Primary Teacher Recruitment Criteria : DEd ও D.El.Ed করলে হওয়া যাবে প্রাথমিক শিক্ষক, শুধু B.ED ডিগ্রিতে মিলবে না চাকরি

Primary Teacher Recruitment Criteria : DEd ও D.El.Ed করলে হওয়া যাবে প্রাথমিক শিক্ষক, শুধু B.ED ডিগ্রিতে মিলবে না চাকরি

Primary Teacher Recruitment Criteria:
পশ্চিমবঙ্গ প্রাইমারি বোর্ডের তরফে ২০২২ সালে যে প্রাথমিক টেট পরীক্ষা সংগঠিত হয়েছিল, তাতে প্রচুর পরিমানে বিএড ডিগ্রিধারী প্রার্থী পরীক্ষা দিয়েছিলেন। তাদের মধ্যে বহু পরীক্ষার্থী উত্তীর্ণ হয়েছেন।

তাদের নিয়োগ প্রক্রিয়া সম্পূর্ণ হয়নি। আর এরই মধ্যে ভারতের শীর্ষ আদালত সুপ্রিম কোর্ট তার ঐতিহাসিক রায় জানিয়ে দিল। বিএড প্রশিক্ষিতরা প্রাথমিক শিক্ষক নিয়োগের মামলায় অংশগ্রহণ করতে পারবেন না।

বিএড প্রশিক্ষিতরা প্রাথমিক শিক্ষক নিয়োগ প্রক্রিয়ায়তেও অংশগ্রহণ করতে পারবেন না। শুধুমাত্র ডিএড বা ডিএলএড ডিগ্রিধারীরা প্রাথমিক শিক্ষক নিয়োগ প্রক্রিয়ায় অংশগ্রহণের সুযোগ পাবেন।

এমনটাই নির্দেশ দিল সুপ্রিম কোর্ট। অর্থাৎ এটা স্পষ্ট হয়ে গেল, কোনও চাকরিপ্রার্থী যদি শুধু বিএড করেন, তাহলে তিনি প্রাথমিক শিক্ষক নিয়োগ প্রক্রিয়ায় অংশগ্রহণ করতে পারবেন না।

তিনি হতে পারবেন না প্রাথমিক শিক্ষক। ডিএড বা ডিএলএড ডিগ্রি থাকলে তবেই প্রাথমিক শিক্ষকের নিয়োগ প্রক্রিয়ায় অংশগ্রহণের সুযোগ পাবেন। ২০২২ সালে টেট পরীক্ষায় যে সমস্ত বিএড প্রশিক্ষিত প্রার্থীরা উত্তীর্ণ হয়ে ইন্টারভিউয়ের জন্য অপেক্ষা করছেন। সেই পরিস্থিতিতে তাঁদের ভবিষ্যৎ নিয়ে রিতীমত ধোঁয়াশা তৈরি হয়েছে।

সুপ্রিম কোর্টের বিচারপতি সঞ্জয় কিষান ও বিচারপতি সুধাংশু ধুলিয়ার ডিভিশন বেঞ্চ জানিয়েছে, প্রাথমিক স্তরে পড়ানোর জন্য ডিএড বা ডিএলএড ডিগ্রিধারীরা বিশেষভাবে প্রশিক্ষিত। সেজন্য প্রাথমিক শিক্ষক নিয়োগ প্রক্রিয়ায় শুধুমাত্র তাঁদেরই বিবেচনা করা উচিত।

আর যে প্রার্থীরা বিএডে উত্তীর্ণ হয়েছেন, তাঁরা প্রাথমিক শিক্ষক নিয়োগ প্রক্রিয়ায় অংশগ্রহণের সুযোগ পাবেন না। তাঁরা শুধুমাত্র মাধ্যমিক এবং উচ্চমাধ্যমিক স্তরে শিক্ষক নিয়োগ প্রক্রিয়ায় অংশগ্রহণ করতে পারবেন বলে নির্দেশ দিয়েছে শীর্ষ আদালতের ডিভিশনের বেঞ্চ। এই নির্দেশ পুরো দেশে কার্যকর হবে বলে জানানো হয়েছে।

এমনিতেই নিয়োগ দুর্নীতিতে জর্জরিত পশ্চিমবঙ্গে চাকরির জন্য অপেক্ষা করে আছেন টেট উত্তীর্ণ বিএড প্রার্থীরা। যাঁরা শিক্ষক হওয়ার স্বপ্ন দেখেছিলেন। কিন্তু এবার সুপ্রিম কোর্টের নির্দেশের পর তাঁরা ধোঁয়াশায় পড়ে গিয়েছেন। তেমনই একজন বলেন, ‘(আমাদের আমলে) একটাই টেট হল, ইন্টারভিউয়ের জন্য অপেক্ষা করছিলাম, তারপর হঠাৎ..।’ 

যদিও এবিষয়টি নিয়ে এখনও পশ্চিমবঙ্গের প্রাথমিক শিক্ষা পর্ষদের তরফে কোনও মন্তব্য করা হয়নি। যে সমস্ত বিএড উত্তীর্ণরা ইতিমধ্যে টেট দিয়ে নিয়োগ প্রক্রিয়ায় অংশগ্রহণ করেছেন, তাঁদের কী হবে, সে বিষয়েও আপাতত কিছু জানানো হয়নি প্রাথমিক শিক্ষা পর্ষদ তরফে।