জি আই এবং রিজনিং প্রশ্নোত্তর | SSC MTS GI and Reasoning in Bengali

জি আই এবং রিজনিং প্রশ্নোত্তর | SSC MTS GI and Reasoning in Bengali

জি আই এবং রিজনিং প্রশ্নোত্তর | SSC MTS GI and Reasoning in Bengali

1. ইংরেজি বর্ণমালার বাঁদিক থেকে 15তম অক্ষরের বাঁদিকে 10তম অক্ষর কোনটি ?
(a) E
(b) F
(c) G
(d) H

উত্তর:- (a) E

2. যদি 876=12, 864=81 তবে 824 = ?
(a) 14
(b) 64
(c) 48
(d) 41

উত্তর:- (c) 48

3. ACE, FHJ, KMO, __
(a) QST
(b) PRT
(c) QRT
(d) PRS

উত্তর:- (b) PRT

4. বিভিন্ন গাছের এক সারিতে একটি গাছ বাঁদিক ও ডান দুদিক থেকেই পঞ্চম স্থানে আছে। সারিতে মোট কয়টি গাছ আছে?
(a) 9
(b) 8
(c) 7
(d) 10

উত্তর:- (a) 9

5. যদি কোনো মাসের 23 তারিখ রবিবার হয়, তবে ওই মাসের দুই সপ্তাহ চারদিন আগে কি বার ছিল?
(a) মঙ্গলবার
(b) বৃহস্পতিবার
(c) সোমবার
(d) বুধবার

উত্তর:- (d) বুধবার

6. ইংরেজি বর্ণমালার ডান দিকের শেষ প্রান্ত থেকে 14 তম অক্ষরের বাঁদিকের সপ্তম অক্ষর কোনটি হবে?
(a) T
(b) S
(c) F
(d) E

উত্তর:- (c) F

7. cloud কে white, white কে rain, rain কে green, green কে air, air কে blue ও blue কে water বলা হলে পাখিটি কোথায় উড়বে?
(a) RED
(b) WHITE
(c) BLUE
(d) GREEN

উত্তর:- (c) BLUE

8. SENTENCE -এর সংকেত ESTNNEEC হলে, DESCRIBE -এর সংকেত কি হবে?
(a) DESCRIEB
(b) EDSCIRBE
(c) DECSIREB
(d) EDCSIREB

উত্তর:- (d) EDCSIREB

9. 12 × 9 = 810 ও 15 × 9 = 513 হলে, 13 × 8 = ?
(a) 104
(b) 411
(c) 410
(d) 401

উত্তর:- (c) 410

10. জাহাজ : সমুদ্র : : উঠ : ?
(a) পর্বত
(b) ভূমি
(c) অরণ্য
(d) মরুভূমি

উত্তর:- (d) মরুভূমি।