100+ ভারতের ভূগোল গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর | Indian Geography Question Answer
1. ভারতবর্ষকে ক্রান্তীয় জলবায়ুর দেশ বলা হয়ে থাকে কে?
উত্তর:- উত্তরে হিমালয় পর্বতমালার উপস্থিতির জন্য।
2. ভারতের দুটি আগ্নেয় দ্বীপের নাম লেখো।
উত্তর:- নারকোনডাম ও ব্যারেন
3. ভারতের ক্ষুদ্রতম কেন্দ্রশাসিত রাজ্যটির নাম লেখো।
উত্তর:- পন্ডিচেরী
4. ভারত ও পাকিস্তানের মধ্যে অবস্থিত সীমান্ত রেখাটির নাম লেখো।
উত্তর:- রেডক্লিফ লাইন
5. ডেকান প্রনালী কোথায় অবস্থিত?
উত্তর:- উত্তর আন্দামান ও দক্ষিণ আন্দামান
6. ভারতের প্রমাণ দ্রাঘিমারেখা কোন কোন রাজ্যের ওপর দিয়ে গিয়েছে?
উত্তরপ্রদেশ, মধ্যপ্রদেশ এবং …
উত্তর:- ওড়িশা, অন্ধ্রপ্রদেশ, উত্তরপ্রদেশ ও মধ্যপ্রদেশ।
7. আন্দামান দ্বীপপুঞ্জের নিকটে অবস্থিত একটি দেশের নাম লেখো।
উত্তর:- মায়ানমার
8. ভারতের কোন রাজ্যটির সীমানারেখা সবচেয়ে বেশি অন্য রাজ্যের সাথে স্পর্শ করেছে?
উত্তর:- আসাম
9. তপশিলি আদিবাসী (ST) জনসংখ্যা সবচেয়ে বেশি কোন রাজ্যে?
উত্তর:- মধ্যপ্রদেশে
10. ভারতের সবচেয়ে প্রাচীন পর্বতমালাটির নাম লেখো।
উত্তর:- আরাবল্লী
11. ভারতের কোন হ্রদের জলের লবনতার পরিমান সবচেয়ে বেশি?
উত্তর:- সম্বর
12. কাশ্মীর ও লেহ কে সংযুক্তকারী সড়কপথটি
কোন পাশ দিয়ে গিয়েছে?
উত্তর:- কারাকোরাম পাস
13. ভারতের একটি ভূমিকম্প প্রবন অঞ্চলের নাম লেখো।
উত্তর:- নবীন ভঙ্গিল পর্বত
14. বিন্ধ্য কি ধরনের পর্বত?
উত্তর:- স্তুপ পর্বত
15. হিমালয়ের সমান্তরাল পর্বতশ্রেনীগুলির মধ্যে প্রাচীনতম পর্বতটির নাম লেখো।
উত্তর:- হিমাদ্রি হিমালয়
16. দক্ষিণ ভারতের উচ্চতম পর্বতশৃঙ্গটির নাম লেখো।
উত্তর:- আনাইমুদি
17. জোজিলা পাস বা গিরিপথটি কোন কোন শহরকে যুক্ত করেছে?
উত্তর:- লেহ ও শ্রীনগরকে
18. শিপকি লা পাস টি কোন নদী উপত্যকায়
অবস্থিত
উত্তর:- শতদ্রু উপত্যকা
19. ভারতের কোন রাজ্যে মহীসোপানের পরিমান সবচেয়ে বেশি।
উত্তর:- তামিলনাড়ু
20. গাঙ্গেয় সমভূমি অঞ্চলের নবীন পলিগঠিত ভূমিরূপ কী বলা হয়ে থাকে?
উত্তর:- খাদার
- গ্রস্ত উপত্যকা সৃষ্টির প্রধান কারণ লেখো।
উত্তর:- পৃথিবীপৃষ্ঠে সৃষ্ট টান
- শিবালিক কোথায় অবস্থিত?
উত্তর:- হিমালয়ের পাদদেশে
- পালঘাট কোন দুটি রাজ্যকে সংযুক্ত করেছে?
উত্তর:- কেরালা ও তামিলনাড়ু
- পশ্চিমঘাট ও পূর্বঘাট পর্বতমালার মিলনস্থলটির নাম লেখো।
উত্তর:- নীলগিরি পর্বত
- আকসাই চিন কোথায় অবস্থিত?
উত্তর:- জম্বু –কাশ্মীরের উত্তর-পূর্ব কোণে
- নীলগিরি পর্বতের উচ্চতম পর্বত শৃঙ্গটির নাম লেখো।
উত্তর:- দোদাবেতা
- শেভরয় পর্বত কোথায় অবস্থিত?
উত্তর:- তামিলনাড়ুতে
- গুরুশিখর পর্বত চূড়া কোথায় অবস্থিত?
উত্তর:- রাজস্থানে
- ভারতের কোন রাজ্যটির সমুদ্র উপকূল সবচেয়ে দীর্ঘতম?
উত্তর:- গুজরাট
- ভারতের দীর্ঘতম আন্তর্জাতিক সীমানা রয়েছে কোন দেশটির সাথে?
উত্তর:- বাংলাদেশ
- ভারতের সর্ব দক্ষিনতম একক দ্বীপটির নাম লেখো।
উত্তর:- গ্রেট নিকোবর
- কর্কটক্রান্তী রেখা যায়নি ভারতের এমন একটি রাজ্যের নাম লেখো।
উত্তর:- ওড়িশা
33. ভারতের প্রমাণ দ্রাঘিমারেখা বরাবর কোন শহর গুলি অবস্থিত?
