স্যার আইজ্যাক নিউটন সম্পর্কে গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর PDF | Sir Isaac Newton Questions Answers

স্যার আইজ্যাক নিউটন সম্পর্কে গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর PDF | Sir Isaac Newton Questions Answers

স্যার আইজ্যাক নিউটন সম্পর্কে গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর PDF | Sir Isaac Newton Questions Answers

  1. বিজ্ঞানের আশ্চর্য প্রতিভাবান নিউটন ছােটবেলায় কার কাছে মানুষ হয়েছিল?

উত্তরঃ- ঠাকুরমার কাছে।

  1. নিউটনের বারাে বছর বয়সে ঠাকুরমা নিউটনকে কোথায় পাঠিয়েছিল?

উত্তরঃ- গ্রানথাম শহরে মিঃ ক্লার্কের বড়িতে।

  1. মিঃ ক্লার্ক কোন ব্যবসা করতেন?

উত্তরঃ- ওষুধ তৈরির ব্যবসা।

  1. নিউটনের বিজ্ঞানী জীবনের ভিত কোথায় তৈরি হয়েছিল?

উত্তরঃ- মিঃ ক্লার্কের বাড়িতে।

  1. বালক নিউটন ক্লার্কের বাড়ির চিলেকোঠায় বসে কী কী বানিয়ে ছিলেন?

উত্তরঃ- বাতাসি কলযন্ত্রের গাড়ি, জলঘড়ির নানা মডেল প্রভৃতি বানিয়ে ছিল।

  1. নিউটন মিঃ ক্লার্কের বাড়িতে প্রায় কত বছর ছিলেন?

উত্তরঃ- প্রায় ৪ বছর।

  1. পারিবারিক কারণে বাড়িতে ফিরে এসে তিনি মায়ের কাছে কোন ক্ষেত্রে বেশি আগ্রহ প্রকাশ করেন?

উত্তরঃ- পড়াশােনার আগ্রহ, কলেজে পড়ার আগ্রহ।

  1. লেখাপড়ায় ছেলের আগ্রহ দেখে মা তাকে কোথায় ভর্তি করেছিলেন?

উত্তরঃ- ট্রিনিটি কলেজে।

  1. ট্রিনিটি কলেজে কার সুপারিশে কলেজ কর্তৃপক্ষ নিউটনকে অঙ্কে ছাত্রবৃত্তি পড়ার সুযােগ দিয়েছিল?

উত্তরঃ- অঙ্কের অধ্যাপক আইজ্যাক ব্যারাের সুপারিশে।

  1. কলেজে পড়াকালীন কার প্রেরণায় তার বিজ্ঞান প্রতিভার উন্মেষ ঘটে?

উত্তরঃ- অধ্যাপক আইজ্যাক ব্যারাের প্রেরণায়।

  1. তিনি বৃত্তি পেয়েছিলেন কবে?

উত্তরঃ- ১৬৬৪ সালে।

  1. তার বৃত্তি পাওয়ার বছরে সমগ্র ইংল্যান্ড জুড়ে প্লেগ রোগের প্রকোপ দেখা দিলে তিনি কোথায় ফিরে আসেন?

উত্তরঃ- নিজেদের খামার বাড়ি উলসথরপে।

  1. বাড়িতে ফিরে জমিদারি দেখাশােনার পাশাপাশি তিনি আর কী কাজ করতেন?

উত্তরঃ- বৈজ্ঞানিক গবেষণার কাজ।

  1. ইংলন্ড থেকে ফিরে এসে তিনি প্রায় কতদিন উলসথরপের বাড়িতে ছিলেন ?

উত্তরঃ- প্রায় দেড় বছর।

  1. ইংলন্ড থেকে ফিরে এসে তিনি কটি বৈজ্ঞানিক আবিষ্কারের কাজ সম্পূর্ণ করেছিলেন?

উত্তরঃ- তিনটি।

  1. তার আবিষ্কার তিনটির নাম কী কী?

উত্তরঃ- বাইনােমিয়াল থিয়ােরেম, ডিফারেনশিয়াল ক্যালকুলাস ও ইনটিগ্রাল ক্যালকুলাস।

  1. দেড় বছর পর আবার কেমব্রিজে ফিরে এলে কোন উদ্ভাবক হিসাবে বিজ্ঞানী মহল তাকে স্বীকৃতি জানিয়েছিল?

উত্তরঃ- প্রভেদক গণনা গণিতের উদ্ভাবক হিসাবে।

  1. সেই সময় জ্যোতির্বিজ্ঞানীরা গ্রহদের বিষয়ে কোন গুরুত্বপূর্ণ সত্য জানতেন না?

উত্তরঃ- গ্রহরা নিজ নিজ কক্ষপথে কার প্রভাবে নিয়মিত আবর্তিত হয়ে চলেছে।

  1. নিউটন তার আবিষ্কৃত সূত্রের নাম কী দিয়েছিলেন?

উত্তরঃ- মাধ্যাকর্ষণ শক্তি।

  1. ১৬৬৫-৬৬ সালে তিনি কী আবিষ্কার করেছিলেন?

