বৈদিক সভ্যতা গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর PDF | Vedic Civilization Question and Answer

বৈদিক সভ্যতা গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর PDF | Vedic Civilization Question and Answer

বৈদিক সভ্যতা গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর PDF | Vedic Civilization Question and Answer

১. বৈদিক যুগ কয়ভাগে বিভক্ত ও কি কি?

উত্তরঃ- দুইভাগে বিভক্ত- ঋকবৈদিক যুগ ও পরবর্তী বৈদিক যুগ

২. ঋকবৈদিক যুগে কাদের কথা জানা যায়?

উত্তরঃ- আর্যদের সম্পর্কে

❏ ঋকবেদ -কে কেন্দ্র করেই ঋকবৈদিক যুগ গড়ে উঠে।

৩. বৈদিক সভ্যতা কত খ্রীঃপূর্বাব্দে গড়ে উঠেছিল?

উত্তরঃ- আনুমানিক ১৫০০ খ্রীঃপূর্বাব্দে

৪. বৈদিক সভ্যতার শ্রষ্ঠাদের কি বলা হয়ে থাকে?

উত্তরঃ- আর্য

৫. আর্য শব্দের অর্থ উল্লেখ করো?

উত্তরঃ- আর্য শব্দের অর্থ – ‘অভিজাত মানুষ’ বা ‘সৎবংশজাত’ বা ‘শ্রেষ্ঠ বংশদ্ভুত জাতি’

৬. বৈদিক যুগের প্রাচীনতম গ্রন্থের নাম উল্লেখ করো?

উত্তরঃ-  ঋকবেদ

৭. বেদ কথাটি কোন শব্দটি থেকে এসেছে?

উত্তরঃ- ‘বিদ’ থেকে

৮. ভারতের প্রাচীনতম  সাহিত্যের নাম উল্লেখ করো?

উত্তরঃ- বেদ

৯. বেদের অপর নাম লেখো?

উত্তরঃ- শ্রুতি

১০. বেদ -এর কয়টি ভাগ এবং কি কি?

উত্তরঃ- চারটি ভাগ- ঋক, সাম, যজু এবং অথর্ব

১১. প্রতিটি বেদ-এর কয়টি করে অংশ ও কি কি?

উত্তরঃ- বেদ-এর চারটি ভাগ- সংহিতা, ব্রাহ্মণ, আরণ্যক এবং উপনিষদ বা বেদান্ত

১২. বৈদিক যুগে আর্যদের ব্যাবহৃত মূদ্রার নাম উল্লেখ করো?

উত্তরঃ- মনা ও নিষ্ক

১৩. বৈদিক যুগের পরিবারের কর্তাকে কী বলা হতো?

উত্তরঃ- কুলপা বা কুলপতি

১৪. বৈদিক যুগে গ্রামের প্রধান কী নামে পরিচিত ছিলেন?

উত্তরঃ- গ্রামনী

১৫. বৈদিক যুগে বিশ -এর প্রধান কী নামে পরিচিত ছিলেন?

উত্তরঃ- বিশপতি 

❏ বৈদিক যুগে কয়েকটি গ্রাম নিয়ে গঠিত হত বিশ।

১৬. বেদের কোন ভাগে ‘গায়ত্রী মন্ত্র’ অন্তর্ভুক্ত রয়েছে?

উত্তরঃ- ঋক বেদে

১৭. বৈদিক যুগে প্রধান বিনিময়ের মাধ্যম কি ছিল?

উত্তরঃ- গরু

১৮. বৈদিক যুগের কয়েকজন বিদূষি নারীর নাম উল্লেখ করো।

উত্তরঃ- মমতা, ঘোষা, অন্ডালা, লোপামূদ্রা

১৯. আর্যদের খাজনার নাম উল্লেখ করো?

উত্তরঃ- বালি

২০. বেদকে কেন্দ্র করে যে সমস্ত ধর্মগ্রন্থ রচিত হয়েছে সেগুলীকে কি বলা হয়ে থাকে?

উত্তরঃ- সূত্র সাহিত্য

২১. আর্যদের চতুরাশ্রম বলতে কি বোঝো?  

উত্তরঃ- ব্রহ্মচর্য, গার্হস্থ্য, বানপ্রস্থ এবং সন্ন্যাস।

Click Here To Download PDF