স্যার আইজ্যাক নিউটন সম্পর্কে গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর PDF | Sir Isaac Newton Questions Answers
- বিজ্ঞানের আশ্চর্য প্রতিভাবান নিউটন ছােটবেলায় কার কাছে মানুষ হয়েছিল?
উত্তরঃ- ঠাকুরমার কাছে।
- নিউটনের বারাে বছর বয়সে ঠাকুরমা নিউটনকে কোথায় পাঠিয়েছিল?
উত্তরঃ- গ্রানথাম শহরে মিঃ ক্লার্কের বড়িতে।
- মিঃ ক্লার্ক কোন ব্যবসা করতেন?
উত্তরঃ- ওষুধ তৈরির ব্যবসা।
- নিউটনের বিজ্ঞানী জীবনের ভিত কোথায় তৈরি হয়েছিল?
উত্তরঃ- মিঃ ক্লার্কের বাড়িতে।
- বালক নিউটন ক্লার্কের বাড়ির চিলেকোঠায় বসে কী কী বানিয়ে ছিলেন?
উত্তরঃ- বাতাসি কলযন্ত্রের গাড়ি, জলঘড়ির নানা মডেল প্রভৃতি বানিয়ে ছিল।
- নিউটন মিঃ ক্লার্কের বাড়িতে প্রায় কত বছর ছিলেন?
উত্তরঃ- প্রায় ৪ বছর।
- পারিবারিক কারণে বাড়িতে ফিরে এসে তিনি মায়ের কাছে কোন ক্ষেত্রে বেশি আগ্রহ প্রকাশ করেন?
উত্তরঃ- পড়াশােনার আগ্রহ, কলেজে পড়ার আগ্রহ।
- লেখাপড়ায় ছেলের আগ্রহ দেখে মা তাকে কোথায় ভর্তি করেছিলেন?
উত্তরঃ- ট্রিনিটি কলেজে।
- ট্রিনিটি কলেজে কার সুপারিশে কলেজ কর্তৃপক্ষ নিউটনকে অঙ্কে ছাত্রবৃত্তি পড়ার সুযােগ দিয়েছিল?
উত্তরঃ- অঙ্কের অধ্যাপক আইজ্যাক ব্যারাের সুপারিশে।
- কলেজে পড়াকালীন কার প্রেরণায় তার বিজ্ঞান প্রতিভার উন্মেষ ঘটে?
উত্তরঃ- অধ্যাপক আইজ্যাক ব্যারাের প্রেরণায়।
- তিনি বৃত্তি পেয়েছিলেন কবে?
উত্তরঃ- ১৬৬৪ সালে।
- তার বৃত্তি পাওয়ার বছরে সমগ্র ইংল্যান্ড জুড়ে প্লেগ রোগের প্রকোপ দেখা দিলে তিনি কোথায় ফিরে আসেন?
উত্তরঃ- নিজেদের খামার বাড়ি উলসথরপে।
- বাড়িতে ফিরে জমিদারি দেখাশােনার পাশাপাশি তিনি আর কী কাজ করতেন?
উত্তরঃ- বৈজ্ঞানিক গবেষণার কাজ।
- ইংলন্ড থেকে ফিরে এসে তিনি প্রায় কতদিন উলসথরপের বাড়িতে ছিলেন ?
উত্তরঃ- প্রায় দেড় বছর।
- ইংলন্ড থেকে ফিরে এসে তিনি কটি বৈজ্ঞানিক আবিষ্কারের কাজ সম্পূর্ণ করেছিলেন?
উত্তরঃ- তিনটি।
- তার আবিষ্কার তিনটির নাম কী কী?
উত্তরঃ- বাইনােমিয়াল থিয়ােরেম, ডিফারেনশিয়াল ক্যালকুলাস ও ইনটিগ্রাল ক্যালকুলাস।
- দেড় বছর পর আবার কেমব্রিজে ফিরে এলে কোন উদ্ভাবক হিসাবে বিজ্ঞানী মহল তাকে স্বীকৃতি জানিয়েছিল?
উত্তরঃ- প্রভেদক গণনা গণিতের উদ্ভাবক হিসাবে।
- সেই সময় জ্যোতির্বিজ্ঞানীরা গ্রহদের বিষয়ে কোন গুরুত্বপূর্ণ সত্য জানতেন না?
উত্তরঃ- গ্রহরা নিজ নিজ কক্ষপথে কার প্রভাবে নিয়মিত আবর্তিত হয়ে চলেছে।
- নিউটন তার আবিষ্কৃত সূত্রের নাম কী দিয়েছিলেন?
উত্তরঃ- মাধ্যাকর্ষণ শক্তি।
- ১৬৬৫-৬৬ সালে তিনি কী আবিষ্কার করেছিলেন?
উত্তরঃ- আলাের প্রতিসরণ সূত্র বা Law of Refraction of Light.
