মার্কিন রাষ্ট্রপতির ‘ভেটো’ ক্ষমতা | US President’s Veto Power
■ প্রশ্ন:- মার্কিন রাষ্ট্রপতির ‘ভেটো’ ক্ষমতা সম্পর্কে আলোচনা করো। (US President’s Veto Power).
■ উত্তর:- মার্কিন রাষ্ট্রপতির তিন প্রকার ভেটো ক্ষমতা রয়েছে। যেমন–
● (১) প্রত্যক্ষ ব সহজ ভেটো কংগ্রেসের পাঠানো কোন বিলে রাষ্ট্রপতি সরাসরি তাঁর অমত বা আপত্তি জানান তখন বিলটি বাতিল হয়।
● (২) শর্তাধীন ভেটো:- রাষ্ট্রপতি কোন বিল অনুমোদন করতে অস্বীকার করতে পারেন। তখন ১০ দিনের মধ্যে যে কক্ষ থেকে বিলটি এসেছিল সেই কক্ষে বিলটিকে আপত্তিসহ রাষ্ট্রপতি ফেরত পাঠান। এক্ষেত্রে কংগ্রেসের উভয় কক্ষের দুই-তৃতীয়াংশ সদস্যের দ্বারা বিলটি পুনরায় পাস হলে রাষ্ট্রপতির সম্মতি ছাড়াই তা আইনে পরিণত হয়।
● (৩) পক্টে ভেটো:- রাষ্ট্রপতি বিলটিকে কোন মতামত ব্যক্ত না করে দশ দিন আটকে রাখতে পারেন। আর তার মধ্যে যদি কংগ্রেসের অধিবেশন শেষ হয়ে যায়, তা হলে বিলটি বাতিল হয়ে যাবে। রাষ্ট্রপতি এভাবে ভেটো প্রয়োগ করে বা ভেটো প্রয়োগের ভয় দেখিয়ে কংগ্রেসকে নিয়ন্ত্রণ করতে পারেন।
■ মার্কিন কংগ্রেসের গঠন আলোচনা করো। (Composition of the US Congress).
■ উত্তর:- মার্কিন যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় আইনসভা কংগ্রেস দ্বি-কক্ষ বিশিষ্ট। উচ্চ কক্ষ হল সেনেট ও নিম্ন কক্ষ হল প্রতিনিধি সভা। সেনেট স্থায়ী কক্ষ। কখনোই সেনেট একেবারে ভেঙ্গে যায় না। প্রতি সদস্য দু-বছর অন্তর অবসর গ্রহণ করেন ও তাদের জায়গায় নতুন সদস্য নির্বাচিত হয়। সেনেটের সদস্যদের কার্যকালের মেয়াদ ৬ বছর। এর সদস্য সংখ্যা ১০০ জন। অঙ্গরাজ্যের সম প্রতিনিধিত্বের নীতি অনুসারে ৫০ টি অঙ্গরাজ্য থেকে ২ জন করে প্রতিনিধি নিয়ে এই কক্ষ গঠিত হয়।
সদস্যরা জনগণের প্রত্যক্ষ ভোটের দ্বারা নির্বাচিত হন। মার্কিন উপরাষ্ট্রপতি পদাধিকার বলে সেনেটের সভায় সভাপতিত্ব করেন। প্রতিনিধি সভা অস্থায়ী কঙ্গ এর মেয়াদ দু বছর। প্রতিনিধি সভার সদস্যরাও সেনেটের মত জনগণের প্রত্যক্ষ ভোটের দ্বারা নির্বাচিত হন। প্রতিনিধি সভায় স্পীকার সভাপতিত্ব করেন। তিনি সভার সদস্যদের দ্বারা তাদের মধ্যে থেকেই নির্বাচিত হন। কংগ্রেসের সদস্য হবার আবশ্যিক যোগ্যতা হল মার্কিন যুক্তরাষ্ট্রের নাগরিকত্ব এবং যে অঙ্গরাজ্য থেকে নির্বাচিত হবেন সেখানকার আধিবাসী হওয়া।