Hello Students,
Wellcome to www.ajjkal.com চাকরির পরীক্ষার প্রস্তুতির সেরা ঠিকানা, www.ajjkal.com আজ নিয়ে এসেছি Current Affairs 14th May 2023 WBP Lady constable | 14th মে 2023 দৈনিক কারেন্ট অ্যাফেয়ার্স. প্রতিবছর বিভিন্ন পরীক্ষার যেমন CTET | WBTET | WBCS । MPTET | ATET| UPTET | Rajasthan PTET | TNTET | Karnataka TET | RTET | HTET| PSTET। BANK EXAM। ইত্যাদি পরীক্ষার বিভিন্ন প্রস্তুতি পত্র আপনাদের বিনামূল্যে দিয়ে এসেছি। তাই Ajjkal.com আজ আপনাদের জন্য নিয়ে এসেছে Current Affairs 14th May 2023 WBP Lady constable | 14th মে 2023 দৈনিক কারেন্ট অ্যাফেয়ার্স।
Current Affairs 14th May 2023 WBP Lady constable | 14th মে 2023 দৈনিক কারেন্ট অ্যাফেয়ার্স
1. কলকাতা বন্দরের নতুন চেয়ারম্যান পদে সম্প্রতি কে নিযুক্ত হলেন?
উত্তর:- রথেন্দ্র রমন
2. সম্প্রতি Twitter কোম্পানির নতুন CEO পদে কে নিযুক্ত হলেন?
উত্তর:- লিন্ডা ইয়াক্কারিনো (Linda Yaccarino)
3. বার্লিনে বিশেষ অলিম্পিক ট্রিপের দূত হিসেবে ভারতীয় দলে কোন অভিনেতাকে অন্তর্ভুক্ত করা হয়েছে?
উত্তর:- আয়ুষ্মান খুরানা (Ayushmann Khurrana).
4. PUMA ইন্ডিয়া কোম্পানির নতুন Managing Director হিসেবে সম্প্রতি কাকে নিযুক্ত করা হলো?
উত্তর:- কার্তিক বালাগোপালন (Karthik Balagopalan).
5. সম্প্রতি কোন রাজ্যের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ ভারতরত্ন ডঃ আম্বেদকর পুরস্কারে সম্মানিত হলেন?
উত্তর:- উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ।
6. ভারত সম্প্রতি কোন দেশের ই-ভিসা ব্যবস্থার সুবিধা পেতে চলছে?
উত্তর:- সৌদি আরব
7. BharatPe -কে সরিয়ে ICC -এর গ্লোবাল স্পন্সর হিসেবে সম্প্রতি কোন সংস্থাকে দায়িত্ব দেওয়া হলো?
উত্তর:- Mastercard
8. ভারতে সম্প্রতি কোন মেট্রো স্টেশন QR কাগজের টিকিট চালু করেছে?
উত্তর:- দিল্লি
9. সম্প্রতি প্রকাশিত “Droupadi Murmu: From Tribal Hinterlands to Raisina Hills” শিরোনামে বইটি কে লিখলেন?
উত্তর:- কস্তুরী রায়।
10. সম্প্রতি কোন দেশের প্রাক্তন প্রধানমন্ত্রী গ্রেপ্তার হলেন?
উত্তর:- পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান।
❏ General Knowledge – Click Here
❏ Job Notification – Click Here
❏ Online Mock Test Quiz – Click Here
Note: পোস্ট টি অবশ্যই আপনার বন্ধুদের সাথে ফেসবুক, হোয়াটসঅ্যাপ এ শেয়ার করুন।