200+ জেনারেল নলেজ গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর || successful general knowledge in bengali

জেনারেল নলেজ গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর || successful general knowledge in bengali : Here, is the best place for you to download successful general knowledge. Here, you can get the successful general knowledge in bengali. ajjkal.com give you All competitive exam Special General knowledge In Bengali study material like Police exams, Railway exams, Psc exam, Civil exams, Indian Post exams, SSC exams, UPSC exams RBI exams, Group-D exams, Indian Army exams, or any other entrance exams. জেনারেল নলেজ গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর || successful general knowledge in bengali is very important for all examination. You can also download GK, GI, Math, questions paper, Current Affairs etc . Visit this sight ajjkal.com to download free Current Affairs.

🔘 Join Our Telegram Chanel – Click Here 🔘




জেনারেল নলেজ গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর || successful general knowledge in bengali

(১ ) একটি ভাগ প্রক্রিয়ায় ভাজক ও ভাগফল, ভাগশেষের যথাক্রমে ৩ ও ৪ গুণ , ভাগশেষ ৫, ভাজ্য কত ?


( ক ) ৬০ ( খ ) ৩০০ ( গ ) ৩০৫ ( ঘ ) ৩২০

( ২ ) চারজন লােকের গড় উচ্চতা ১ মিটার ৭২ সেমি । প্রথম তিনজনের উচ্চতা যথাক্রমে ১ মিটার ৮০ সেমি , ১ মিটার ৬৫ সেমি ও ১ মিটার ৫৮ সেমি । চতুর্থজনের উচ্চতা কত ?


( ক ) ১ মিটার ৫৯ সেমি ( খ ) ১ মিটার ৮৫ সেমি ( গ ) ১ মিটার ৭৫ সেমি ( ঘ ) ১ মিটার ৬৫ সেমি ।


( ৩ ) এক ব্যক্তি একটি ঘড়ি ৩৫৫ টাকায় বিক্রি করলে যত ক্ষতি হয় ৪২৫ টাকায় বিক্রি করলে তত লাভ হয় । ঘড়িটির ক্রয়মূল্য কত ?


( ক ) ৩৯০ টাকা ( খ ) ৪০০ টাকা ( গ ) ৩৭৫ টাকা
( ঘ) ৩৮৭ . ৫০ টাকা ।

( ৪ ) ১ জানুয়ারি ২০০১ শুক্রবার হলে, ১ জানুয়ারি ২০০২ কী-বার হবে ?

( ক ) শুক্রবার ( খ ) শনিবার ( গ ) রবিবার ( ঘ ) সােমবার


( ৫ ) দুটি ক্রমিক অযুগ্ম সংখ্যার বর্গের বিয়ােগফল ২০০ হলে। তাদের মধ্যে ক্ষুদ্রতর সংখ্যাটি কত ?
( ক ) ৪৯ (খ ) ৫১ ( গ ) ৫৩ ( ঘ ) ৫৫


( ৬ ) একটি ঘরের দৈর্ঘ্য ৬ মিটার , প্রস্থ ৪ মিটার ও উচ্চতা ৩ মিটার হলে চার দেওয়ালের ক্ষেত্রফল কত হবে ?


( ক ) ৩০ বর্গমিটার ( খ ) ৪০ বর্গমিটার ( গ ) ৫০ বর্গমিটার ( ঘ ) ৬০ বর্গমিটার

(৭ ) Fill in the blank with appropriate preposition : | He is blind _ _ his son ‘ s fault .


( ক ) on ( খ ) for ( গ ) to ( ঘ ) about




( ৮ ) Fill in the blank with appropriate collective noun : _ A _ _ of fish .
( ক ) flock ( খ ) group ( গ ) shoal ( ঘ ) pack


( ৯ ) Choose the correctly spelt word :
( ক ) SUPRINTENDENT . ( খ ) SUPERINTENDANT ( গ ) SUPRINTENDANT ( ঘ ) SUPERINTENDENT


( ১০ ) Choose the word which is opposite in meaning of the word ‘ HINDRANCE ‘ .
( ক ) backside ( খ ) co – operation ( গ ) push ( ঘ ) expectation


( ১১ ) Choose the word which is similar in meaningthe word : LOATH

( ক ) tired ( খ ) unwilling ( গ ) sickly ( ঘ ) spirited


( ১২ ) Fill in the blank with appropriate form of verb : The girl from cholera for two months .
( ক ) is suffering ( খ ) suffered ( গ ) has been suffering