উত্তর:- কাকিনাড়া -পন্ডিচেরি
34. ভারতের পশ্চিম উপকূলের উত্তর অংশের নাম লেখো।
উত্তর:- কোঙ্কণ উপকূল
35. কোঙ্কণ উপকূলের বিস্তৃতি কোথা থেকে কোথা পর্যন্ত?
উত্তর:- গোয়া থেকে কোচিন
36. ভারতের কেন্দ্রশাসিত রাজ্য দাদরা ও নগর হাভেলির রাজধানীর নাম লেখো।
উত্তর:- সিলভাসা
37. নাইন ডিগ্রি চ্যানেল পৃথক করেছে কোন কোন দ্বীপকে?
উত্তর:- লাক্ষাদ্বীপ ও মিনিকয় কে
38. লাক্ষাদ্বীপের সৃষ্টির কারণ লেখো।
উত্তর:- প্রবাল সঞ্চয়
39. বাংলাদেশের সাথে সীমানা নেই এমন একটি রাজ্যের নাম লেখো।
উত্তর:- মনিপুর
40. পশ্চিমবঙ্গের মোট কত গুলি দেশের সাথে সীমান্তরেখা রয়েছে?
উত্তর:- তিন
41. উপকূল থেকে সমুদ্রের দিকে কত নটিক্যাল মাইল অবধি ভারতের সামুদ্রিক সীমান্তরেখা বিস্তৃত রয়েছে?
উত্তর:- ১২ নটিক্যাল মাইল
42. মধ্যপ্রদেশ রাজ্যের মোট কতগুলি রাজ্যের সাথে সীমানা রয়েছে?
উত্তর:- ৫ টি
43. ভারতের সবচেয়ে বেশি কোন ভাষা গোষ্ঠীর মানুষ বসবাস করেন?
উত্তর:- ইন্দো-আর্য
44. ভারতের সবচেয়ে বেশি কোন জাতিগোষ্ঠীর মানুষ বসবাস করেন?
উত্তর:- ককেশীয়
45. টোডা উপজাতির মানুষ বাসবাস করে মূলত ভারতের কোন অংশে?
উত্তর:- মধ্য ভারতে
46. লাক্ষাদ্বীপে মোট দ্বীপের সংখ্যা কয়টি?
উত্তর:- ২৫
47. কোন নদীটি বৃদ্ধ গঙ্গা নামে পরিচিত?
উত্তর:- গোদাবরী
48. ব্রহ্মপুত্র নদী কোন নামে ভারতে প্রবেশ করেছে?
উত্তর:- দিহাং
49. কোন নদীটি মহারাষ্ট্র ও গুজরাটের ওপর
দিয়ে প্রবাহিত হয়েছে?
উত্তর:- তাপ্তী
- অমৃতসর ও সিমলা প্রায় একই অক্ষাংশে অবস্থিত হওয়ায় সত্ত্বেও তাদের মধ্যে জলবায়ু গত পার্থক্য লক্ষ্য করা যায় কেন?
উত্তর:- উচ্চতার পার্থক্যের জন্য
51. যোগ জলপ্রপাত ভারতের কোন রাজ্যে অবস্থিত?
উত্তর:- কর্নাটক
52. শিবসুন্দরম জলপ্রপাত কোন নদীর ওপর অবস্থিত?
উত্তর:- কাবেরি
53. ভাকরা নাঙ্গাল বহুমুখী নদী পরিকল্পনা ভারতের কোন রাজ্য গুলির সম্মিলিত প্রয়াস?
উত্তর:- পাঞ্জাব, হরিয়ানা ও রাজস্থান রাজ্য
54. ভারতের দ্বিতীয় বৃহত্তম নদী অববাহিকাটির নাম লেখো।
উত্তর:- গোদাবরী অববাহিকা
55. ভারতীয় উপদ্বীপের দ্বিতীয় বৃহত্তম নদী অববাহিকাটির নাম লেখো।
উত্তর:- কৃষ্ণা নদী
- রাজস্থানের সম্বর লেক কোন শহরের নিকটে অবস্থিত?
উত্তর:- জয়পুর
- উত্তর ভারতে খালের মাধ্যমে বেশি জলসেচ করার কারণ উল্লেখ করো?
উত্তর:- খাল গুলি নিত্যবহ নদী থেকে তৈরি
- জাপানে লৌহ আকরিক রপ্তানির জন্য ভারতের কোন বন্দরটিকে প্রস্তুত করা হয়েছে?
উত্তর:- পারাদ্বীপ
- ভারতের কোন বন্দরটি প্রথম বেসরকারী কোম্পানী দ্বারা পরিচালিত হয়ে থাকে?
উত্তর:- এন্নোর
- ভারতের বৃহত্তম জাহাজ নির্মান কেন্দ্রটি কোথায় অবস্থিত?
উত্তর:- বিশাখাপত্তনম
- ভারতের কোন বন্দরটি স্থলবেষ্ঠিত গভীরতম সংরক্ষিত বন্দর হিসেবে গড়ে উঠেছে?
উত্তর:- বিশাখাপত্তনম
- কাবেরী নদীর উৎপত্তি হয়েছে কোন রাজ্যে?
উত্তর:- কর্নাটক
- কোন নদীটি এলাহাবাদের নিকট গঙ্গার সাথে মিলিত হয়েছে?
উত্তর:- যমুনা
- নর্মদা নদীর উৎপত্তি হয়েছে কোন পর্বত থেকে?
উত্তর:- অমরকন্টক