ভূমিকম্পের ফলাফল উল্লেখ করো | Effects of Earthquake in Bengali
■ প্রশ্ন:- ভূমিকম্পের ফলাফল উল্লেখ করো। (Effects of Earthquake in Bengali).
■ উত্তর:- ভূমিকম্পের ফলে ভূপৃষ্ঠের আকস্মিক ও সুদূরপ্রসারী পরিবর্তন লক্ষ করা যায়। ভূমিকম্পের ফলাফলকে দুটি ভাগে-
(ক) গঠনমূলক ফলাফল ও
(খ) ধ্বংসাত্মক ফলাফল।
■ (ক) গঠনমূলক ফলাফল:-
● (১) নতুন ভূমিরূপের অভ্যুদয়:- ভূমিকম্পের ফলে সমুদ্রতলদেশের কোনো অংশ ওপরে উঠে গিয়ে দ্বীপের সৃষ্টি করতে পারে, আবার সমুদ্র সংলগ্ন স্থলভাগ সমুদ্রের জলে নিমজ্জিত হতে পারে।
● (২) হ্রদের সৃষ্টি:- পার্বত্য অঞ্চলে ধস নামার ফলে নদীর গতিপথ অবরুদ্ধ হয়ে হ্রদ গঠন করে।
● ভৌমজলস্তরের নির্গমন:- ভূমিকম্পের ফলে মাটির ওপর সৃষ্ট ফাটলের মধ্য দিয়ে প্রস্রবণরূপে ভৌমজল বাইরে বেরিয়ে আসতে পারে।
■ (খ) ধ্বংসাত্মক ফলাফল:-
● (১) শিলাস্তরে ভাঁজের সৃষ্টিঃ ভূমিকম্পের ফলে শিলাস্তরের মধ্যে ভাঁজের সৃষ্টি হয়।
● (২) ফাটলের সৃষ্টি:- ভূমিকম্পের ফলে শিলাস্তরের মধ্যে ফাটল ও দারণ সৃষ্ট হতে দেখা যায়।
● (৩) স্তূপ পর্বত ও গ্রন্থ উপত্যকার সৃষ্টি:- ভূমিকম্পের ফলে সৃষ্ট চ্যুতি বরাবর ভূভাগ উত্থিত হয়ে স্তূপ পর্বত এবং অবনমিত হয়ে গ্রস্ত উপত্যকার সৃষ্টি করে।
● (৪) নদীর গতিপথের পরিবর্তন:- ভূমিকম্পের ফলে নদীর গতিপথের পরিবর্তন হলে নিকটবর্তী জনপদে বন্যা দেখা দেয়। ধসঃ ভূমিকম্পের ফলে পার্বত্য অঞ্চলে ধস নামলে জনজীবন বিপর্যস্ত হয়।
● (৬) সুনামির সৃষ্টি:- সমুদ্রের তলদেশে ভূকম্পনের দরুন যে সামুদ্রিক জলোচ্ছ্বাস সৃষ্টি হয় তা জাপানে সুনামি নামে পরিচিত। ২০০৪ সালের ২৬ ডিসেম্বর সুনামির তাণ্ডবের ফলে ভারত মহাসাগরের উপকূল সংলগ্ন অঞ্চলে। ভয়ংকর ক্ষয়ক্ষতি হয়।
● (৭) মানবজীবনের ক্ষয়ক্ষতি:- ভূমিকম্পের ফলে গ্রাম, শহর ও নগরের মতো জনপদ মুহূর্তের মধ্যে ধ্বংসস্তূপে পরিণত হয়। অগণিত মানুষ ও পশুপাখি মারা যায়। রাস্তাঘাট, রেললাইন ও সেতু ভেঙে পড়লে ভূমিকম্প-পীড়িত মানুষদের সঙ্গে অন্যান্য অঞ্চলের জনপদের যোগাযোগ বিচ্ছিন্ন হয়।