ঘ ) is being suffered


( ১৩ ) একজন মহাকাশচারীর কাছে দিনের বেলায় আকাশের রং কেমন হবে ?
( ক ) নীল ( খ ) কালাে ( গ ) আকাশি ( ঘ ) সাদা।


( ১৪ ) সৌরজগতের সবচেয়ে বড় উপগ্রহটির নাম কী ?
( ক ) ফোবস ( খ ) গ্যানিমিড ( গ ) চ্যারােন ( ঘ ) ডিমস


( ১৫ ) ফিজি দ্বীপপুঞ্জ কোন মহাসাগরে অবস্থিত ? |
( ক ) প্রশান্ত মহাসাগর ( খ ) ভারত মহাসাগর ( গ ) আটলান্টিক মহাসাগর ( ঘ ) আন্টার্কটিকা মহাসাগর ।


( ১৬ ) পশ্চিমবঙ্গের বৃহত্তম জেলা কোনটি ?
( ক ) দক্ষিণ ২৪ পরগনা ( খ ) পূর্ব মেদিনীপুর ( গ ) উত্তর ২৪ পরগনা ( ঘ ) বীরভূম

(১৭) আয়তনের বিচারে ভারতের ক্ষুদ্রতম রাজ্য কোনটি ?
( ক ) সিকিম ( খ ) ত্রিপুরা ( গ ) নাগাল্যান্ড ( ঘ ) গােয়া


( ১৮ ) দক্ষিণ ভারতের শস্যভাণ্ডার বলা হয় কোন অঞ্চলকে ?
( ক ) থাঞ্জাভুর ( খ ) চেন্নাই ( গ ) কন্যাকুমারী ( ঘ ) করমণ্ডল উপকূল


( ১৯ ) মহাবীরের আগের তীর্থঙ্করের নাম কী ?
( ক ) পার্শ্বনাথ ( খ ) ঋষভ ( গ ) বর্ধমান ( ঘ ) গােসাল





( ২০ ) হুমায়ুননামা ’ -র রচয়িতা কে ?
( ক ) হুমায়ুন ( খ ) গুলবদন বেগম ( গ ) নিজামুদ্দিন আহমদ বখশি ( ঘ ) ইবন বতুতা ।


( ২১ ) ভারতের প্রথম ভাইসরয় কে ছিলেন ?
( ক ) লর্ড কার্জন ( খ ) লর্ড ক্লাইভ ( গ ) লর্ড হেস্টিংস ( ঘ ) লর্ড ক্যানিং


( ২২ ) প্রথম বিশ্বযুদ্ধের সময় আমেরিকার রাষ্ট্রপতি কে ছিলেন ?
( ক ) উড্রো উইলসন ( খ ) থিওডর মরিসন ( গ ) হ্যারি টুম্যান ( ঘ ) ফ্রাঙ্কলিন রুজভেল্ট


( ২৩ ) শিবাজি ও মুঘলদের মধ্যে পুরন্দরের সন্ধি ’ হয়েছিল কত সালে ? ( ক ) ১৫৫৬ ( খ ) ১৬৫৬ ( গ ) ১৬৬৫ ( ঘ ) ১৬৬৬


( ২৪ ) ১৯৪২ সালে কোন আন্দোলন শুরু হয়েছিল ?
( ক ) ভারত ছাড়াে আন্দোলন ( খ ) স্বদেশি আন্দোলন ( গ ) অসহযােগ আন্দোলন ( ঘ ) ওয়াহাবি আন্দোলন ।


( ২৫ ) সম্প্রতি ন্যাম শীর্ষসম্মেলন অনুষ্ঠিত হল কোন শহরে ?
( ক ) দুবাই ( খ ) শর্ম – অল – শেখ ( গ ) তেল – আভিভ ( ঘ ) দুশানবে।


( ২৬ ) আই এন এস অরিহান্ত হল
( ক ) যুদ্ধ জাহাজ ( খ ) পণ্য পরিবহণকারী জাহাজ ( গ ) পরমাণু | ডুবাে জাহাজ ( ঘ ) এর কোনওটিই নয়


( ২৭ ) সম্প্রতি পরমাণু বিস্ফোরণ ঘটিয়ে বিতর্কের শীর্ষে উঠল কোন দেশ ?
( ক ) জাপান ( খ ) ভেনেজুয়েলা ( গ ) দক্ষিণ কোরিয়া ( ঘ ) উত্তর কোরিয়া


