ফুড সাব ইন্সপেক্টর পরীক্ষার প্রশ্ন উত্তর | WBPSC Food SI GK Questions Answers
1. তেঁতুলে কোন অ্যাসিড থাকে?
উত্তর:- টারটারিক
2. যদি ম্যাক সংখ্যা 1 এর কম হয় তবে তাকে কী বলে?
উত্তর:- সাবসোনিক
3. “বাংলার দুঃখ” নামে পরিচিত নদ/নদী কোনটি?
উত্তর:- দামোদর
4. পৃথিবী পৃষ্ঠ থেকে নিচের দিকে যাওয়া হলে অভিকর্ষজ ত্বরণ এর মান কীরকম হয়?
উত্তর:- কমতে থাকে
5. আপাতন কোণ 55 ডিগ্রী হলে প্রতিফলন কোণ কত ডিগ্রী হবে?
উত্তর:- 55 ডিগ্রী
6. ক্লাইনফেলটার সিনড্রোম এটি কিসের সাথে সম্পর্কিত?
উত্তর:- ক্রোমোজোম অস্বাভাবিকতা
7. স্পষ্ট দৃষ্টির জন্য নূন্যতম দূরত্ব কত হওয়া প্রয়োজন?
উত্তর:- 25 মিটার
8. ক্রিপস মিশন কত খ্রীস্টাব্দে ভারতে আসে?
উত্তর:- 1942 খ্রীস্টাব্দে
9. এটর্নি জেনারেলের কথা সংবিধানের কততম ধারায় উল্লেখ আছে?
উত্তর:- ধারা – 76
10. ভারতের প্রায় কত শতাংশ ম্যানগ্রোভ অরণ্য পশ্চিমবঙ্গের সুন্দরবনে অবস্থিত?
উত্তর:- 65%
11. কামেট পর্বত কোন রাজ্যের মধ্যে অবস্থিত?
উত্তর:- উত্তরাখন্ড
12. পা ও গোড়ালিতে মোট কটি হাড় বা অস্থি থাকে?
উত্তর:- 52 টি
13. হোয়াইট ওয়াশ তৈরি করতে নিম্নের কোনটি ব্যবহৃত হয়ে থাকে?
উত্তর:- ক্যালসিয়াম হাইড্রোক্সাইড
14. ভারতের কোন রাজ্যের সাথে পশ্চিমবঙ্গের সীমারেখা সবচেয়ে দীর্ঘতম?
উত্তর:- ঝাড়খন্ড
15. পোলাভরম প্রকল্প কোন নদীর ওপর গড়ে উঠেছে?
উত্তর:- গোদাবরী
16. ম্যানিলা কোন দেশের রাজধানী?
উত্তর:- ফিলিপিন্স।
17. লোকসভার সদস্য হতে গেলে নূন্যতম কত বয়স হওয়া প্রয়োজন?
উত্তর:- 25 বছর
18. গণপতি ও শিবাজী উৎসব কে চালু করেছিলেন?
উত্তর:- বি জি তিলক
19. কলকাতাকে প্রসাদ নগরী আখ্যা দিয়েছিলেন কে?
উত্তর:- রবার্ট ক্লাইভ
20. বিশ্ব আবহাওয়া দিবস কবে পালিত হয়ে থাকে?
উত্তর:- 23 মার্চ।