Government of Westbengal Recruitment 2023
চাকরি প্রার্থীদের জন্য সুখবর। পশ্চিমবঙ্গ সরকারের, প্রাণী সম্পদ উন্নয়ন বিভাগ (Public Service Commission Recruitment 2023) আপনার জন্য নিয়ে এসেছে অফিসার পদে, অ্যাসিস্ট্যান্ট অফিসার পদ, সহ একাধিক শূন্যপদে পদে চাকরির এক বিরাট সুযোগ। যদি আপনার আগ্রহ থাকে তাহলে পশ্চিমবঙ্গ সরকারের, প্রাণী সম্পদ উন্নয়ন বিভাগেরর নিয়োগ সংক্রান্ত নিচের পোস্টটি যত্ন সহকারে পড়ুন।
■ নিয়োগকারী সংস্থা:- পশ্চিমবঙ্গ সরকারের, প্রাণী সম্পদ উন্নয়ন বিভাগ। পাবলিক সার্ভিস কমিশনের অধীনে এই নিয়োগ করা হবে।
■ পদের নাম:- অফিসার পদ, অ্যাসিস্ট্যান্ট অফিসার পদ।
■ আবেদন শুরুর তারিখ:- আবেদন প্রক্রিয়া চলছে।
■ আবেদন শেষের তারিখ:- ২০ ফেব্রুয়ারি ২০২৩
■ অফিসিয়াল ওয়েবসাইট:– https://wbpsc.gov.in/
■ আরো চাকরির খবর:-
মাধ্যমিক পাশেই ওয়েস্টার্ন কোলফিল্ডসে বিপুলসংখ্যক কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ
রাজ্যে পঞ্চায়েত দফতরের অধীনে বিপুলসংক্ষ্যক কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ
■ বিজ্ঞপ্তি পড়ার লিংক:-
https://wbpsc.gov.in/Download?param1=Cur_20221219120528_Advt-16-22_merged_compressed.pdf¶m2=advertisement
■ শূন্যপদ:- মোট ১৫৮টি।
■ বেতন:- ৫৬,১০০ টাকা থেকে ১,৪৪,৩০০ টাকা।
■ শিক্ষাগত যোগ্যতা:-
এই শূন্যপদের জন্য আবেদনের জন্য আবেদনকারীকে স্নাতক পাশ যোগ্যতা থাকতে হবে। এবং বাংলা ভাষা লিখতে এবং বলতে জানতে হবে। এই বিষয়ে আরও বিস্তারিত জানতে নিয়োগ সংক্রান্ত বিজ্ঞপ্তিটি পড়ে নিতে হবে।
■ বয়সসীমা:- আবেদনকারীর বয়সসীমা হতে হবে ১৮ – ৩৬ বছরের মধ্যে বয়স হতে হবে।
■ আবেদন ফি:-
এই পদের জন্য আবেদনকারীকে ২১০ টাকা আবেদন ফি জামা করতে হবে। SC/ST/PWD প্রার্থীদের কোনো রকম আবেদন ফি লাগবে না।
■ প্রার্থী নির্বাচনের পদ্ধতি:-
আবেদনপত্র যাচাইয়ের পরে, সমস্ত যোগ্য প্রার্থীকে নিম্নলিখিত ধাপগুলির মাধ্যমে নির্বাচন করা হবে-
◾ Written Exam.
◾ Short-listing.
◾ Document Verification (DV).
◾ Interview
■ আবেদন পদ্ধতি:-
আগ্রহী, উপযুক্ত ও যোগ্য প্রার্থীরা অফিসিয়াল ওয়েবসাইট https://wbpsc.gov.in/ এর মাধ্যমে আবেদন করতে পারেন।
■ অনলাইনের আবেদন করার পদ্ধতি:-
- প্রথমে নিয়োগের অফিসিয়াল অনলাইন আবেদনের লিংকে ক্লিক করতে হবে।
- অনলাইনে রেজিস্ট্রেশন তথা লগইন এর ডাইরেক্ট লিংকে ক্লিক করতে হবে।
- Registration এর সময় নিজের যাবতীয় বিভিন্ন তথ্য সঙ্গে রাখবেন।
- এক্ষেত্রে নিজের নাম, অভিভাবকের নাম তথা বাবা এবং মায়ের নাম, জন্ম তারিখ, জেন্ডার সঙ্গে নিজের একটি বৈধ এবং মোবাইল নম্বর এবং ইমেল আইডি সমস্ত কিছু নির্ভুলভাবে দিতে হবে।
- রেজিস্ট্রেশন শেষে একটি এনরোলমেন্ট নম্বর এবং পাসওয়ার্ড পাবেন যেগুলি অবশ্যই নোট করে রাখবেন। যেটি পুনরায় লগইন করার জন্য লাগবে।
- সব শেষে যাদের আবেদন ফি জমা করে সাবমিট বাটনে ক্লিক করে আবেদনের প্রক্রিয়া সম্পন্ন করুন।
■ প্রয়োজনীয় নথিপত্র:-
● বয়সের প্রমাণপত্র
● শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট
● জাতিগত শংসাপত্র
● বসবাসের প্রমাণপত্র
● অভিজ্ঞতার শংসাপত্র
● নিজের সই করা ছবি