(২৮ ) দাদা সাহেব ফালকে রত্ন পুরস্কার ২০০৯ কে পেলেন ?
( ক ) দিলীপকুমার ( খ ) মনােজকুমার ( গ ) শাহরুখ খান ( ঘ ) শশী কাপুর।

( ২৯ ) রিস্যাট – 2 উপগ্রহটি কোন দেশে তৈরি ?
( ক ) ইজরায়েল ( খ ) স্পেন ( গ ) জার্মানি ( ঘ ) ইউক্রেন


( ৩০ ) ভারতের কোন প্রতিবেশী দেশে এখন সামরিক শাসন চলছে ?
( ক ) মায়ানমার ( খ ) ভুটান ( গ ) বাংলাদেশ ( ঘ ) আফগানিস্তান


( ৩১ ) প্লাসমােডিয়াম ভ্যাইভ্যাক্স পরজীবীটি মানুষের শরীরে কোন রােগ সৃষ্টি করে ?
( ক ) কলেরা ( খ ) ম্যালেরিয়া ( গ ) এনকেফেলাইটিস ( ঘ ) টাইফয়েড।

( ৩২ ) ভিরিয়ন কী ?
( ক ) অকোষীয় জীব ( খ ) এক ধরনের ব্যাক্টেরিয়া ( গ ) ফাইটফথেরা ইনফেস্টানস ( ঘ ) সংক্রমণযােগ্য ভাইরাস একক।

( ৩৩ ) চিংড়ি , কাঁকড়া প্রভৃতি প্রাণীর রক্তে তাম্রঘটিত রঞ্জককে কী বলে ?
( ক ) হিমােসায়ানিন ( খ ) হিমােগ্লোবিন ( গ ) এরিথ্রোসাইট ( ঘ ) লিউকো সাইট


৩৪ ) কর্কের টুকরাে থেকে প্রথম কোষ কে আবিষ্কার করেন ?
( ক ) রবার্ট ব্রাউন ( খ ) রবার্ট হুক ( গ ) জে স্মিথ ( ঘ ) এঁদের কেউই নন।


( ৩৫ ) মানুষের গৃহীত খাদ্যের সারাংশ কোন অঙ্গে শােষিত হয় ?
( ক ) ডিওডেনামে ( খ ) বৃহদন্ত্রে ( গ ) ক্ষুদ্রান্ত্রের ভিল্লি দ্বারা ( ঘ ) যকৃতে


( ৩৬ ) অক্সিন গাছের কোথায় পাওয়া যায় ?
( ক ) বিটপের ডগায় ( খ ) মূলে ( গ ) কাণ্ডে ( ঘ ) এর কোনওটাই নয়


( ৩৭ ) চুনের জলের মধ্যে কার্বন ডাই অক্সাইড চালনা করলে তার রং কীরকম দেখাবে ?
( ক ) সাদা ( খ ) লাল ( গ ) হলুদ ( ঘ ) নীল




( ৩৮ ) জলের উষ্ণতা 0°Cথেকে 4°C পর্যন্ত বাড়ালে তার ঘনত্বের কী পরিবর্তন দেখা যায় ?
( ক ) কমে ( খ ) অপরিবর্তিত ( গ ) বাড়ে ( ঘ ) সঠিকভাবে বলা যায়


( ৩৯ ) NTP – তে ৩২ গ্রাম অক্সিজেনের আয়তন কত ?
( ক ) ২২ . ৪ সিসি ( খ ) ২২ . ৪ লিটার ( গ ) ১৬ লিটার ( ঘ ) ১৮ লিটার।


( ৪০ ) সাধারণ উষ্ণতায় তরলঅধাতু কোনটি ?
( ক ) হাইড্রোজেন ( খ ) সােডিয়াম ( গ ) পারদ ( ঘ ) ব্রোমিন


( ৪১ ) কোনও জড়বস্তু যখন স্থির অবস্থায় থাকে তখন বস্তুটির স্থির অবস্থাতেই থাকার একটা প্রবণতা দেখা যায় — পদার্থের এই ধর্মকে কী বলে ?
( ক ) গতিজাড্য ( খ ) সরণ ( গ ) স্থিতিজাড্য ( ঘ ) চলন।


( ৪২ ) সালফারের দহন প্রক্রিয়া একটি ( ক ) রাসায়নিক প্রক্রিয়া ( খ ) ভৌত প্রক্রিয়া ( গ ) উভয়েই ( ঘ ) কোওটিই নয়

