হঁদুর – হরিণ | Mouse Deer

হঁদুর – হরিণ | Mouse Deer: This creature appeared after about 30 years. The last time a deer was seen was in 1990. Mouse deer first met in Vietnam. For the first time in 1910 From Ha Chi Minh City, 450 Kilometers away meet near Neh Trang. It has not been seen since 1990. These animals are thought to be on the verge of extinction due to poachers. But Vietnam’s two The zoologist continued to search for the mouse deer. That is why 30 mashaan-active cameras are installed in the forest. That is why the picture of this mouse deer was caught.




হঁদুর – হরিণ | Mouse Deer

এক বিরল প্রজাতির ছােট হরিণের মতাে প্রাণীর দেখা মিলল ভিয়েতনামের উত্তর – পশ্চিম দিকের বনাঞ্চলে।

এটি দেখতে অনেকটা  হরিণের মতাে হলেও ঠিক হরিণ নয়। আবার খরগােশের আকারের এই প্রাণী দেখতে কিছুটা ইদুরের মতােও। ছােট ও অদ্ভুত এই প্রাণীকে ডাকা হয় ‘ইঁদুর – হরিণ’ নামে।




প্রায় ৩০ বছর পর দেখা দিল এই প্রাণীর। ১৯৯০ সালে শেষবার ‘হঁদুর – হরিণ’ দেখা যায়। মাউস ডিয়ার প্রথম দেখা মেলে ভিয়েতনামে। ১৯১০ সালে প্রথম বার হাে চি মিন সিটি থেকে, ৪৫০ কিলােমিটার দূরে নেহ ট্র্যাংয়ের কাছে  দেখা মেলে। ১৯৯০ সালের পর এর  আর দেখা মেলেনি। চোরা  শিকারীদের কারণেই এই প্রাণী বিলুপ্তির পথে চলে যায় বলে মনে  করা হয়। তবে ভিয়েতনামের দুই প্রাণী বিজ্ঞানী এই মাউস ডিয়ারের সন্ধান চালিয়ে যাচ্ছিলেন। সেকারণে জঙ্গলে ৩০টি মােশান – অ্যাক্টিভ  ক্যামেরা বসানাে হয় । তাতেই ধরা পড়ে এই মাউস ডিয়ারের ছবি।