মাইকেল জ্যাকসন | Michael Jackson

The death of Michael Jackson has cast a shadow over the world. US President Barack Obama, former US President George W. Bush, British Prime Minister Gordon Brown, Queen Elizabeth, French President Nicolas Sarkozy, | Many world celebrities, including the Prime Minister of Australia Kevin Rudd, have expressed deep shock.




Michael Jackson was born on August 29, 1956. Michael was the seventh of nine children in the Jackson family. Although he did not spend his childhood happily, he showed his musical talent in his childhood. The Jackson Five band made its debut with that talent. At the age of 11, he signed a contract with a record company. At that time, his song ‘I Want You Back’ became a super hit.

মাইকেল জ্যাকসন | Michael Jackson

মাইকেল জ্যাকসন আজ আর নেই। ২৬ জুন পপসঙ্গীত জগতের সম্রাট মাইকেল জ্যাকসন প্রয়াত হয়। মাত্র ৫০ বছর বয়সে লস অ্যাঞ্জেলেসের উকলা হাসপাতালে মারা গেলেন তিনি। হাসপাতাল সূত্রে বলা হয়েছে, সঙ্কটজনক অবস্থায় জ্যাকসনকে হাসপাতালে নিয়ে আসা হয়। চিকিৎসকেরা জরুরি ভিত্তিতে চিকিৎসা শুরু করার আগেই মৃত্যু হয় পপ সম্রাটের।




মাইকেল জ্যাকসনের মৃত্যুতে গােটা বিশ্বে শােকের ছায়া নেমেএসেছে। মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা, প্রাক্তন মার্কিন প্রেসিডেন্ট জর্জ বুশ, ব্রিটেনের প্রধানমন্ত্রী গর্ডন ব্রাউন, রানি এলিজাবেথ, ফ্রান্সের প্রেসিডেন্ট নিকোলাস সারকোজি অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী কেভিন রুড সহ বিশ্বের বহু বিখ্যাত  ব্যক্তিত্ব গভীর শােক প্রকাশ করেছেন।

 মাইকেল জ্যাকসনের জন্ম ১৯৫৮ সালের ২৯ আগস্ট। জ্যাকসন পরিবারের ৯ ছেলেমেয়ের মধ্যে মাইকেল ছিলেন সপ্তম। তার শৈশবের দিনগুলি সুখে না কাটলেও ছেলেবেলাতেই সঙ্গীত প্রতিভার পরিচয় দিয়েছিলেন তিনি। সেই প্রতিভার সূত্র ধরেই আত্মপ্রকাশ ঘটে জ্যাকসন ফাইভ ব্যান্ডের। মাত্র ১১ বছর বয়সে রেকর্ড সংস্থার সঙ্গে তার চুক্তি হয়। ওই সময়েই তার লেখা ও গাওয়া গান ‘আই ওয়ান্ট ইউ ব্যাক’ সুপারহিট হয়।