( ৪৩ ) বর্তমানে পশ্চিমবঙ্গে কতগুলি জেলা আছে ?
( ক ) ১৮ ( খ ) ১৯ ( গ ) ১৭ ( ঘ ) ১৬

( ৪৪ ) বর্তমান বাংলাদেশের কোন দুই স্থানে পর্তুগিজ বণিকরা প্রথম বাণিজ্যকুঠি স্থাপন করে ?
( ক ) চট্টগ্রাম ও খুলনা ( খ ) চট্টগ্রাম ও সপ্তগ্রাম ( গ ) খুলনা ও বরিশাল ( ঘ ) সপ্তগ্রাম ও খুলনা।


( ৪৫ ) বসন্ত রােগের টিকা কে আবিষ্কার করেন ?
(ক ) জগদীশচন্দ্র বসু ( খ ) প্রফুল্লচন্দ্র রায় ( গ ) এডওয়ার্ড জেনার ( ঘ ) লুই পাস্তুর

( ৪৬ ) পাল বংশের প্রতিষ্ঠাতা কে ?
( ক ) রামপাল ( খ ) প্রথম মহীপাল ( গ ) গােপাল ( ঘ ) ধর্মপাল


( ৪৭ ) স্পাইডারম্যান ’ – এর প্রকৃত নাম কী ?
( ক ) পিটার অ্যান্ডারসন ( খ ) পিটার পার্কার ( গ ) জন অ্যান্ডারসন ( ঘ ) জন পার্কার।


( ৪৮ ) ভারতের জাতীয় পতাকার সবুজ রং কীসের প্রতীক ?
( ক ) সাহস এবং ত্যাগ ( খ ) সত্য এবং শান্তি ( গ ) বিশ্বাস এবং শৌর্য ( ঘ ) উন্নতি ও আস্থা


( ৪৯ ) প্রাথমিকভাবে একজন শিক্ষকের সাফল্য অর্জনের সবচেয়ে গুরুত্বপূর্ণ দক্ষতাটি হল :
( ক ) বাচনিক ক্ষমতা ( খ ) শিক্ষার্থীদের নিয়ন্ত্রণ করার ক্ষমতা ( গ ) শিক্ষার্থীদের সঙ্গে সুসম্পর্ক স্থাপনের দক্ষতা ( ঘ ) বিষয় সম্পর্কে গভীর জ্ঞান।


( ৫০ ) হরিপ্রসাদ চৌরাসিয়া কীসে খ্যাতি লাভ করেছেন ?
( ক ) তবলাবাদন ( খ ) বংশীবাদন ( গ ) ওড়িশি নৃত্য ( ঘ ) চিত্রাঙ্কন।


( ৫১ ) এক ভদ্রলােক এক ভদ্রমহিলাকে পরিচয় করিয়ে দিয়ে বললেন , ‘ ওঁর একমাত্র ভাই হলেন আমার বাবার একমাত্র পুত্র। ভদ্রমহিলা ভদ্রলােকের কে হন ?
( ক ) স্ত্রী ( খ ) কন্যা ( গ ) বােন ( ঘ ) মা।

( ৫২ ) অনিলা দেবী কোন সাহিত্যিকের ছদ্মনাম ?
( ক ) বিমল কর ( খ ) শরৎচন্দ্র চট্টোপাধ্যায় ( গ ) রাজশেখর বসু | ( ঘ ) নারায়ণ গঙ্গোপাধ্যায়


( ৫৩ ) বিশ্ব পরিবেশ দিবস কোন তারিখে ?
( ক ) ৫ জুন ( খ ) ৫ জুলাই ( গ ) ৭ এপ্রিল ( ঘ ) ৯ ডিসেম্বর


( ৫৪ ) স্কুলে নির্দিষ্ট সিলেবাস অনুযায়ী পঠনপাঠন হয় কেন ?
( ক ) নিরাপত্তা বাড়ে ( খ ) নজরদারি ঠিকমতাে করানাে যায় ( গ ) জ্ঞান ও দক্ষতা বাড়ানাে যায় ( ঘ ) শিক্ষকের দায়িত্ব পালন সঠিক হয়।


( ৫৫ ) পরস্পর ’ কথাটির সন্ধি বিচ্ছেদ করলে হয় ?
( ক ) পরঃ + পর ( খ ) পর + পর ( গ ) পরাে + পর ( ঘ ) পরা + পর


( ৫৬ ) ভােরাই ’ কবিতাটির লেখক কে ?

