ফুড সাব ইন্সপেক্টর মকটেস্ট ক্যুইজ | WBPSC Food Si Bengali Mock Test
1. ব্যাসল্ট শিলা গঠিত মাটির রং কীরকম?
উত্তর:- কালো
2. মাতঙ্গিনী হাজরা “ভারতছাড়ো” আন্দোলনে অংশ নেন কোথা থেকে?
উত্তর:- তমলুক
3. বায়ুর গতিবেগ নির্ণয়াক যন্ত্র কোনটি?
উত্তর:- অ্যানিমোমিটার
4. চাপড়ামারি ন্যাশনাল পার্ক ভারতের কোন রাজ্যের মধ্যে অবস্থিত?
উত্তর:- পশ্চিমবঙ্গ
5. “মাস্কিং” কথাটি কোন ধরনের দূষণের সঙ্গে সম্পর্কিত?
উত্তর:- শব্দ দূষণ
6. সংযুক্তা পাণিগ্রাহী কোন ধরনের নৃত্যের সাথে যুক্ত?
উত্তর:- ওডিশি
7. বঙ্গভঙ্গ আন্দোলন কে কার্যকর করেছিলেন?
উত্তর:- লর্ড কার্জন
8. হিমানী সম্প্রপাত ঘটে কোন অঞ্চলে?
উত্তর:- পার্বত্য অঞ্চলে
9. মণিকরণ উষ্ণ প্রস্রবণ কোন রাজ্যে অবস্থিত?
উত্তর:- হিমাচল প্রদেশ
10. নারকেলের ভোজ্য অংশটি হলো?
উত্তর:- শস্য
11. পশ্চিমবঙ্গে সর্বোচ্চ শৃঙ্গের নাম কি?
উত্তর:- সান্দাকফু
12. আদিনা মসজিদ কে নির্মান করেছিলেন?
উত্তর:- সুলতান সিকান্দার শাহ
13. দিলওয়ারা মন্দির কোন রাজ্যের মধ্যে অবস্থিত?
উত্তর:- রাজস্থান
14. শ্বেতহস্তীর দেশ বলা হয় কোন দেশকে?
উত্তর:- থাইল্যান্ড
15. সৌরজগতের সবচেয়ে কাছের নক্ষত্রের নাম উল্লেখ করো?
উত্তর:- প্রক্সিমা সেনটাওরী
16. পিটারম্যান হিমাবাহ কোন দেশের মধ্যে অবস্থিত?
উত্তর:- গ্ৰীনল্যান্ড
17. সিসটোসোমিয়াসিস রোগ ছড়ায় কোন প্রাণী?
উত্তর:- শামুক
18. গোয়াহাটি শহরটি কোন নদীর তীরে অবস্থিত?
উত্তর:- ব্রহ্মপুত্র
19. ধোয়ী কোন রাজার সভাকবি ছিলেন?
উত্তর:- লক্ষ্মণ সেন
20. ভারতের দ্বিতীয় জরুরি অবস্থা কবে ঘোষণা করা হয়েছিল?
উত্তর:- ১৯৭১ সালে।