WBPSC মিসলেনিয়াস প্রশ্নোত্তর | PSC Miscellaneous GK Mocktest
1. জটায়ু চরিত্রটির স্রষ্টা কে?
উত্তর:- সত্যজিৎ রায়
2. কোনটি ছাড়া রাজনৈতিক ন্যায় বিচার প্রায় অসম্ভব-
উত্তর:- অর্থনৈতিক ন্যায়
3. “হোলকার ট্রফি” কোন খেলার সঙ্গে জড়িত?
উত্তর:- তাস
4. “ফাদার অফ আয়ুর্বেদা” কাকে বলা হয়?
উত্তর:- চড়ক
5. উদ্ভিদের ক্লোরোফিলের অভাবজনিত কারণে কোন রোগ?
উত্তর:- ক্লোরোসিস
6. তেভাগা আন্দোলন কত সালে সংঘটিত হয়েছিল?
উত্তর:- 1946
7. কোন রাজবংশ প্রথম পৌরসভা চালু করেছিল?
উত্তর:- মৌর্য বংশ
8. ভারতের বৃহত্তম প্রতিবেশী দেশ কোনটি?
উত্তর:- চীন
9. রুদ্রসাগর হ্রদ কোন রাজ্যের মধ্যে অবস্থিত?
উত্তর:- ত্রিপুরা
10. মেরু অঞ্চলে বরফ গলনের কারণ কী কী?
উত্তর:- গ্ৰিন হাউসের প্রভাব ও ভূ-উষ্ণায়ন
11. কমপক্ষে কত বছর ভারতে থাকলে কোন ব্যক্তি এই দেশের নাগরিকত্ব দাবী করতে পারে?
উত্তর:- ৫ বছর
12. বাংলার প্রথম স্বাধীন নবাব কে ছিলেন?
উত্তর:- মুর্শিদকুলি খাঁ
13. মাউন্ট আবু জৈন মন্দির কোন রাজ্যের মধ্যে অবস্থিত?
উত্তর:- রাজস্থান
14. দ্বিতীয় বিশ্বযুদ্ধ শুরু হয়েছিল কত সালে?
উত্তর:- 1939 সালে
15. ভারতের স্থল, নৌ, বিমান বাহিনীর প্রধান কাকে বলা হয়?
উত্তর:- রাষ্ট্রপতি
16. রাজ্যপাল হতে গেলে ন্যূনতম বয়স হতে হবে কত?
উত্তর:- ৩৫
17. বাংলাদেশের একটি সমুদ্র বন্দরের নাম উল্লেখ করো?
উত্তর:- কক্সবাজার
18. কোন প্রাণীকে মরুভূমির জাহাজ বলা হয়?
উত্তর:- উট
19. একটি ভেক্টর রাশির নাম উল্লেখ করো?
উত্তর:- ত্বরণ
20. হাইকোর্টের বিচারপতিদের মনোনীত করেন কে?
উত্তর:- রাষ্ট্রপতি।