( ক ) রবীন্দ্রনাথ ঠাকুর ( খ ) সতেন্দ্রনাথ মজুমদার ( গ ) সত্যেন্দ্রনাথ দত্ত ( ঘ ) যতীন্দ্রমােহন সেনগুপ্ত


(৫৭ ) পরিব্রাজকের ভিক্ষা ’ — এককথায় :

(ক ) মাধুকর ( খ ) মুষ্টি ( গ ) মাধুকরী ( ঘ ) পাথেয়।


( ৫৮ ) ‘পুট আউট’ শব্দটি কোন খেলার সঙ্গে যুক্ত : ক ) বেসবল ( খ ) হকি ( গ ) ভলিবল ( ঘ ) ফুটবল।


(৫৯ ) ডান্ডিয়া রাস ’ কোন রাজ্যের নৃত্যকলা ?
(ক ) রাজস্থান ( খ ) পাঞ্জাব ( গ ) গুজরাট ( ঘ ) বিহার

( ৬০ ) জিনগণমন ’ কবে রচিত হয় ?
(ক ) ১৯১০ ( খ ) ১৯১১ ( গ ) ১৯০৫ ( ঘ ) ১৯০৭

জেনারেল নলেজ গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর || successful general knowledge in bengali

উত্তর
১ ( গ ) , ২ ( খ ) , ৩ ( ক ) , ৪ ( খ ) , ৫ ( ক ) , ৬ ( ঘ ) , ৭ ( ঘ ) , ৮ ( গ ) , ৯ ( ঘ ) , ১০ ( খ ) , ১১ ( খ ) , ১২ ( গ ) , ১৩ ( খ ) , ১৪ ( খ ) , ১৫ ( ক ) , ১৬ ( ক ) , ১৭ ( ঘ ) , ১৮ ( ক ) , ১৯ ( ক ) , ২০ ( খ ) , ২১ ( ঘ ) , ২২ ( ক ) , ২৩ ( গ ) , ২৪ ( ক ) , ২৫ ( খ ) , ২৬ ( গ ) , ২৭ ( ঘ ) , ২৮ ( খ ) , ২৯ ( ক ) , ৩০ ( ক ) , ৩১ ( খ ) , ৩২ ( ঘ ) , ৩৩ ( ক ) , ৩৪ ( খ ) , ৩৫ ( গ ) , ৩৬ ( ক ) , ৩৭ ( ক ) , ৩৮ ( গ ) , ৩৯ ( খ ) , ৪০ ( ঘ ) , ৪১ ( গ ) , ৪২ ( ক ) , ৪৩ ( খ ) , ৪৪ ( খ ) , ৪৫ ( গ ) , ৪৬ ( গ ) , ৪৭ ( খ ) , ৪৮ ( ঘ ) , ৪৯ ( গ ) , ৫০ ( খ ) , ৫১ ( গ ) , ৫২ ( খ ) , ৫৩ ( ক ) , ৫৪ ( গ ) , ৫৫ ( খ ) , ৫৬ ( গ ) , ৫৭ ( গ ) , ৫৮ ( ক ) , ৫৯ ( গ ) , ৬০ ( খ ) ।

-ঃআরও পড়ুনঃ-

🔵🔴 ভারতের বৃহত্তম, দীর্ঘতম ও উচ্চতম pdf- Click Here

🔵🔴 বিপরীত শব্দ pdf- Click Here

🔵🔴 কম্পিউটার ভিত্তিক প্রশ্নোত্তর pdf- Click Here

🔵🔴 পরিবেশ বিদ্যা প্রশ্নোত্তর pdf- Click Here

🔵🔴 বিভিন্ন ঘূর্ণিঝড়ের নাম ও নামকরণকারী দেশ pdf- Click Here

🔵🔴 সমোচ্চারিত শব্দ বা সমার্থক শব্দ pdf- Click Here

🔵🔴 বিভিন্ন আন্তর্জাতিক সংস্থার সদর দপ্তর pdf- Click Here

🔵🔴 বছরের কিছু গুরুত্বপূর্ণ দিন pdf- Click Here

🔵🔴 100+ সাধারণ জ্ঞান প্রশ্নোত্তর pdf- click Here

🔵🔴 ইতিহাস গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর pdf- click Here

🔵🔴 WBCS preliminary practice set pdf- Click Here

🔵🔴 বাংলা সাহিত্যের ইতিহাস প্রশ্নোত্তর pdf- Click Here