কুষান বংশ গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর PDF | Kushan Dynasty Question and Answer
১. কুষান বংশের প্রতিষ্ঠাতা কে?
উত্তর:- কুজুল কদফিসেস বা প্রথম কদফিসেস
২. কুজুল কদফিসেস -এর মৃত্যুর পর কুষান সাম্রাজ্যের সম্রাট কে হন?
উত্তর:- বিম কদফিসেস বা দ্বিতীয় কদফিসেস (কুজুল কদফিসেস)
৩. কুষান বংশের শ্রেষ্ঠ সম্রাটের নাম লেখো?
উত্তর:- সম্রাট কনিষ্ক
সম্রাট কনিষ্ক 76 খ্রীস্টাব্দে সিংহাসনে বসেন।
৪. শকাব্দের প্রচলন কে করে?
উত্তর:- সম্রাট কনিষ্ক
78 খ্রীস্টাব্দে সম্রাট কনিষ্ক ‘শকাব্দ’ নামের বর্ষগননা শুরু করে।
৫. দ্বিতীয় অশোক নামে কে পরিচিত?
উত্তর:- সম্রাট কনিষ্ক
৬. চতুর্থ বৌদ্ধ সঙ্গীতি কার আমলে হয়?
উত্তর:- কুষান সম্রাট কনিষ্কের আমলে।
৭. কনিষ্কের বিখ্যাত মস্তকহীন মূর্তিটি কোন স্থানে পাওয়া গিয়েছিল?
উত্তর:- মথুরাতে
৮. কুষান রাজাদের আমলে কোন শিল্পের বিকাশ ঘটে?
উত্তর:- গান্ধার শিল্পের
৯. কুষান সম্রাট কনিষ্কের রাজধানী ছিল কোথায়?
উত্তর:- পেশোয়া বা পুরুষপুরে
❏ মথুরাতে তার দ্বিতীয় রাজধানী ছিল।
১০. কুষান রাজবংশের শেষ সম্রাটের নাম উল্লেখ করো।
উত্তর:- বাসুদেব বা দ্বিতীয় বাসুদেব
১১. কোন কুষান সম্রাট ‘মহেশ্বর’ নামে পরিচিত ছিলেন?
উত্তর:- বিম কদফিসেস বা দ্বিতীয় কদফিসেস।
১২. প্রথম বৌদ্ধ সঙ্গীতি কার আমলে অনুষ্ঠিত হয়?
উত্তর:- অজাতশত্রুর আমলে (হর্ষাঙ্ক বংশের)
১৩. দ্বিতীয় বৌদ্ধ সঙ্গীতি কার আমলে অনুষ্ঠিত হয়?
উত্তর:- কালশোক-এর আমলে (শিশুনাগ বংশের)
১৪. তৃতীয় বৌদ্ধ সঙ্গীতি কার অনুষ্ঠিত হয়?
উত্তর:- মৌর্য সম্রাট অশোকের আমলে
১৫. ময়ূরের চিহ্নযুক্ত রৌপ্য মূদ্রা কে প্রচলন করে?
উত্তর:- দ্বিতীয় চন্দ্রগুপ্ত
১৬. গুপ্তাব্দ কোন সম্রাট প্রচলন করেছিল?
উত্তর:- প্রথম চন্দ্রগুপ্ত (চন্দ্রগুপ্ত মৌর্য)
১৭. শুঙ্গ বংশের প্রতিষ্ঠাতা কে ছিল?
উত্তর:- দেবভ্যুতি।
Click Here To Download PDF