভারতের পার্লামেন্টের অংশগুলি কি কি উল্লেখ করো?
☞ রাষ্ট্রপতি, রাজ্যসভা ও লোকসভা।
45) রাষ্ট্রপতি সংসদের মধ্যে মোট কতজন সদস্য কে মনোনীত করতে পারেন।
☞14 জন।
46) কে পদাধিকারবলে রাজ্যসভায় সভাপতিত্ব করে থাকেন?
☞উপরাষ্ট্রপতি।
47) ভারতের সংবিধানের কত নম্বর ধারায় অর্থ কমিশন গঠনের কথা উল্লিখিত আছে?
☞280 নম্বর।
48) শিক্ষার অধিকারকে মৌলিক অধিকারের স্বীকৃতি দেওয়া হয়েছে কততম সংবিধান সংশোধনী অনুযায়ী?
☞86 তম সংবিধান সংশোধনী 2002।
49) রাজ্য জনকৃত্যক কমিশনের সদস্যরা কার দ্বারা পদচ্যুত হন?
☞ রাষ্ট্রপতি।
50) সংবিধানের কত নম্বর ধারা অনুযায়ী ভারতে আর্থিক জরুরি অবস্থা জারি করা যায়?
☞360 নম্বর ধারা।
PDF টি সম্পূর্ণ ডাউনলোড করার জন্য নিচে দেওয়া লিঙ্কে Click করুন
File Details:-
File Name:- Constitution of India SAQ Questions Answers PDF [www.ajjkal.com]
File Format:- Pdf
Quality:- High
Size:- 3 Mb File
Location:- Google Drive
আরও পড়ুন:-
একনজরে ভারতবর্ষের সংবিধান প্রশ্নোত্তর PDF- Click Here
একনজরে পশ্চিমবঙ্গ যাবতীয় তথ্য PDF- Click Here
একনজরে ভারতবর্ষ প্রশ্ন ও উওর PDF- Click Here
বিভিন্ন ঐতিহাসিক বই ও লেখক PDF- Click Here
ভারতের বৃহত্তম, উচ্চতম, দীর্ঘতম বিষয়সমূহ PDF- Click Here
ভারতের সমস্ত রাজ্যের রাজধানী ও আয়তন PDF- Click Here
ভারতের বিভিন্ন রাজ্যের প্রচলিত উৎসব সমূহ PDF- Click Here
ভারতের রেলওয়ে জোন ও সদর দপ্তর তালিকা PDF- Click Here
2000+ জেনারেল নলেজ গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর PDF- Click Here
অংক শটকার্ট নিয়মাবলি PDF- Click Here
400+ পশ্চিমবঙ্গ জিকে প্রশ্নোত্তর PDF- Click Here
পৃথিবীর বৃহত্তম ও ক্ষুদ্রতম বিষয়সমূহ PDF- Click Here
250+ WBCS প্রিলিমিনারী গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর PDF- Click Here
❏ General Knowledge – Click Here
❏ Job Notification – Click Here
❏ Online Mock Test Quiz – Click Here
Note: পোস্ট টি অবশ্যই আপনার বন্ধুদের সাথে ফেসবুক, হোয়াটসঅ্যাপ এ শেয়ার করুন।