সামুদ্রিক জ্বালানি | Marine Fuel




সামুদ্রিক জ্বালানি | Marine Fuel : Researchers claim that hydrogen fuel is possible not only from seawater but also from any type of water. It is possible to make hydrogen in this way at any time after this discovery. And since hydrogen is a highly combustible substance. So don’t save properly. If the fire explodes. The fear remains. Researchers claim that after this discovery, there will be no need to conserve hydrogen. 0 Note, carbon from petro products. Dioxide is formed, but hydrogen is released. Contaminants are not produced in the corners. Therefore, researchers think that hydrogen is a source of pollution-free energy.




সামুদ্রিক জ্বালানি | Marine Fuel

 সমুদ্রের নােনা জল থেকে হাইড্রোজেন জ্বালানি তৈরি করে তাক লাগিয়ে দিলেন, ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ টেকনােলজি (আইআইটি) মাদ্রাজের একদল গবেষক

তাদের দাবি, এই হাইড্রোজেন শক্তি  ব্যবহার করে যানবাহনও চালানাে যাবে। তাদের এই গবেষণাপত্র ‘এসিএসসাস্টেনেবল কেমিস্ট্রি অ্যান্ড ইঞ্জিনিয়ারিং শীর্ষক বিজ্ঞান জার্নালে প্রকাশিত।




গবেষকদের দাবি, শুধু সমুদ্রের নােনা জল থেকেই নয় যেকোনাে ধরনের জল থেকেই হাইড্রোজেন জ্বালানি সম্ভব। এই আবিষ্কারের পর যেকোনাে সময়ই এভাবে হাইড্রোজেন তৈরি করা সম্ভব ও হাইড্রোজেন যেহেতু অত্যন্ত দাহ্য পদার্থ। তাই ঠিকমতাে সংরক্ষণ না। করলে আগুন লেগে বিস্ফোরণের আশঙ্কা থেকে যায়। গবেষকদের দাবি, এই আবিষ্কারের পর আর হাইড্রোজেন সংরক্ষণ করে রাখার প্রয়ােজন পড়বে না।

উল্লেখ্য, পেট্রো পণ্য থেকে কার্বন। ডাই – অক্সাইড তৈরি হলেও হাইড্রোজেনকে পােড়ালে। কোনাে দূষিত পদার্থ তৈরি হয় না। তাই হাইড্রোজেনকে দূষণহীন শক্তির উৎস বলে মনে করছেন গবেষকরা।