সিন্ধু সভ্যতার গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর | Indus Civilization Questions Answers

সিন্ধু সভ্যতার গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর | Indus Civilization Questions Answers

সিন্ধু সভ্যতার গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর | Indus Civilization Questions Answers

  1. ইতিহাসের কোন সময়কালকে প্রাচীন প্রস্তর যুগ বলা হয়ে থাকে?

উত্তর:- আনুমানিক খ্রিস্টপূর্ব চার লক্ষ অব্দ থেকে খ্রিস্টপূর্ব দুই লক্ষ অব্দের মধ্যবর্তী সময়কালকে প্রাচীন প্রস্তর যুগ বলা হয়ে থাকে।

  1. ইতিহাসের কোন্ সময়কালকে মধ্য প্রস্তর যুগ বলা হয়ে থাকে?

উত্তর:- খ্রিস্টপূর্ব আট হাজার অব্দ থেকে খ্রিস্টপূর্ব চার হাজার অব্দ পর্যন্ত সময়কালকে মধ্য প্রস্তর যুগ বলা হয়ে থাকে।

  1. ইতিহাসের কোন্ সময়কালকে নব্য প্রস্তর যুগ বলা হয়ে থাকে?

উত্তর:- খ্রিস্টপূর্ব চার হাজার অব্দ থেকে খ্রিস্টপূর্ব তিন হাজার অব্দ পর্যন্ত সময়কালকে নব্য প্রস্তর যুগ বলা হয়ে থাকে।

  1. মেহেরগড় সভ্যতাকে কোন যুগের সভ্যতা বলে মনে করা হয়?

উত্তর:- মেহেরগড় সভ্যতা নতুন প্রস্তর যুগের সভ্যতা।

  1. মেহেরগড় সভ্যতার ভৌগােলিক অবস্থান লেখো?

উত্তর:- মেহেরগড়ের অবস্থান ছিল সিন্ধু ও বেলুচিস্তানের মধ্যবর্তী স্থানে।

  1. মেহেরগড় সভ্যতার আয়তন কত ছিল?

উত্তর:- মেহেরগড়ের আয়তন ছিল দৈর্ঘ্যে ২ কিমি ও প্রস্থে ১ কিমি।

  1. ভারতের সবচেয়ে প্রাচীনতম সভ্যতা কোনটি?

উত্তর:- ভারতের সবচেয়ে প্রাচীনতম সভ্যতা হলো মেহেরগড় সভ্যতা।

  1. কত সালে মেহেরগড় সভ্যতা আবিষ্কৃত হয়?

উত্তর:- ১৯৭৪ সালে মেহেরগড় সভ্যতা আবিষ্কৃত হয়।

  1. কারা মেহেরগড় সভ্যতা আবিষ্কার করেছিলেন?

উত্তর:- রিচার্ড মিভৌ ও জেন ফ্রাঁসােয়া জায়েজ মেহেরগড় সভ্যতা আবিষ্কার করেন।

  1. কোন সময় মেহেরগড় সভ্যতা কখন গড়ে উঠেছিল?

উত্তর:- আনুমানিক খ্রিঃপূঃ ৭০০০-৩২০০ অব্দের মধ্যবর্তী সময়কালে মেহেরগড় সভ্যতা গড়ে উঠেছিল।

  1. প্রথম তুলাের চাষ করা শুরু করেছিল কারা?

উত্তর:- মেহেরগড় সভ্যতার অধিবাসীরা মানুষেরা প্রথম তুলাের চাষ শুরু করেন।

  1. কোন সভ্যতার সমসাময়িক ছিল হরপ্পা সভ্যতা?

উত্তর:- হরপ্পা সভ্যতা মেসােপটেমিয়া এবং সুমেরীয় সভ্যতার সমসাময়িক।

  1. হরপ্পা সভ্যতা ইতিহাসের কোন যুগের সভ্যতা?

উত্তর:- হরপ্পা সভ্যতা তাম্র-প্রস্তর যুগের সভ্যতা।

  1. হরপ্পা সভ্যতার মানুষরা কোন ধাতুর ব্যবহার জানত না?

উত্তর:- হরপ্পা সভ্যতার মানুষরা লােহার ব্যবহার জানত না।

  1. হরপ্পা সভ্যতার মানুষদের কোন প্রাণীর ব্যবহার জানত?

উত্তর:- হরপ্পা সভ্যতার মানুষদের অশ্বের ব্যবহার জানত?

  1. ভারতের প্রাচীনতম লিপি কোনটি?

উত্তর:- ভারতের প্রাচীনতম লিপির নাম সিন্ধুলিপি।

  1. হরপ্পা সভ্যতার মানুষরা কোন্ পশুকে দেবতাজ্ঞানে পুজো করত?

উত্তর:- হরপ্পা সভ্যতার মানুষরা বড়াে কুঁজবিশিষ্ট ষাঁড়কে দেবতাজ্ঞানে পুজো করত।

  1. হরপ্পা সভ্যতা কোন সময়ে সম্পূর্ণরূপে ধ্বংসপ্রাপ্ত হয়েছিল?

উত্তর:- খ্রিস্টপূর্ব ১৫০০-১৪০০ অব্দের মধ্যে হরপ্পা সভ্যতা সম্পূর্ণরূপে ধ্বংসপ্রাপ্ত হয়েছিল।

  1. ‘মহেন-জো-দারাে’ কথার অর্থ উল্লেখ করো?

উত্তর:- মহেনজোদারাে কথার অর্থ ‘মৃতের স্তুপ’।

  1. হরপ্পা সভ্যতা কত সালে আবিষ্কৃত হয়েছিল?

উত্তর:- এই সভ্যতা ১৯২১ সালে আবিষ্কৃত হয়।