- তিনি কী নাড়াচাড়া করে দূরবীনের কোন মারাত্মক ত্রুটি আবিষ্কার করেছিলেন?
উত্তরঃ- প্রিজম ও লেন্স নাড়াচাড়া করে।
- দূরবীনের কোন মারাত্মক ত্রুটি তিনি আবিষ্কার করেছিলেন?
উত্তরঃ- দূরবীনের লেন্সে সৌরজগতের যে ছবি দেখা যেত, তাতে থাকত বর্ণময় রেখার বর্ণমালা। আর এর ফলে গ্রহ-নক্ষত্রের সঠিক অবস্থান নির্ণয়ের ক্ষেত্রে বড় রকমের বাধার সম্মুখীন হত।
- দূরবীনের এই বর্ণঘটিত বিভ্রাটকে কী নামে পরিচিত?
উত্তরঃ- বর্ণঘটিত স্থানচ্যুতি বা Chromatic Aberration.
- সেই সময়ের আলােকবিজ্ঞানীরা দূরবীনের এই ত্রুটি সম্পর্কে কী ভাবতেন?
উত্তরঃ- তারা মনে করতেন দূরবীনের এই ত্রুটি হলী প্রকৃতিগত অর্থাৎ ন্যাচারাল ফ্লো—এই ত্রুটিমুক্ত দূরবীন তৈরি করা অসম্ভব।
- নিউটন যে বর্ণবিভ্রাট মুক্ত দূরবীন তৈরি করেছিল তাতে ত্রুটির মাত্রা ছিল কেমন?
উত্তরঃ- অতি সামান্য।
- পরবর্তীকালে কোন বিজ্ঞানী নিউটনের অনুসরণে সম্পূর্ণ ত্রুটিমুক্ত দূরবীন তৈরি করে ছিলেন?
উত্তরঃ- আলােকবিজ্ঞানী জন ডােনাল্ড।
- রয়াল সােসাইটির সদস্য নির্বাচিত হওয়ার পর নিউটন উপহার স্বরূপ রয়াল সােসাইটিতে কী প্রদান করেন?
উত্তরঃ- নিজের বর্ণঘটিত ত্রুটিমুক্ত দূরবীনটি।
- তিনি কবে কেমব্রিজের ট্রিনিটি কলেজে অঙ্কের অধ্যাপক পদে নিযুক্ত হয়েছিলেন?
উত্তরঃ- ১৬৬৭ সালে।
- তিনি কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ে প্রায় কত বছর অধ্যাপনার কাজে নিযুক্ত ছিলেন?
উত্তরঃ- দীর্ঘ কুড়ি বছর।
- ১৬৮৪ সালে কোন তরুণ সৌরবিজ্ঞানী কেমব্রিজে এসে তার সাথে সাক্ষাৎ করেছিলেন?
উত্তরঃ- এডমুন্ড হ্যালি
- এডমুন্ড হ্যালির অনুরােধে নিউটন টানা দুবছর কোঠর পরিশ্রম করে বিশ্ববিজ্ঞানের এক অমূল্য সম্পদ তার কোন গবেষণা প্রবন্ধটি রচনা করেন?
উত্তরঃ- “Mathematical Principle of Natural Philosophy”.
- উক্ত বইটির সংক্ষিপ্ত নাম উল্লেখ করো?
উত্তরঃ- প্রিন্সিপিয়া
- “প্রিন্সিপিয়া” বইটি প্রকাশের পর প্রচুর প্রশংসা, সাধুবাদ আর অপ্রতিহত খ্যাতির সঙ্গে কারা নিউটনকে সদস্যপদে বরণ করে নিয়েছিল?
উত্তরঃ- ১৬৮৯ সালে ইংলন্ডের পার্লামেন্ট তাকে সদস্য পদে বরণ করে নিয়েছিল এবং কেমব্রিজের বিজ্ঞান বিভাগ পরিচালনার সর্বময় দায়িত্ব তার হাতে অর্পণ করা হয়।
- ১৭০১ সালে তিনি কোন গৌরবময় পদের আসন অলংকরণ করেছিলেন?
উত্তরঃ- দেশের সমস্ত টাকশালের অধ্যক্ষদ।
- তিনি কত সালে রয়াল সােসাইটির সভাপতির পদ গ্রহণ করেছিলেন?
উত্তরঃ- ১৭০৩ সালে।
- ১৭০৫ সালে বিজ্ঞানীদের মধ্যে তিনিই প্রথম কোন বিরল সম্মানের অধিকারী হয়েছিলেন?
উত্তরঃ- মহারানী অ্যান তাঁকে নাইট উপাধিতে সম্মানিত করেছিলেন।
- বিশ্ববিজ্ঞানের পুরােধা পুরু স্যার আইজ্যাক নিউটন কত সালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন?
উত্তরঃ- ১৭২৭ সালে।
Click Here To Download PDF