List of the Lakes in India | ভারতের গুরুত্বপূর্ণ হ্রদ গুলির অবস্থান

Hello Students,


Wellcome to www.ajjkal.com চাকরির পরীক্ষার প্রস্তুতির সেরা ঠিকানা,  www.ajjkal.com আজ আমরা নিয়ে এসেছি List of the Lakes in India ভারতের গুরুত্বপূর্ণ হ্রদ গুলির অবস্থান. প্রতিবছর বিভিন্ন পরীক্ষার যেমন  CTET | WBTET | WBCS । MPTET | ATET| UPTET | Rajasthan PTET | TNTET | Karnataka TET | RTET | HTET| PSTET। BANK EXAM। ইত্যাদি পরীক্ষার বিভিন্ন প্রস্তুতি পত্র আপনাদের বিনামূল্যে দিয়ে এসেছি। তাই ajjkal.com আজ আপনাদের জন্য নিয়ে এসেছে List of the Lakes in India | ভারতের গুরুত্বপূর্ণ হ্রদ গুলির অবস্থান ||. নিচে  Solved Question Paper practice set টি যত্নসহকারে পড়ুন ও পরীক্ষার জন্য চূড়ান্তভাবে প্রস্তুত হয়ে যান। এই List of the Lakes in India | ভারতের গুরুত্বপূর্ণ হ্রদ গুলির অবস্থান || এটি সম্পূর্ণ বিনামূল্যে ডাউনলোড করতে এই পোস্টটির নীচে যান এবং ডাউনলোড করুন।

🔘 Join Our Telegram Chanel – Click Here 🔘[pdf টি সম্পূর্ণ বিনামূল্যে ডাউনলোড করতে নিচের লিঙ্কে Click করুন]

List of the Lakes in India | ভারতের গুরুত্বপূর্ণ হ্রদ গুলির অবস্থান

 1. ডাল লেক: – জম্মু ও কাশ্মীর
 2. উলার লেক: – জম্মু ও কাশ্মীর
 3. বারিনাগ হ্রদ: – জম্মু ও কাশ্মীর
 4. মানস বল হ্রদ: – জম্মু ও কাশ্মীর
 5. নাগিন হ্রদ: – জম্মু ও কাশ্মীর
 6. শেষনাগ হ্রদ: – জম্মু ও কাশ্মীর
 7. অনন্তনাগ হ্রদ: – জম্মু ও কাশ্মীর
 8. রাজসমন্দ হ্রদ: – রাজস্থান
 9. পিচোলা হ্রদ: – রাজস্থান
 10. সম্ভর হ্রদ: – রাজস্থান
 11. জয়সমন্দ হ্রদ: – রাজস্থান
 12. ফতেহসাগর হ্রদ: – রাজস্থান
 13. দিদওয়ানা হ্রদ: – রাজস্থান
 14. লুঙ্কারনসার হ্রদ: – রাজস্থান
 15. সাততাল হ্রদ: – উত্তরাখণ্ড
 16. নৈনিতাল হ্রদ: – উত্তরাখণ্ড
 17. রক্ষতাল হ্রদ: – উত্তরাখণ্ড
 18. মালতাল হ্রদ: – উত্তরাখণ্ড
 19. দেবতাল হ্রদ: – উত্তরাখণ্ড
 20. নৌকোচিয়াতাল হ্রদ: – উত্তরাখণ্ড
 21. খুরপতাল হ্রদ: – উত্তরাখণ্ড
 22. হুসেনসাগর হ্রদ: – অন্ধ্র প্রদেশ
 23. কলেরু হ্রদ: – অন্ধ্র প্রদেশ
 24. ভেম্বনাদ হ্রদ: – কেরালা
 25. অষ্টমুদি হ্রদ: – কেরালা
 26. পেরিয়ার লেক: – কেরালা
 27. লুনার হ্রদ: – মহারাষ্ট্র
 28. পুলিকট হ্রদ: – তামিলনাড়ু ও অন্ধ্র প্রদেশ
 29. লেকটাক হ্রদ: – মণিপুর
 30. চিলকা হ্রদ: – ওড়িশা

🔶 ভারত সম্পর্কে গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তরঃ-

❏ ভারতের আয়তন- 3,287,263 বর্গকিমি (বিশ্বের সপ্তম বৃহত্তম)।

❏ ভারতের অবস্থান- দক্ষিণ এশিয়া।

❏ ভারতের সীমানা- পশ্চিমে পাকিস্তান, উত্তর পূর্বে চীন, নেপাল এবং ভুটান, পূর্বে বাংলাদেশ এবং মায়ানমার।

❏ ভারতের দক্ষিণতম বিন্দু- কন্যাকুমারী (মূল ভুখন্ড), ইন্দিরা পয়েন্ট (গ্রেট নিকোবর দ্বীপ)।

❏ ভারতের উত্তরতম বিন্দু- ইন্দিরা কোল (সিয়াচেন হিমবাহ)।

❏ ভারতের সর্বোচ্চ শৃঙ্গ- কারাকোরাম বা কে ২ (যদিও রাজনৈতিক বিতর্ক বিদ্যমান ; অনেকের মতে ভারতের সর্বোচ্চ বিন্দু কাঞ্চনজঙ্ঘা)।

