ফুড সাব ইন্সপেক্টর মকটেস্ট | PSC Food SI GK Questions Answer in Bengali
1. কোন বছর জাতীয় কংগ্রেস “পূর্ণ স্বরাজ” এর দাবি জানিয়েছিল?
উত্তর:- 1929
2. মাদার টেরেজা কত সালে নোবেল শান্তি পুরস্কার জেতেন?
উত্তর:- 1979 সালে।
3. ভারতের সর্বোচ্চ জনঘনত্ব বিশিষ্ট রাজ্যটি কোনটি?
উত্তর:- বিহার
4. কোন দেশকে ইউরোপের ককপিট বলা হয়?
উত্তর:- বেলজিয়াম
5. “রাজাজি” কোন বিখ্যাত ব্যক্তির ডাকনাম ছিল?
উত্তর:- চক্রবর্তী রাজাগোপালাচারি
6. ভারতীয় জাতীয় কংগ্রেস কত সালে গঠিত হয়েছিল?
উত্তর:- 1885 সালে
7. ফিলিপস সংস্থাটির মুখ্য কার্যালয় কোথায় অবস্থিত?
উত্তর:- নেদারল্যান্ডস
8. মাইক্রোম্যাক্স সংস্থাটির সদর দপ্তর কোন দেশে অবস্থিত?
উত্তর:- ভারত
9. ভারতের সাক্ষরতা অভিযানটি কোনটির সাথে সম্পর্কিত?
উত্তর:- ব্ল্যাকবোর্ড
10. কংগ্রেসের কোন অধিবেশনে পূর্ণ স্বাধীনতার দাবি প্রথম উত্থাপিত হয়?
উত্তর:- লাহোর
11. সাতবাহন বংশের প্রতিষ্ঠাতা কে ছিলেন?
উত্তর:- সিমুক
12. কোন সময়কালকে জাতীয় কংগ্রেসের নরমপন্থী পর্ব বলা হয়?
উত্তর:- 1885-1905 সাল
13. ডান্ডিঅভিযান শুরু হয় কবে?
উত্তর:- মার্চ ,1930 সালে।
14. জাতীয় কংগ্রেসের প্রথম অধিবেশন কোথায় হয়েছিল?
উত্তর:- বোম্বে
15. ভারতের প্রথম মহিলা লোকসভার অধ্যক্ষ কে ছিলেন?
উত্তর:- মীরা কুমার
16. বাষ্প মোচনের হার কিসের সাহায্যে নির্ণয় করা হয়ে থাকে?
উত্তর:- গ্যানং-এর পোটমিটার
17. চৌরিচৌরার ঘটনার পর কোন আন্দোলন প্রত্যাহার করা হয়েছিল?
উত্তর:- অসহযোগ
18. গ্রীন পার্ক স্টেডিয়াম কোথায় অবস্থিত?
উত্তর:- কানপুর
19. ভারতের পক্ষীমানব নামে কে পরিচিত ছিলেন?
উত্তর:- সেলিম আলী
20. ভারতের পিটসবার্গ বলা হয় কোন স্থানকে?
উত্তর:- জামশেদপুর।