উত্তরঃ- আলাের প্রতিসরণ সূত্র বা Law of Refraction of Light.

  1. তিনি কী নাড়াচাড়া করে দূরবীনের কোন মারাত্মক ত্রুটি আবিষ্কার করেছিলেন?

উত্তরঃ- প্রিজম ও লেন্স নাড়াচাড়া করে।

  1. দূরবীনের কোন মারাত্মক ত্রুটি তিনি আবিষ্কার করেছিলেন?

উত্তরঃ- দূরবীনের লেন্সে সৌরজগতের যে ছবি দেখা যেত, তাতে থাকত বর্ণময় রেখার বর্ণমালা। আর এর ফলে গ্রহ-নক্ষত্রের সঠিক অবস্থান নির্ণয়ের ক্ষেত্রে বড় রকমের বাধার সম্মুখীন হত।

  1. দূরবীনের এই বর্ণঘটিত বিভ্রাটকে কী নামে পরিচিত?

উত্তরঃ- বর্ণঘটিত স্থানচ্যুতি বা Chromatic Aberration.

  1. সেই সময়ের আলােকবিজ্ঞানীরা দূরবীনের এই ত্রুটি সম্পর্কে কী ভাবতেন?

উত্তরঃ- তারা মনে করতেন দূরবীনের এই ত্রুটি হলী প্রকৃতিগত অর্থাৎ ন্যাচারাল ফ্লো—এই ত্রুটিমুক্ত দূরবীন তৈরি করা অসম্ভব।

  1. নিউটন যে বর্ণবিভ্রাট মুক্ত দূরবীন তৈরি করেছিল তাতে ত্রুটির মাত্রা ছিল কেমন?

উত্তরঃ- অতি সামান্য।

  1. পরবর্তীকালে কোন বিজ্ঞানী নিউটনের অনুসরণে সম্পূর্ণ ত্রুটিমুক্ত দূরবীন তৈরি করে ছিলেন?

উত্তরঃ- আলােকবিজ্ঞানী জন ডােনাল্ড।

  1. রয়াল সােসাইটির সদস্য নির্বাচিত হওয়ার পর নিউটন উপহার স্বরূপ রয়াল সােসাইটিতে কী প্রদান করেন?

উত্তরঃ- নিজের বর্ণঘটিত ত্রুটিমুক্ত দূরবীনটি।

  1. তিনি কবে কেমব্রিজের ট্রিনিটি কলেজে অঙ্কের অধ্যাপক পদে নিযুক্ত হয়েছিলেন?

উত্তরঃ- ১৬৬৭ সালে।

  1. তিনি কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ে প্রায় কত বছর অধ্যাপনার কাজে নিযুক্ত ছিলেন?

উত্তরঃ- দীর্ঘ কুড়ি বছর।

  1. ১৬৮৪ সালে কোন তরুণ সৌরবিজ্ঞানী কেমব্রিজে এসে তার সাথে সাক্ষাৎ করেছিলেন?

উত্তরঃ- এডমুন্ড হ্যালি

  1. এডমুন্ড হ্যালির অনুরােধে নিউটন টানা দুবছর কোঠর পরিশ্রম করে বিশ্ববিজ্ঞানের এক অমূল্য সম্পদ তার কোন গবেষণা প্রবন্ধটি রচনা করেন?

উত্তরঃ- “Mathematical Principle of Natural Philosophy”.

  1. উক্ত বইটির সংক্ষিপ্ত নাম উল্লেখ করো?

উত্তরঃ- প্রিন্সিপিয়া

  1. “প্রিন্সিপিয়া” বইটি প্রকাশের পর প্রচুর প্রশংসা, সাধুবাদ আর অপ্রতিহত খ্যাতির সঙ্গে কারা নিউটনকে সদস্যপদে বরণ করে নিয়েছিল?

উত্তরঃ- ১৬৮৯ সালে ইংলন্ডের পার্লামেন্ট তাকে সদস্য পদে বরণ করে নিয়েছিল এবং কেমব্রিজের বিজ্ঞান বিভাগ পরিচালনার সর্বময় দায়িত্ব তার হাতে অর্পণ করা হয়।

  1. ১৭০১ সালে তিনি কোন গৌরবময় পদের আসন অলংকরণ করেছিলেন?

উত্তরঃ- দেশের সমস্ত টাকশালের অধ্যক্ষদ।

  1. তিনি কত সালে রয়াল সােসাইটির সভাপতির পদ গ্রহণ করেছিলেন?

উত্তরঃ- ১৭০৩ সালে।

  1. ১৭০৫ সালে বিজ্ঞানীদের মধ্যে তিনিই প্রথম কোন বিরল সম্মানের অধিকারী হয়েছিলেন?

উত্তরঃ- মহারানী অ্যান তাঁকে নাইট উপাধিতে সম্মানিত করেছিলেন।

  1. বিশ্ববিজ্ঞানের পুরােধা পুরু স্যার আইজ্যাক নিউটন কত সালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন?

উত্তরঃ- ১৭২৭ সালে।

Click Here To Download PDF