পশ্চিমবঙ্গ ফুড সাব ইন্সপেক্টর পরীক্ষার প্রশ্নোত্তর | WBPSC Food SI GK MCQ in Bengali
1. কুঞ্চিকল জলপ্রপাতটি কোথায় অবস্থিত?
উত্তর:- কর্ণাটক
2. সমুদ্রজলের গড় লবণতার হার প্রতি ১০০ গ্রাম জলে কত হয়?
উত্তর:- ৩৫ গ্রাম লবণ
3. আয়োডিনের অভাবে কোন রোগ হয়?
উত্তর:- গলগন্ড
4. কলেরা রোগ হলো-
উত্তর:- জলবাহিত
5. উদীয়মান শিল্প বলা হয় কাকে?
উত্তর:- পেট্রোরসায়ন শিল্প
6. পশ্চিমবঙ্গের কোন জেলায় শুশুনিয়া পাহাড় অবস্থিত?
উত্তর:- বাঁকুড়া
7. আলেকজান্ডার যে সম্রাটের শাসনকালে ভারত আক্রমণ করেছিলেন তার নাম কি?
উত্তর:- ধননন্দ
8. ভাকরা নাঙ্গাল বাঁধ কোন নদীর ওপর অবস্থিত?
উত্তর:- শতদ্রু
9. সরিস্কা অভয়ারণ্য কোন রাজ্যে অবস্থিত?
উত্তর:- রাজস্থান
10. মাউন্ট এভারেস্টে প্রথম কারা পদার্পণ করেছিল?
উত্তর:- শেরপা তেনজিং নোরগে ও এডমন্ড হিলারি।
11. বাংলায় চিরস্থায়ী বন্দোবস্ত প্রবর্তন করেছিলেন কে?
উত্তর:- লর্ড কর্নওয়ালিস
12. পশ্চিমবঙ্গের কোন শহরকে অর্কিডের শহর বলা হয়?
উত্তর:- কার্শিয়াং
13. যে রোগে আয়োডিন দেওয়া হয় সেটি কী?
উত্তর:- গয়টার
14. কত বছর অন্তর কমনওয়েলথ গেমস অনুষ্ঠিত হয়?
উত্তর:- ৪ বছর অন্তর।
15. সালোকসংশ্লেষে হিল বিকারকের কাজ করে কোনটি?
উত্তর:- NADP.
16. পুলিতজার পুরস্কার কোন ক্ষেত্রে দেওয়া হয়?
উত্তর:- সাহিত্য ও সাংবাদিকতা
17. ভারবী কোন রাজবংশের সভাকবি ছিলেন?
উত্তর:- পল্লব বংশ
18. কলকাতা ঢাকা মৈত্রী এক্সপ্রেস চালু হয় কবে?
উত্তর:- 2008 সালে
19. চোল বংশের সরকারি ভাষা ছিল কী?
উত্তর:- তামিল
20. পৃথিবীর উচ্চতম মালভুমির নাম উল্লেখ করো?
উত্তর:- পামির মালভূমি।