❏ ভারতের সর্বনিম্ন স্থান- কুট্টানাদ (Kuttanad), কেরালা।

❏ ভারতের দীর্ঘতম নদী- গঙ্গা।

❏ ভারতের দীর্ঘতম উপনদী- যমুনা নদী।

❏ ভারতের বৃহত্তম হ্রদ- উলার হ্রদ।

❏ ভারতের অন্তর্বাহিনী নদী – লুনী নদী।

❏ ভারতের মরুভূমি- থর মরুভূমি।

❏ ভারতের অক্ষাংশ -৮ ডিগ্রি ৪ মিনিট – ৩৭ ডিগ্রি ৬ মিনিট উত্তর অক্ষাংশ।

❏ ভারতের দ্রাঘিমাংশ- ৬৮ ডিগ্রি ৭ মিনিট থেকে ৯৭ ডিগ্রি ২৫ মিনিট পূর্ব অক্ষাংশ।

❏ ভারতের প্রামাণ্য সময়- জিএমটি + ৫.৩০ ঘন্টা।

❏ ভারতের আইনবিভাগ- দ্বিকক্ষবিশিষ্ট ;

❏ উচ্চকক্ষ- রাজ্যসভা,

❏ নিম্নকক্ষ- লোকসভা।

❏ ভারতের বিচারবিভাগ- সর্বোচ্চ আদালত সুপ্রিম কোর্ট।

❏ ভারতের সংবিধান- বিশ্বের বৃহত্তম লিখিত সংবিধান।

❏ ভারতের প্রশাসনিক বিভাগ- ২৮ টি রাজ্য এবং ৯ টি কেন্দ্রশাসিত অঞ্চল; দিল্লি হল ভারতের জাতীয় রাজধানী অঞ্চল।

❏ ভারতের রাজধানী- নতুন দিল্লি।

❏ ভারতের বৃহত্তম রাজ্য (আয়তনে) – রাজস্থান।

❏ ভারতের বৃহত্তম কেন্দ্রশাসিত অঞ্চল- আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ।

❏ রাষ্ট্রের প্রকৃতি- যুক্তরাষ্ট্রীয় সংসদীয় গণতন্ত্র।

❏ ভারতের ভারতের শাসনবিভাগের প্রধান- রাষ্ট্রপতি।

❏ ভারতের ভারতের ক্ষুদ্রতম রাজ্য- গোয়া।

❏ ভারতের ক্ষুদ্রতম কেন্দ্রশাসিত অঞ্চল- লাক্ষাদ্বীপ।

❏ ভারতের জনবহুল রাজ্য- উত্তর প্রদেশ।

❏ ভারতের জনবহুল কেন্দ্রশাসিত অঞ্চল- দিল্লি।

❏ ভারতের জনবিরল রাজ্য- সিকিম।

❏ ভারতের জনবিরল কেন্দ্রশাসিত অঞ্চল- লাক্ষাদ্বীপ।

❏ ভারতের সর্বাধিক জনঘনত্বপূর্ণ রাজ্য- বিহার।

❏ ভারতের সর্বাধিক জনঘনত্বপূর্ণ কেন্দ্রশাসিত অঞ্চল- দিল্লি।

❏ ভারতের সর্বনিম্ন জনঘনত্বপূর্ণ রাজ্য- অরুণাচল প্রদেশ।

❏ ভারতের সর্বনিম্ন জনঘনত্বপূর্ণ কেন্দ্রশাসিত অঞ্চল লাক্ষাদ্বীপ।

🔘 Join Our Telegram Chanel – Click Here 🔘-ঃআরও পড়ুনঃ–

🔵🔴 ভারতের বৃহত্তম, দীর্ঘতম ও উচ্চতম pdf- Click Here

🔵🔴 বিপরীত শব্দ pdf- Click Here

🔵🔴 কম্পিউটার ভিত্তিক প্রশ্নোত্তর pdf- Click Here

🔵🔴 পরিবেশ বিদ্যা প্রশ্নোত্তর pdf- Click Here

🔵🔴 বিভিন্ন ঘূর্ণিঝড়ের নাম ও নামকরণকারী দেশ pdf- Click Here

🔵🔴 সমোচ্চারিত শব্দ বা সমার্থক শব্দ pdf- Click Here

🔵🔴 বিভিন্ন আন্তর্জাতিক সংস্থার সদর দপ্তর pdf- Click Here

🔵🔴 বছরের কিছু গুরুত্বপূর্ণ দিন pdf- Click Here

🔵🔴 100+ সাধারণ জ্ঞান প্রশ্নোত্তর pdf- click Here

🔵🔴 ইতিহাস গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর pdf- click Here

🔵🔴 WBCS preliminary practice set pdf- Click Here

🔵🔴 বাংলা সাহিত্যের ইতিহাস প্রশ্নোত্তর pdf- Click Here

🔵🔴  ভূগোলের গুরুত্বপূর্ণ প্রশ্ন ও উত্তর – Click Here 

🔵🔴  দৈনিক ১০টি স্পেশাল MCQ – Click Here

Note: পোস্ট টি অবশ্যই আপনার বন্ধুদের সাথে ফেসবুক, হোয়াটসঅ্যাপ এ শেয়ার করুন।