Hello Students,
Wellcome to www.ajjkal.com চাকরির পরীক্ষার প্রস্তুতির সেরা ঠিকানা, www.ajjkal.com আজ নিয়ে এসেছি Current Affairs 6th May 2023 for UPSC Prelims Exam | 6th মে 2023 দৈনিক কারেন্ট অ্যাফেয়ার্স. প্রতিবছর বিভিন্ন পরীক্ষার যেমন CTET | WBTET | WBCS । MPTET | ATET| UPTET | Rajasthan PTET | TNTET | Karnataka TET | RTET | HTET| PSTET। BANK EXAM। ইত্যাদি পরীক্ষার বিভিন্ন প্রস্তুতি পত্র আপনাদের বিনামূল্যে দিয়ে এসেছি। তাই Ajjkal.com আজ আপনাদের জন্য নিয়ে এসেছে Current Affairs 6th May 2023 for UPSC Prelims Exam | 6th মে 2023 দৈনিক কারেন্ট অ্যাফেয়ার্স।
Current Affairs 6th May 2023 for UPSC Prelims Exam | 6th মে 2023 দৈনিক কারেন্ট অ্যাফেয়ার্স
1. সম্প্রতি কোন রাজ্যের ভোটারদের তালিকাভুক্তির জন্য নির্বাচন কমিশন “Voters Helpline” নামক অ্যাপ লঞ্চ করলো?
উত্তর:- কর্ণাটক
2. 2023 সালের এপ্রিলে শহরাঞ্চলে বেকারত্বের হার কত নির্ধারণ করা হয়েছে?
উত্তর:- 9.81%
3. সম্প্রতি অনুষ্ঠিত হতে চলা গ্লোবাল চেস লিগের হোস্ট পার্টনার কে?
উত্তর:- দুবাই স্পোর্টস কাউন্সিল (Dubai Sports Council).
4. সম্প্রতি বিশ্বব্যাংকের প্রেসিডেন্ট হিসেবে কে নিযুক্ত হলেন?
উত্তর:- অজয় বঙ্গ
5. সম্প্রতি কোন সংস্থা বার্ষিক “বিশ্ব প্রেস ফ্রিডম” সূচক তৈরি করেছে?
উত্তর:- রিপোর্টার্স উইদাউট বর্ডার
6. 2023 ইউনেস্কো ওয়ার্ল্ড প্রেস ফ্রিডম প্রাইজের প্রাপক কারা?
উত্তর:- তিন ইরানি মহিলা সাংবাদিক।
7. সম্প্রতি কোন দেশ 2023 সালের আন্তর্জাতিক মিলট বর্ষ ঘোষণা করার জন্য প্রস্তাব দিয়েছে?
উত্তর:- ভারত
8. পারমাণবিক শক্তি কমিশনের নতুন চেয়ারম্যান এবং পরমাণু শক্তি বিভাগের সচিব হিসেবে সম্প্রতি কাকে নির্বাচিত করা হয়েছে?
উত্তর:- অজিত কুমার মহন্তী
9. সম্প্রতি কোন সমাজবিদকে “Man of the Century” হিসাবে সম্মানিত করা হলো?
উত্তর:- পন্ডিত রামকিশান
10. সম্প্রতি প্রকাশিত “MADE IN INDIA: 75 Years of Business and Enterprise” শিরোনামে বইটি কে লিখলেন?
উত্তর:- অমিতাভ কান্ত।
❏ General Knowledge – Click Here
❏ Job Notification – Click Here
❏ Online Mock Test Quiz – Click Here
Note: পোস্ট টি অবশ্যই আপনার বন্ধুদের সাথে ফেসবুক, হোয়াটসঅ্যাপ এ শেয়ার করুন।