আঞ্চলিকতাবাদের সংজ্ঞা | Definition of Regionalism
■ উত্তর:- টমাস হুয়েজলিন আঞ্চলিকতাবাদের পশ্চিমী ধারণা ব্যাখ্যা-বিশ্লেষণ করেছেন। এই রাজনীতিক সমাজবিজ্ঞানীর মতানুসারে উপজাতি বা জাতির অংশবিশেষ (Subnational) এবং অতিজাতি (transnational) -র মধ্যে পার্থক্যের অস্তিত্ব এবং স্বাতন্ত্র্য ও প্রতিশ্রুতির পার্থক্য আঞ্চলিকতা হিসাবে প্রতিপন্ন হয়। আবার আর্থনীতিক ও সাংস্কৃতিক ক্ষেত্রে স্বাতন্ত্র্যের উপর গুরুত্ব আরোপের জন্যও আঞ্চলিকতাবাদের ধারণা ব্যবহার করা হয়।
আবার অনেকের অভিমত অনুসারে মাত্রাতিরিক্ত ও পীড়নমূলক এককেন্দ্রিকতার বিরোধী আন্দোলন আঞ্চলিকতাবাদ হিসাবে বিবেচিত হয়। প্রকৃত প্রস্তাবে আঞ্চলিকতাবাদ হল একটি অপেক্ষাকৃত ক্ষুদ্রাকৃতির ভৌগোলিক এলাকার প্রতি তাৎপর্যপূর্ণ এক ধরনের বিশেষ-আনুগত্য। জাতীয় ভূখণ্ডের সঙ্গে অধিবাসীদের এক ধরনের সংযোগ-সম্পর্ক বা টান থাকে। এর থেকে স্বতন্ত্র আর এক ধরনের সংযোগ-সম্পর্ক বা আনুগত্য পরিলক্ষিত হয়। জাতীয় ভূখণ্ডের প্রশাসনিক বিভাজন বা প্রাদেশিকতার পরিপ্রেক্ষিতে এই আনুগত্য বা সম্পর্কের সৃষ্টি হয়। এ রকম সংযোগ-সম্পর্ক বা আনুগত্য আঞ্চলিকতা হিসাবে প্রতীয়মান হয়।
ডঃ নারাইনের অভিমত অনুসারে অন্যান্য দেশের মত ভারতের প্রেক্ষাপটেও আঞ্চলিকতাবাদ হল একটি অস্পষ্ট ধারণা। আঞ্চলিকতাবাদের ইতিবাচক ও নেতিবাচক ব্যঞ্জনা বর্তমান। নেতিবাচক অর্থে আঞ্চলিকতাবাদের মাধ্যমে একটি অঞ্চলের অধিবাসীদের মধ্যে একক আপেক্ষিক বঞ্চনার চেতনা বা মনোভাব জন্মায় এবং মনে করা হয় যে সরকারী কাজকর্মের পরিপ্রেক্ষিতে সংশ্লিষ্ট বঞ্চনার সৃষ্টি হয়েছে। আবার ইতিবাচক অর্থে একটি অঞ্চলের অধিবাসীদের আত্মবিকাশের অনুসন্ধানই হল আঞ্চলিকতাবাদ।