Tooth powder preparation

প্রয়ােজনীয় উপকরণ –

(১) লােহার কড়াই ১টি

(২) পলিথিনের বড় গামলা ১টি

(৩) মিহিজালের ছাকনি ১টি

(৪) ফিটকারী ২৫ গ্রাম

(৫) গুড়াে সন্ধক লবণ ২৫০ গ্রাম

(৬) চক পাউডার ১ কেজি

(৭) মাজুফল ২০ গ্রাম

(৮) গােলমরিচ গুড়াে ২০ গ্রাম

(৯) কপূর ২০ গ্রাম

(১০) ম্যাগকার্ব হালকা ১ কেজি

(১১) অয়েল পিপারমেন্ট ১০ সি . সি .

(১২) লবঙ্গ তেল ১০ সি . সি .

Tooth powder preparation প্রস্তুত প্রণালী –

প্রথমে লােহার কড়াইতে ফিটকারিকে

ভেজে খই বানিয়ে গুড়াে করে হবে ।

তারপর অন্যান্য যে সব জিনিসের কথা

উপরে বলা হয়েছে সেগুলি একসঙ্গে

ভালাে করে গামলায় মিশিয়ে নিতে হবে ,

তারপর ঐ ফিটকারির খইয়ের গুড়াে

মেশাতে হবে । এরপর ঐ মিশ্রনটাকে

ছাঁকনি দিয়ে ভালাে করে হেঁকে নিয়ে লবঙ্গ

তেল এবং অয়েল পিপারমেন্ট ভালাে করে

মেশাতে হবে । আর সঙ্গে সঙ্গে ঐ মিশ্রিত

পাউডার পলিথিনের প্যাকেটে ভরতে

হবে । এইভাবে টুথপাউডার প্রস্তুত করা যাবে।