SSC MTS জেনারেল নলেজ প্রশ্নোত্তর | SSC MTS General Knowledge Question Answer

SSC MTS জেনারেল নলেজ প্রশ্নোত্তর | SSC MTS General Knowledge Question Answer

1. পশ্চিমবঙ্গে কবে পঞ্চায়েত আইন পাশ হয়?
(a) ১৯৫২ খ্রিস্টাব্দে
(b) ১৯৫৪ খ্রিস্টাব্দে
(c) 1957 খ্রিস্টাব্দে
(d) ১৯৯৮ খ্রিস্টাব্দে

উত্তর:- (c) 1957 খ্রিস্টাব্দে

2. কোন সালে স্টকহোম সম্মেলন অনুষ্ঠিত হয়েছিল?
(a) ১৯৭২ সাল
(b) ১৮৭২ সাল
(c) ১৯৮০ সাল
(d) ১৯৭০ সাল

উত্তর:- (a) ১৯৭২ সাল

3. রাষ্ট্রকূট সাম্রাজ্যের স্থাপনা কে করেছিলেন?
(a) প্রথম অমোঘবর্ষ
(b) দান্তিদুর্গ
(c) প্রথম কৃষ্ণ
(d) ধ্রুব ধরবর্শা

উত্তর:- (b) দান্তিদুর্গ

4. ভারতীয় কারখানা আইন কবে স্থাপিত হয়েছিল?
(a) ১৮৬১ খ্রিস্টাব্দে
(b) ১৮৮১ খ্রিস্টাব্দে
(c) ১৮৮৭ খ্রিস্টাব্দে
(d) 1898 খ্রিস্টাব্দে

উত্তর:- (b) ১৮৮১ খ্রিস্টাব্দে

5. কোন গ্যাস আম্লিক বৃষ্টি ঘটাই?
(a) NO
(b) CO
(c) NH
(d) SO2

উত্তর:- (d) SO2

6. ভারতীয় সংবিধানে দশম তফসিলের আলোচ্য বিষয়টি হলো?
(a) সরকারি ভাষা সমূহ
(b) রাজ্যসভার আসন বন্টন
(c) পঞ্চায়েতে রাজ
(d) দলত্যাগ বিরোধী বিধান

উত্তর:- (d) দলত্যাগ বিরোধী বিধান

7. ভারতের আদ্রতম অঞ্চল কোনটি?
(a) আলিপুরদুয়ার
(b) জয়সলমীর
(c) শিলং
(d) মৌসিনরাম

উত্তর:- (d) মৌসিনরাম

8. Bhabha Atomic Research Centre নিম্নের কোথায় অবস্থিত?
(a) মুম্বাই
(b) বেঙ্গালুরু
(c) কলকাতা
(d) উপরের কোনোটিও নয়

উত্তর:- (a) মুম্বাই

9. সুপ্রিম কোর্টের বিচারকদের অবসর গ্রহণের সর্বোচ্চ বয়সসীমা হল – ?
(a) ৬২ বছর
(b) ৬৫ বছর
(c) ৬১ বছর
(d) ৬০ বছর

উত্তর:- (b) ৬৫ বছর

10. সম্রাট আকবর কত সালে ফতেপুর সিক্রিতে ইবাদতখানা নির্মাণ করেন?
(a) ১৫৯৮ সালে
(b) ১৬০২ সালে
(c) ১৫৭৫ সালে
(d) ১৫৫২ সালে

উত্তর:- (c) ১৫৭৫ সালে।